রঙিন জঞ্জাল বৃষ্টি ধুলে, সাদা কালো টুকু রয়;
অনাদর ভুলে—শুদ্ধ অন্ধকারে মৃত্যু টুকুই অক্ষয়।
-
Soumi Maity
(সৌmi)
23 Followers · 14 Following
Joined 15 September 2019
16 SEP 2020 AT 10:54
12 MAR 2020 AT 23:39
মিথ্যে ফ্রেমে বন্দী ক্ষত
রং তুলি সাজাই অভ্যেসে
আলগা হাঁসির সত্যগুলো সবই উপহাসে।-
10 MAR 2020 AT 19:36
আমার দক্ষিণ জানালার পাশে
তোমার স্নিগ্ধ হাঁসির মানে
বুঝবো, সম্মতি ভালোবেসে।
চেয়ে থাকবো অবাক চোখে
রঙ লাগবে মনের কোণে,
ঘুঁচবে সকল দ্বন্দ্ব রিভিশনে!
আদরে বাঁধবো ঘর গোপনে॥-
10 MAR 2020 AT 10:24
হাঁসি মুখে
রঙে সেজেছে প্রেমের বৃন্দাবন,
বাঁশি আজও
খুঁজে ফেরে রাধায় রাঙা মন।-
29 FEB 2020 AT 23:27
বছর চারেক পরেই হয়তো
ভাঙবে মনের ভুল,
তখন মনের ওজন বাড়বে
উপড়োবে গাছের মূল॥-
24 FEB 2020 AT 22:10
আজও আশ্রয় খুঁজি
বিশ্বাস অবিশ্বাসের এই পৃথিবীতে,
জানিনা কখনও পাবো কিনা
নিরাপদ আলিঙ্গন অনুভূতিতে॥-
19 FEB 2020 AT 23:35
মনের ঘরে আকুলতা
তোমায় ছুঁতে চাওয়ার;
দৃষ্টি আজও শেষ ট্রেনেতেই,
সঙ্গী ধৈর্য ধরার॥-
26 NOV 2019 AT 19:38
ভুল বোঝাবুঝির হিসেব কষে ফিরবে যেদিন কাছে,
একমুঠো কাঠগোলাপ রেখো আমার সমাধির মাঝে ॥-