এই সুন্দর ধরণীর বুকে
আমরা সজীব ধূলি।
স্পর্ধা এনোনা, উড়ে চলে যাবে,
সকলের মায়া ভুলি।
শত-চিন্তারা বেড়াজাল দিক,
ভাবনা সতেজ রেখো।
সমাধান খোঁজো, হাসিমুখ নিয়ে
মেনে নিতে কিছু শেখো।
প্রসারিত হও নির্মলে, আনো..
বিশ্বাস চিরতরে।
'যা কিছু হচ্ছে, ভালোই হচ্ছে..
কিংবা ভালোর তরে।।'-
কু-ঝিক-ঝিক শব্দ কোথায়, বাবা?
কি ট্রেন এটা? এতো খেলার গাড়ি!
ছোট্টো বলে খেলনা নকল এনে,
ভুলাও আমায়? হুম হুম ! সেথায় নারি।।
ভুল করেছো, স্বীকার করো আজই,
দাঁড়াও, তোমার...শাস্তি আছে ভারী।
বলবো না আর কয়েক বছর কথা,
যাও চলে যাও....তোমার সাথে আড়ি।।
-
অসুখের গীতি, নিয়মের দীনে,
প্লাবিত জীবন-যাপন।
আমার গোছানো, পুঁতি-মালা ঋণে...
আলগা সুতোই আপন।।
-
যুক্তি দোহের, মুক্তি খোঁজে,
বিচ্ছেদমুখী তর্ক।
সমান আবেগে সম-অনুভূতি,,
নিরুপায় সম্পর্ক।।
-
এই যে মাটি, আকাশ রাঙা সাঁঝে,
রক্ত তোমার এই ধরাতেই মিশে।
ঐ যে আজান, ঘণ্টা কাসর বাজে,
শহীদ, তোমার সরব সেথাও ভাসে।
-
ভালোবাসার বাসায় একশো আট,
ওই ছলেতেই গলায় নিলাম ফাঁসি।
আতঙ্কেতেই কাটছে এখন রাত,,
কেউ যদি কয় আবার 'ভালোবাসি'।-
উঠলে কোনো নীতির কথা ভারী,
মুখ বুজলেই, ভন্ড বেয়াক্কেলে!
বললে আমি, অলীক ভাষণধারী,
লিখলে আমি, কাব্যিমারা ছেলে।।
তাই বলি না, তাই লিখি না আর,
ঠোঁট কেঁপেছে নীরব থাকার ভিড়ে।
তোমার নীতি থাকুক পকেট ভার,
আমার কাগজ, না হয় দিলাম ছিঁড়ে।
-
জন্মের কোনো আগে পরে নেই,
যা হবে..হেথায় হবে।
পাপ-পুন্যের হিসাবের খাতা,
অন্তরালেই রবে।।
আত্মমননে কেন্দ্রে ঘুরিলে,
পরিধি তো স্থায়ী নয়।
সময়ের স্রোতে ক্ষয়ে গেছে সবই....
একটুতো করো ভয়!!
যা কিছু দিয়েছো, সব ফিরে পাবে,
থাকবে না কিছু রাখা।
প্রত্যেক জীবই ভগবান-রূপ,
কর্মই বিধিলেখা ।।
-
এখন আমি জলের বুঁদের মতো..
এই যে আছি, এই বুঝি বা নেই।
তোমার মনের আবেগ রাশি যত..
তাপ লুকিয়ে, তাকিয়ে আছে সেই।।
জানোই..আমি নিভতে বসা বাতি,
বৃথাই তুমি বাতাস রেখে এলে।
নেভার আগেই দমকে উঠি যদি,
ভয় পেয়ো না, ঢলবো.. তোমার কোলে।
এই..কেঁদোনা,,!! চোখটি মুছে এসো..
হাজার মুক্তি নিচ্ছে আমায় ঘিরে।
আজ সারারাত আমার পাশেই বসো,,
রাত পোহালেই না হয় যেও ফিরে।
মরণব্যাধি আজ মেলালো দোহে..
বেকার আমি, তোমার তিনের ঘর।
মরবো..! মরি, শান্তি তোমায় চেয়ে;
দেখছি তোমায় বছর আটেক পর...-
আমার আমি বড্ড কেমনতর,
আমার হদিশ একের তেপান্তরে।
মনের অমিল সবার সাথেই রোজ,
কেউ বাসে না ভালোই অমন করে।।
ধরলে কলম, আকাশ কালো হয়,
লিখলে পাতায়, বৃষ্টি আসে ঝেঁপে।
মেঘের সাথে সেই যে কবে আড়ি,
হয়নি লেখা, সময় গেলাম মেপে।।
চাইলে আদর, বাতাস হারায় বেগ,
খুললে কপাট, কিরন অবহেলে।
সবার মনই, বড্ড অভিমানী,
দূরত্ব-তেই রাখলো আমায় ঠেলে।
একার হলেও, তোদের ভাবেই কবি,
লিখব কি তা? বাঁচব কেমন করে?
আয়না চলে, সকল বারণ ভুলে,
আবার লিখি তোদের পাতা ভরে।
-