Man,
lead me as your Baby or let me be your Daddy.
-
We don't stalk actually.
All we can wish that—
"Jis raah pe hai ghar tera,
aksaar waha se haan main hoon guzra...
Saayad yahi dil mein raha,
tu mujhko mil jaaye kya pata! "-
Each and every particle of this earth tends to be even over the speed of light. বাধ সাধছে সেই মহাকর্ষ!
-
Be the most innocent, he must be desperate to teach.
Be that predator, he has to be caught up.
-
Why it's always
"I couldn't tell you that how much I love you",
and not
"ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা!" ?-
' One night stand ' sounds too boring.
It should be,
"Kabhi mere saath koi raat guzaar...
Tujhe subha tak main karoon pyaar..."-
বছর পরে হঠাৎ দেখা।
অপার্থিব; যেন বহুযুগ বাদে দেখলেম তারে!
শব্দহীন, নিশ্চুপ! আনন্দাশ্রু; মুগ্ধতা...
বুকের ভেতর ঝটপটানি, প্রাণ-পাখি যে উড়তে চায়!
তেপান্তরের মাঠ পেরিয়ে, সমুদ্দুরের ঢেউ ছাড়িয়ে আবার যেন মরতে চায়...
নিষ্পলকে তাকিয়ে থাকি,
আবার যেন মরতে রাজি!
বাসস... এভাবেই কেটে যাক আরো হাজারটা জন্ম...-
Wtf is triumph and disaster!?
It's nothing but the 28 days cycle and level of oestrogen in bloodstream.-
ঐ যে অক্সিজেন, তুমি ওর মতোই। তোমায় ছোঁয়া হয়নি, ছবি ছাড়া তোমায় দেখবার সুযোগও নেই। তবে এক সমুদ্র স্বপ্ন আছে, কল্পনার একটা জগৎ আছে, এক আকাশ ইচ্ছে আছে। আমার লাল-নীল-সবুজের একটা গোটা সংসার আছে। আর আমার ঘরময় আলো করে তুমি আছো। সেই তুমি শুধুই আমার। সেই তুমিও আমায় ভালোবাসো। এ দুনিয়ার রীতিনীতি চলে না সেখানে। চারিদিকের মান-অভিমান, লাঞ্ছনা, গঞ্জনা, অক্ষমতা, অপূর্ণতা যখন বারংবার গ্রাস করে, বন্ধ চোখের পাতায় সেই তুমি এসে ধরা দাও। দুঃখগুলো মুক্তো হয়ে তোমার বুকে ঝরে পড়ে, আর তুমি তখন ঝিনুকের খোলের মতন আমায় আগলে রাখো। বড়ো যত্নে...
তারপর আবারো বাঁচতে ইচ্ছে করে। সব ফেলে ছুটে যেতে ইচ্ছে করে, দুচোখ ভরে তোমায় বড্ড দেখতে ইচ্ছে করে আরো একবার।
অপেক্ষা!-