সত্যিকারের ভালোবাসা পাওয়া সেটা তো ভাগ্যের কথা,
আর মনের মতো মন পাওয়া সেও আজকাল স্বপ্ন!!-
" My Honesty is my best Ornaments "
নতুন সূর্যের কিরণে ইচ্ছাগুলো উড়ে বেড়াক ডানা মেলে,
দিন শেষের অস্ত যাওয়া সূর্যের লালাভ কিরণে;
স্বপ্নগুলো সত্যি হোক পাখনা মেলে।।-
তোর প্রতিটা রক্তবিন্দুর লাল হয়ে থাকতে চাই,
তোর রোমে রোমে নিজেকে হারিয়ে দিতে চাই;
তোর প্রতিটা নয়ন ঝরানো অশ্রুবিন্দু গুলোর বৃষ্টি হযে চাই,
তোর ভালোবাসার ভালোবাসা সারাজীবন থেকে জেতে চাই৷৷-
অভিমান গুলো জমে জমে,
হয়েছে এক গম্ভীর পাহাড়;
সেই পাহাড়ের অন্তিমে গিয়ে,
হারিয়ে যাবো নিজের অজান্তেই৷৷
-
রূপের ঘনঘটায় জীবনটা শুধুমাত্র অশ্রু দিয়েছে,
কালোর রূপে আলোকিত হয়ে যে সবার হৃদয় জিতেছে;
সেই তো পৃথিবীর বুকে মনকারা এক অপ্সরা পরী,
যে তাঁর রূপের আলোর ছটায় মন কেড়ে চলেছে প্রতিনিয়ত৷৷-
স্বার্থপর এই দুনিয়াতে যে যার আখের গোছাতেই ব্যস্ত,
আমি বা তুমি কেমন আছি কারোর প্রয়োজন হয়নি খোঁজ নেওয়ার দরকার;
বন্ধু বেসে সবাই আজ করে চলেছে নিত্য নতুন অভিনয়;
সেই অভিনয়ের অভিনেতা হয়েছে তাঁরা আজ বেজায় মস্ত বড়ো অভিনেতা!!
-
কষ্ট গুলো ভাগ করে নিতে চেয়েছিলাম দুজনে মিলে;
তুমি সেই একা করে চলে গিয়ে কষ্ট গুলো আরো বাড়িয়ে দিলে!!
-
কখনো তোমার ভালোবাসা কে স্পর্শ করো না,
যাকে ভালোবাসবে অনুভূতি দিয়ে ভালোবেসে দেখো...;
সেই ভালোবাসার অনুভূতিটা তোমার মনে খুশি এনে দেবে....!!-