Importance.
Only to be wasted on the people who are worth it.
That is, family.
Because, everyone else leaves
One day or the other-
Most of the joys of the centuries in
gully cricket get wasted
when mother says, "Ladki hai tu,
kya cricket khelti rehti hai?
Padhai kar, doctor banna hai na? "-
Love can be pure, beautiful, simple, or hurting and complicated.
It just depends on the nature of people it's involved with.-
"Thanks for being with me when no one else was. You are the best friend one can get." She had said.
"You're welcome" he had smiled. And said to himself,"You're the best thing that can happen to anyone".-
Broken heart.
Alone nights.
Flooding thoughts.
..and a poet was born.-
মৃণ,
যদি কাউকে শুধু মাত্র আঘাত করার জন্য কিছু করতে যাও, সেই আঘাত তো তোমারও গায়ে লাগে! তার চেয়ে এসো, তার জীবনের দুঃখ দূর করার প্রার্থনা করি। সেই প্রার্থনা তোমার ওপরে ও বর্তাবে।-
জানলে মৃণ, মানুষের পছন্দ অনেকটা নির্ভর করে তার পছন্দের মানুষের পছন্দের ওপর। সেটা তার পরিবারই হোক, বা প্রেমিকা।
-
সূর্য,
তুই কখনও বন - ছায়া দেখেছিস?
কখনও অনুভব করেছিস সবুজের স্পর্শ?
বুনো গন্ধে কি মেতে উঠেছিস কখনও?
নাকি কংক্রিটের এই অন্ধকূপেই নিজেকে মানিয়ে নিয়েছিস কোনোভাবে?
সূর্য,
তুই কখনও কাঁটা ঝোপে গোলাপ তুলতে গেছিস?
বা সাপে ভরা কোনও জলাশয়ে পদ্ম?
কখনও মরা নদীতে ডিঙি নৌকো ভাসিয়ে মোহনা খুঁজতে গেছিস?
নাকি দশটা - পাঁচটার নিরাপত্তার জন্য নিজেকেই ভাসিয়ে দিয়েছিস জীবনের গোলধাঁধায়?
আজ হয়ত তোর পাঁচতারা কমপ্লেক্সে ফ্ল্যাট।
ধোঁয়া ভরা শহরে তোর ঝাঁ চকচকে মার্সিডিজ টা আরও কিছুটা অন্ধকার যোগ করে।
ট্রেন্ড বলে এই মেকি সভ্যতার মানুষ হতে গিয়ে হয়ত নিজের শিকড়কেই চিনিস নি কখনো।
কিন্তু সূর্য,
তুই কখনও তারা ভরা আকাশ দেখেছিস?-