তো ছুটে এলাম তোমার কাছে
শত বাধা উপেক্ষা করে
তুমি কি নেবে আমায় কাছে টেনে
আগের মতো ভালোবাসবে ?
আগের মতো জড়িয়ে ধরবে?
আগের মতো শাসন করবে?
আমি সেই দিনের জন্য অপেক্ষা করব।-
যখন বাড়ি ফেরার পর
মাকে জড়িয়ে ধরে আদরে সোহাগে নিজেকে ভাসিয়ে দেওয়ার মধ্যে যে
এক আলাদা অনুভূতি.....
তা ভাষায় প্রকাশ করা যায় না।
-
Silent is the best answer
of all stupid questions
&
Smile is the best reaction
in all critical situations.-
আমি তো সবসময় এটাই চেয়ে এসেছি
আজ ও চাই তুই ভালো থাক...
আমি কখনোই তোর কান্নার কারণ হতে চাইনি
চেয়েছি ভালো বন্ধু হয়ে সবসময় পাশে থাকতে..-
তোর আমার ভালোবাসা।
আজ অনেক দিন পর ডায়েরি লিখতে বসেছি
সেই প্রথম ডায়েরি লিখেছিলাম....
যেখানে ছিল তোর আমার মিষ্টি-মধুর গল্প
একসাথে দেখা আমাদের সেই স্বপ্নগুলো
যার শুরু ছিল তোর হাত ধরে.....
অসম্পূর্ণ রয়ে গেল আমাদের একসাথে পথ চলা
তুই কেন চলে গেলি নিরবে ,আমায় একা করে
হয়তো আমি কোনদিনই পারব না
এই দুই চোখ দিয়ে নতুন কোন স্বপ্ন বুনতে....
-
হারিয়ে যায়নি, হারিয়ে ফেলেছ তুমি আমায়!
অবুঝ মনের অব্যক্ত কথাগুলো ....
না হয় অব্যক্তই থাক।
কিছু কথা মনের কোণে
জমিয়ে রাখার মধ্যে অন্যরকম ..
একটা অনুভুতি হয়।
হারিয়ে যাওয়া বিশ্বাস,
সারাজীবন অপেক্ষা করলেও
আর ফিরে পাওয়া যায় না।
-
School life.
When my mother woke me up to get ready for the school and she made tiffin for me.Take it , i used to walk along the way cheering journey.
-
আমি হয়তো দুষ্টু-রাগী
কিন্তু খারাপ- স্বাথপর নই।
আমি সবার সঙ্গে মজা করি
কিন্তু ফাজিল নই।
আমি আমার মতো
হয়তো কারো মনের মতো নয়।-