Soumyadip Das   (Soumyadip das)
70 Followers · 6 Following

read more
Joined 9 January 2020


read more
Joined 9 January 2020
11 JAN 2022 AT 10:08

এ শহরে তোমার আনাগোনা আজও,
স্মৃতি বিজড়িত স্বপ্ন গুলো যতনে তুলে রাখা আজও।
সেই বৃষ্টির ফোঁটা আর তোমার জানলা দিয়ে হাত বাড়ানো মনে পড়ে আজও।
আজ অভিমানী এ শহর,
দেয় হাতছানি ওই বাড়ন্ত প্রহর।
শহুরে মেজাজ তো আজও আছে বেশ,
তাহলে কেন হারালো দিনগুলো, কেন গল্পটা আজ শেষ?
স্বপ্নটা ভেঙে গেছে বোধহয়,
বাস্তবে দাড়িয়ে আমি
আর তুমি স্মৃতি বিজড়িত পর্দায়।।

-


8 JAN 2022 AT 9:27

আজও আছে কথার শেষ,
তোমার ফেরার অপেক্ষায়।
জীর্ণ মনও খুশি বেশ,
তোমার ডাকটা যদি শোনা যায়।
জানি না তুমি কত দূরে,
আছো শুধুই অতীত জুড়ে।
বর্তমানে লেখার নেশা,
ভবিষ্যতের হয়তো পেশা।
লেখার মাঝেও তুমিই আছো,
শুরুর তাই অন্ত নাই।
পথিক আজও পথের ধারে,
তোমার ফেরার অপেক্ষায়।।

-


7 JAN 2022 AT 8:54

সবাই হারিয়ে যায় ছায়ার সাথে,
অন্ধকারে একলা হই আমি।
বিন্দু বিন্দু জলকণা গুলো,
জমা হয় চোখের দুই ফাঁকে
অন্ধকারে একলা হই আমি।
অপেক্ষারত তাই কখন আসবে আলো?
ফিরে আসবে ছায়া, আর আপন লোকগুলো।
কিন্তু সত্যি কি তারা আছে পাশে,
ওই গভীর আঁধার মাঝে?
নাকি নিঝুম নিরালায় একলা আমি,
মিথ্যা আশ্বাসে।।

-


6 JAN 2022 AT 17:55

যদিও বা হারিয়ে যাই,
দূর দ্বীপান্তরে।
তবুও কি খুঁজে পাব,
শান্তি অন্তরে?।।

-


30 DEC 2021 AT 18:31

তুমি বলছ সত্য বলতে,
সত্য কি❓
অদৃশ্য পরিচয়
নীরব বেদনায়।

-


23 DEC 2021 AT 8:13


বড্ড অসহ্য হয়ে যায় সে রাত,
যে রাতে স্বপ্ন সঙ্গী হও তুমি।
বাস্তবে যা সম্ভব নয়,
তা স্বপ্নে আসে কেন❓
ভুলতে চাওয়া মানুষটাকে,
মন ভালোবাসে কেন❓
সময়টা ছলনা না পরিহাস
জানতে যাই না।
তুমি পাশে আছো যথেষ্ট এটা
বাস্তব বা স্বপ্ন
জানতে চাই না।

-


21 DEC 2021 AT 9:58

নদী এনেছি নিয়ে আমি,
জলধারা হবে কি?
পথ না হয় আমার হলো,
প্রশ্ন বিনা চলবে কি?
হয়তো আমি পথ হারাবো,
সাগর জলে মিশে,
তুমি বইতে থেকো অবিরল,
আমায় ভালোবেসে।।

-


20 DEC 2021 AT 17:32

এই গোধূলির হাল্কা আলো,
নদীর শেষ প্রান্তে সূর্যের ডুবে যাওয়া।
মৃদু বয়ে চলে দখিনের হাওয়া।
রাখাল বালক পথে ওড়ায় ধূলো,
বাড়ি ফেরার পথে পাখির দলগুলো।
এসব এখন অতীত।
না প্রকৃতি বদলায়নি আজও
বদলেছি শুধু আমার।
বদলে নিয়েছি পরিস্থিতি আমাদের মতো করে।
গোধূলির হালকা আলো ঢেকেছে LED তে,
সূর্য ডুবতে অনেক দেরি মন দাওPUB-G তে।
হাওয়া এখন AC র খাবো,
ধূলোয় আবার এলার্জি, মুখে দুটো মাস্ক জড়াব।
এ কি বিকাশ সর্বনেশে
রাবণ হাসে রামের বেশে
মানুষ হও যন্ত্র নয়,
ভবিষ্যৎকে করো ভয়।

-


20 DEC 2021 AT 8:43

পথের বাঁকে কুয়াশা মেখে,
আবছা আলো আঁধারে দেখে।
স্মৃতি গুলোর আগমনে,
হবে কি দেখা সেই দুজনে?
অজানার প্রতীক্ষাতে,
আজও আমি আছি সাথে।

-


19 DEC 2021 AT 17:29

কথপোকথন
বাদশাহ: কি হে মন্ত্রী কেন এ ব্যক্তিকে ধরে এনেছে পেয়াদা, কেনই বা সে শিকলে রয়েছে বাঁধা।
মন্ত্রী: হুজুর ও বেচছে মাল নকল, যেমন দুধের মধ্যে জল।
বাদশাহ: এ তো বড় অন্যায়, একবার শুনি তার দিকটাও নয়।
অপরাধী: ধন্যবাদ হুজুর! আমি গরীব অসহায়, একটু হেরা ফেরি করি পেটের দায়। এই দুনিয়ায় কেই বা আসল যার যত শক্তি সে ততো নকলের সম্বল। যাকে করিবেন বিশ্বাস সেই করিবে পরিহাস। পেটের দায়ে আজ আমি অপরাধী
কিন্তু যাদের সব আছে, তাদের কেন আজ নকল সহিত সন্ধি।

-


Fetching Soumyadip Das Quotes