Soumyajit Bhattacharjee   (Soumyajit {একাঙ্ক})
6 Followers · 6 Following

read more
Joined 15 February 2020


read more
Joined 15 February 2020
2 APR 2022 AT 22:52

মেধা যায়না কেনা,
কারো থাকে জন্মগত;
কেউ নেই অভ্যাস দ্বারা,
তাও অনেকে ভাবে পয়সা যত মেধা তত।
কিন্তু বাস্তব বড় শক্ত,
যার জ্ঞানের পিপাসা নেই;
তার মেধা বড়ই তুচ্ছ,
জ্ঞানের বিচার হয় মেধা দিয়েই।
তাও আমাদের বিচার পরীক্ষার নম্বরে,
কিন্তু নম্বর থাকলেই মেধা আসে না ফিরে।

-


29 MAR 2022 AT 0:33

সবকিছু মানিয়ে নিতে শিখেছি,
হ্যাঁ;কষ্ট পেলে এখন কান্নাকাটি করি।
ঝগড়া হয়, কিন্তু অবিশ্বাস করি না,
অবাকও হইনা চমকেও উঠি না।
এতকিছু দেখে- সহ্য করে এই অসহিষ্ণুতার মধ্যে
নিশ্বাস নিয়েছি, তাই ভাবনাও জাগেনা কষ্টে।
আবেগপ্রবন হই না আর প্রতারণাতেও,
ভাঙ্গার শব্দ পেতে দিই না ভেঙে চুরমার হলেও;
ভালো থাকার জন্য কতজন ভালোর সন্ধানে গেছে,
প্রয়োজন ফুরিয়েছে তাই প্রিয়জন পাল্টেছে।

-


13 FEB 2022 AT 16:14

ভিড়ে তে কোণঠাসা সবাই,
সবেতেই ভির লাগে।
কাজের জায়গায় কাজের সাথে,
লোকেরাও ভিড় লাগায়।
এখন চাকরি চাই,
চাকর হওয়ার ইচ্ছায়;
সেখানেও যেয়ে দেখি,
এখানে ভিড় পাওয়া যায় সস্তায়।
অফিস থেকে শপিং মল,
সর্বত্র ভিড়ের ঢল;
গাছপালার ভিড় বাড়াও,
তার সাথে ভালবাসাও।— % &

-


16 JAN 2022 AT 22:12

আহাঃ কি ঠান্ডা, চর্ম যায় শুকিয়ে;
দাঁতকপাটি কিড়মিড় করিয়ে,
সব হার খানা যেন দেয় ঠকঠকিয়ে।
আহাঃ কি ঠান্ডা, লেপ কাঁথা কম্বল;
লাগালো এবার গন্ডগোল।
একদিকে টান লাগে,
সরে যায় অন্যদিকে;
কম্বলের ভিতরে গরমে আগুন,
রাগে মাথাটা তেলে বেগুন।
আহাঃ কি ঠান্ডা, এবার চলবে নলেন গুড়;
মিষ্টি হবে সাথে পায়েস।
পৌষ পার্বণ আর সারদার আদেশ,
আমার পুজোয় পড়িস না শুধুই তুই ঘুর।

-


5 JUL 2021 AT 13:48

অন‍্য,সে যতই খারাপ হোক না কেনো;
তার রসাতলে ডোবা যদি পাশে থেকে দেখো।
অকস্মাৎ স্বয়ং শুরু করবে তাতে ডুবতে,
শীঘ্রই সব তছনছ হয়ে যাবে;
পারবে না তা বুঝতে।

-


5 JUL 2021 AT 13:07

অন‍্য, যত‌ই খরাপ হোক না কেন!
তার ধ্বংস যদি নিজে কাছে থেকে দেখ;
কখন যে সেই প্রলয়ের নিকট আসবে চলে,
পারবে না তা ধরতে।

-


5 JUL 2021 AT 12:57

খেলোয়ার যতই ভালো খেলুক না কেনো,
সকলের প্রয়োজন নিজের সাহস যোগানো;
আর কাছের যিনি সহযোগিতা করেন,
তিনিই আসল কোচ হন।

-


3 JUL 2021 AT 23:30

চোখের সামনে যা যা হয়,
শুধুমাত্র তাই নয়;
পিছনেও ঘটে যাওয়া সবকিছু,
জীবনের সার-সত‍্য সবটুকু।

-


30 JUN 2021 AT 21:21

ইন্দ্রপ্রস্থ সভা
( শিশুপালের বক্তব্য )

-


30 JUN 2021 AT 13:20

তোমাতে
আমাদের মধ‍্যে শুধু তোমাতে,
আলাদা থাকার বৃথা কষ্ট দিয়ে গেলে।
হাতের উপর হাত রেখে যাবি,
ছাপ থেকে যাবে মনে;
মনটাও গিয়েছে চুরি,
তাতে একটুকরো মেঘ যাই রেখে।
মেঘ নিজে থেকে আকার নেয়,
আকার দেওয়ার মিথ‍্যা প্রচেষ্টায়
তেমনি, ফিরে পাবে না জেনেও ফিরো;
আলাদার লাল সুখ দেখে ফিরে যেও।

-


Fetching Soumyajit Bhattacharjee Quotes