Soumi Ghosh   (সৌমি)
212 Followers · 828 Following

লিখতে ভালোবাসি

ক্রিয়েটিভ এবং এমবিভার্ট

🄵🄾🄻🄻🄾🅆
Joined 11 December 2020


লিখতে ভালোবাসি

ক্রিয়েটিভ এবং এমবিভার্ট

🄵🄾🄻🄻🄾🅆
Joined 11 December 2020
24 APR AT 12:20

বৃষ্টিস্নাত সন্ধ্যায় দক্ষিনা বাতাসে কোন্ দূর মাঠ পেরিয়ে ভেসে আসা মাধবীলতার সুগন্ধ,
পড়ার টেবিলের উপরে রাখা ব্যাক্তিগত ডাইরির পাতার ভাঁজে লুকানো গোপন কোন্ প্রেমিকার বিরহ বার্তা পাঠানো পুরোনো হলদে চিঠির উড়ে আসা,
পাশের বাড়ির রান্না ঘর থেকে বয়ে আসে নানান রকম তেলেভাজা ও খিচুড়ির পাগল করা ঘ্রান,
ঘরে বসে শোনা যায় কোলাহল, আম-তেঁতুল- জামতলায় পাড়ার দুরন্ত শিশু ও কিশোরীদের খুশির অন্ত নেই,
সব মিলিয়ে একটা জমজমাট বৃষ্টিমুখর বেলা,
আকাশ জুড়ে কালো হয়ে ধেয়ে আসে মেঘের দলবল,
সাথে সদরের অবাধ জোরালো হাওয়ায় লাল পর্দার উড়ে যাওয়ার স্নিগ্ধ গোধূলি চিরকাল অন্যমনস্ক করে আমাদের ।।

-


24 APR AT 0:33

You feel two things;
One is how scarred corner there are
And second thing is that inner me is blithesome!
The corrupted world forced to spoil my childish innocence.

-


18 APR AT 14:18

খেলা ঠিক নয়, সে তো শাসকের পরীক্ষা!
সৎ কাজে আম জনতার পাশে দাঁড়ালে
সিংহাসনে রাজত্ব এমনিই অটুট থাকবে,
হয়তো ইতিহাসের পাতা জুড়ে জ্বলজ্বল
করবে সুপরিচিত মুখ হয়ে।
কিন্তু দুর্ভাগ্যবশত কু-মতলব রাখলে
ভেবে নিও ওটাই তোমার মরণ ফাঁদ,
অথবা যে ডালে বসে আছো সেটাই
নিজের হাতে কেটে ফেলতে চলেছো!
এক নিমেষে আছড়ে সিংহাসন থেকে
সোজা আঁস্তাকুড়ে ফেলে দিতেও
বেশিক্ষন কিন্তু ভাবতে হবে না।।
লেখকের নিরপেক্ষতায় লেখা
কলমের নিবের প্রতিটি ফোঁটাতে থাকবে
তোমার জয়গান, ভেবে দেখো তবে।
আদর্শ শাসক হবে নাকি হবে কুখ্যাত শোষক!

-


14 APR AT 15:13

নয়া একত্রিশে একছত্র প্রতিশ্রুতি দিয়েই জীবন শুরু,
অর্ধেক দেন অন্য কেহ, অর্ধেক তাঁর নিজের কাছে!
গ্রীষ্মকালের শুভারম্ভ, দোদুল্ গন্ধরাজের গন্ধে তরু,
মানুষ সকল স্বস্তি খোঁজে দক্ষিণা বায়ু সাঁঝের মাঝে।

-


13 APR AT 22:26

কাগজ ফুলের নস্টালজিয়া পিছুটান রেখে দেয় বসন্তের,
চৈত্রের কোকিল না ডাকলেও গাছের নিচে বাগানবিলাস বিছানো গালিচায় অপেক্ষা করে আজও সেই যুবক-যুবতী শান্তিনিকেতনের অলিতে গলিতে।
সব খোয়া যায় যাক, ভালোবাসার আশাটা থেকে যাক।

-


13 APR AT 13:12

প্লাটফর্ম হইতে ~

এত মানুষের আনাগোনা দূর-দূরান্ত থেকে
আরও জানা-অজানা নানান গন্তব্যে।
কারোর জানার আগ্রহ নেই
কটা পরিবার কোথায় যাচ্ছে,
কোথা থেকে তাঁরা উঠিলেন
কেউ জানতে চাননি ওই একরত্তি ছেলেটা,
(যাঁর বাবার হাতে ছিল লাঠি)
তিনি তাঁর বাবার হাতটা শক্ত করে ধরে ধরে নিয়ে গিয়ে
মেল ট্রেনের জানলার ধারে গিয়ে কেন বসালেন ?
তিনি কি অসুস্থ?
কেউ জানলেন না!
খবর হলো, চোখের নিমেষে ধুলো উড়িয়ে
বেরিয়ে গেল ট্রেনটা নিজের গতিতে।
রোজকার যাত্রী পারাপার
কারোর কাছে হিসেব নেই কজন যাত্রী জিতে ফিরলো,
কজন কত কি হারালো,
কজন কাটালো দিন নিত্য একঘেয়েমিতে!

-


12 APR AT 16:04

বেশি কিছু বুঝি না,
তবুও যতটুকু বুঝি তা থেকে মনে হয়
যার সাথে অনেক সময় কাটানো যায় কিন্ত অপ্রাসঙ্গিক আড্ডা দিয়ে, ভুল বকে, অশ্লীল কথা বার্তায়
তার থেকেও বেশি আপন যার সাথে কম সময় কাটানো হয় কিন্ত আন্তরিকতা রয়েছে।
বেশ, আর একটু বুঝিয়ে বলি?
দুটি ফলের কথা বলবো,
প্রথমে মনে মনে ভাবুন আপনি সেই ফল গুলো যদি না চিনে অন্ধভাবে খেয়ে নেন...
তবে!
যায় হোক শুনুন,
এই যেমন ধরুন না আপনার এক প্রিয়পাত্র আপনাকে এক ঝুড়ি ধুতরার ফল এনে দিল খেতে
আর এক প্রিয়পাত্র দিল মাত্র একটা পেয়ারা (তাও কার না কার গাছ থেকে কুড়িয়ে পাওয়া )।
এবার বলুন বিষয়টা (দুটো ফলের কার্যকারিতা ও পার্শপ্রতিক্রিয়া) যদি আপনার পূর্ব জ্ঞাত হতো তাহলে কাকে আপনি প্রকৃত মিত্র ভাবতেন? কার সাথে মিশতেন? ওই যে এক্কেবারে প্রথমেই বলে ছিলাম সময় কম কাটালেও যদি কারোর সাথে মিশে পুরোপুরি শান্তি পান আর যাঁর সাথে মিশছেন তিনিও খুশি হন তাহলেই সে সম্পর্ক সুস্থ। সবাই আমরা এই অসুস্থতার মধ্যে থেকেছি জীবনের কোনো না কোনো সময়ে, কেও বা জীবনের সেই কঠিন অসুখের সঙ্গেই লড়াই করে চলেছি প্রতিনিয়ত- বেরোতে চেয়েও পারছিনা।

-


3 NOV 2023 AT 8:36

Paid Content

-


17 MAY 2023 AT 19:42

যে সকল ঐতিহাসিক দরজায় তালা বন্ধ থাকে
সেখানেই থাকে মূল্যবান জিনিস অথবা থাকে অজানা রহস্য,
সকল শান্তিপ্রিয়, চুপ থাকা, বোকারাও
তেমনি কিছু কথা চেপে রেখে,
বাছাই করা মানুষের জন্য অনেক ভেবে খোলে মনের দরজা,
কারণ তার মনেও আছে গুপ্ত ধাঁধা ।
কিছুতেই সর্বত্র ফুটবে না মুখ, তাতে ফাটলে ফাটুক না কলিজা!
তবুও সেই কথাটা না বললেই নয়,
বুঝতে তো পারে তারাও,
তার আড়ালের নিন্দা ও ষড়যন্ত্র সহস্র!

- সৌমি ঘোষ

-


17 MAY 2023 AT 12:22

যেসকল ঐতিহাসিক দরজায় তালা বন্ধ থাকে
সেখানেই থাকে মূল্যবান জিনিস অথবা থাকে রহস্য,
শান্তিপ্রিয় চুপ থাকা বোকারাও
বুঝতে পারে তার আড়ালের নিন্দা ও ষড়যন্ত্র সহস্র!

- সৌমি ঘোষ

-


Fetching Soumi Ghosh Quotes