Soumyadip Chatterjee  
11 Followers · 2 Following

Joined 20 December 2018


Joined 20 December 2018
11 MAR 2021 AT 22:29

প্রেম আছে আর আছে
অভিমানী মন
তোমাকেই লিখে চলে
যেন সারাক্ষণ।
সে লেখার নাম দেব
হৃদয়ে হৃদয়ে
কেন তুমি বারেবারে
হও যে উদয়।
প্রেম আছে ভয় আছে
হারিয়ে ফেলার
তুমিই তো যত সুখ
বিরহবেলার।

🖋️কবি অবশেষ দাস

-


11 MAR 2021 AT 22:29

প্রেম আছে আর আছে
অভিমানী মন
তোমাকেই লিখে চলে
যেন সারাক্ষণ।
সে লেখার নাম দেব
হৃদয়ে হৃদয়ে
কেন তুমি বারেবারে
হও যে উদয়।
প্রেম আছে ভয় আছে
হারিয়ে ফেলার
তুমিই তো যত সুখ
বিরহবেলার।

🖋️কবি অবশেষ দাস

-


25 FEB 2021 AT 11:07

আলো,বাতাস,জল কাঁদছে
বৃক্ষ,গুল্ম,লতা কাঁদছে মানুষের জন্যে।
প্রতিদিন, প্রতিক্ষণ... অথচ মানুষ কাঁদছে না!
মানুষ তো মরে গেছে। কোত্থাও মানুষ নেই।

শুধু পুতুলের কান্না শোনা যায়।
ওদের ঠিক মানুষের মতো দেখতে...

- কবি অবশেষ দাস

-


23 FEB 2021 AT 14:43

ওদের দেখি কিচ্ছুটি নেই
বুক ভর্তি ইগো
বাঘের মতো হিংসুটে খুব
ভাবটা যেন মৃগ !
- কবি অবশেষ দাস

-


13 FEB 2021 AT 19:58

যৌবন থাকতেই তপোবন ঘুরে নাও ;
হাঁটুতে ব্যথা হলে তুলসীবনও দুর্গম!
- কবি অবশেষ দাস

-


10 FEB 2021 AT 19:23

সংসারে সবাইকে বাহন হতে হবে ;
বহনের ঝামেলা কেউ নেবে না।
-কবি অবশেষ দাস

-


30 JAN 2021 AT 21:12

নদী থেকে বালতি জল তোলে কিন্তু বালতি থেকে নদী কখনো জল তোলে না।
- কবি অবশেষ দাস

-


24 JAN 2021 AT 9:55

এদেশে পূর্ণ মনুষ্যত্ব প্রতিষ্ঠা হলে একদিন সব কারাগার গ্রন্থাগার হয়ে যাবে।
-কবি অবশেষ দাস

-


22 JAN 2021 AT 9:41

যেখানেই যাই, এখানেই ফিরি

জীবনটা গচ্ছিত রেখে
প্রতিদিন ঘর খুঁজে খুঁজে এখানেই ফিরি...

ওগো নদী, চলিষ্ণু আশ্রয়
লালনের একটাই পথ একতারা হয়ে
ফিরে আসে তোমার মায়াময় ছায়াঘরে।

-কবি অবশেষ দাস

-


22 JAN 2021 AT 9:30

যেখানেই যাই, এখানেই ফিরি

জীবনটা গচ্ছিত রেখে
প্রতিদিন ঘর খুঁজে খুঁজে এখানেই ফিরি...

ওগো নদী, চলিষ্ণু আশ্রয়
লালনের একটাই পথ একতারা হয়ে
ফিরে আসে তোমার মায়াময় ছায়াঘরে।

-কবি অবশেষ দাস

-


Fetching Soumyadip Chatterjee Quotes