ইচ্ছে তোমার, তপ্ত রোদের কণা..!
মেঘ বলেছে, "তোমার বাড়ি যাবো।"
ভাসলে নয়ন, হলেই বীরাঙ্গনা....
বলছে হৃদয়, "সেদিন তোমার হবো।"
-
এই ধরনীর যতগুলো দিক,
তোমায় ততটা হেরি।
কখনও হয়েছো স্নেহময়ী মা,
কখনও প্রেমের ফেরি।।
কখনও সেজেছো খুনসুটি বোন,
আহ্লাদী কোনো মেয়ে।
দাবিহীন স্ত্রীর রূপে কভু এসে,
নির্বাকে গেছো চেয়ে।।
শত লাঞ্ছনা, অপমান এ ক্ষয়ে,
বার বার ফেরো বাড়ি।
নাড়িতেই টান, নারিতে বনাম,
তাই বুঝি তুমি নারী।।-
কোন জনা কহে ? "সেও বেশ আছে,
যে শুধু বেসেছে ভালো।"
-আলো সমারোহে, বিলীন উচ্ছ্বাসে,
প্রদীপের তলই কালো।
কোন জনা কহে ? "একই মন-প্রাণে,
হাজার প্রেমেতে নারি।"
-সোনালীর মোহে, নীলিমার ঘ্রাণে ,
পরশে কিরণ ভারী।।
-
কম-বেশি দাগ, দুই কুসুমেই ফলে,
রাগ-অহমেই আটকে পড়ে সৃজন।
প্রেম কাননে গুনগুনিয়ে বলে,
-"মেনে নিয়ে, মানিয়ে নেওয়াই জীবন।"
-
কম-বেশি দাগ, দুই কুসুমেই ফলে,
ঈর্ষা-রাগেই আটকে পড়ে সৃজন।
প্রেম কাননে গুনগুনিয়ে বলে,
-"মেনে নিয়ে, মানিয়ে নেওয়াই জীবন।"
-
ভাবলে বিশদ, আগলে জীবনপিছু,
একটু আদর তোমার গালেও মেখো।
বাসলে বৃহৎ, রাখলে অনেক কিছু,
এবার না হয় তুমিই ভালো থেকো।-
শত ব্যথা-হাসি, প্রভুতেই ভাসি..
জড়িয়েছে মম নিঃশ্বাসে।
'যত ঘন রাত, নিকটে প্রভাত'-
বেঁচে আছি এই বিশ্বাসে...।।
-
নির্মূল ব্যথা হোক এইবারে,
নিরাময় এসো ধেয়ে।
কিছু প্রার্থনা আড়ালেই বাড়ে,
দীর্ঘায়ু তব চেয়ে।।-
সময়ের সাথে
হাত রেখে হাতে,
ফুরিয়ে এসেছে বেলা।
সুখ-দুখ, হাসি
হল রাশি-রাশি
স্মৃতিতেই থাক মেলা।
ভালো থেকো তুমি,
গালে, হাতে চুমি,
বিকল্প কিছু নাই?
পারি নাতো ছেড়ে
যেতে বহুদূরে ,
মায়া পরে গেছে, তাই...!
তবু যেতে হবে,
স্মৃতি হয়ে ভবে,
বিদায় বন্ধু বিদায়।
মনে-প্রাণে মানি,
দেখা হবে জানি...
অন্য ভাবের পাতায়।।-
এই সুন্দর ধরণীর বুকে
আমরা সজীব ধূলি।
স্পর্ধা এনোনা, উড়ে চলে যাবে,
সকলের মায়া ভুলি।
শত-চিন্তারা বেড়াজাল দিক,
ভাবনা সতেজ রেখো।
সমাধান খোঁজো, হাসিমুখ নিয়ে
মেনে নিতে কিছু শেখো।
প্রসারিত হও নির্মলে, আনো..
বিশ্বাস চিরতরে।
'যা কিছু হচ্ছে, ভালোই হচ্ছে..
কিংবা ভালোর তরে।।'-