soumi bhattacharyya   (সৌমি ভট্টাচার্য্য)
2.6k Followers · 219 Following

কবিতার দেশ টা আমার অন্তঃপুরে রাখা😍😍
YQ joining date---8th August,2017
Joined 8 August 2017


কবিতার দেশ টা আমার অন্তঃপুরে রাখা😍😍
YQ joining date---8th August,2017
Joined 8 August 2017
26 JUL 2023 AT 19:32

সামলে নেবো মেঘলা দিনের ক্ষত,
পেরিয়ে যাবো বৃষ্টিদিনের শোক―
ভালোবাসার আরেক নাম তবে
একসাথে থেকে যাওয়া হোক।।

-


30 APR 2023 AT 14:02

অন্য কোনো গল্প লিখো, তোমার-আমার গল্প না।
বৃষ্টি, তুমি সত্যি এলে? নাকি এটাও কল্পনা?

-


24 APR 2023 AT 10:17

উৎসর্গ


যাদের বুকের ভেতর আস্ত একটা মরুভূমির বাস,
তাদের জন্য এক সমুদ্র লিখে যাবো বারোমাস...

-


28 JAN 2023 AT 9:30

শীতকাতুরে আমার শহর তখন
বন্ধুর নামে রঙিন গল্প পাঠায়,
কিছু গল্প, রোদেলা খুনসুটি
সেজে ওঠে মনের গোপন খাতায়।

নীললোহিতের চোখের গভীর নীলে
তোর কথারা শব্দ ডেকে আনে―
ঠিক কতটা আবেগ লিখিস তুই,
জন্মদিনের সকাল হিসেব জানে।।

-


20 JAN 2023 AT 19:38

ভেসে আসুক আদুরে সুর,
ছুটে আসুক আবেগের দল,
সবাই মিলে আসর সাজাক,
সেই আসরেই, বন্ধু রে চল।

সাতটা তারায় গল্প মিশুক,
পদ্য লিখুক নীল কোলাহল,
সোনার কাঠি রুপোর কাঠির
গল্প সাজাই, বন্ধু রে চল।

বেলাশেষেও থেকে যাবো,
আনবো ফুলের ছন্দ কিনে,
ইচ্ছেরা আজ শব্দ সাজায়
বন্ধু রে তোর জন্মদিনে।।

-


13 JAN 2023 AT 17:51

যেসব অসুখ সারলো না আর,
যেসব সুখের বয়স বাড়লো না আর,
ওদের জন্য কি আর দিতে পারি?

ওদের জিতে যাওয়ার গল্প শোনাক তোমার জানুয়ারি...

-


8 JAN 2023 AT 21:50

চেনা বাস্তবটা থেকে একটু একটু করে সরে যাচ্ছে সে।
মিলিয়ে যাচ্ছে ঠিক তোমার প্রথম প্রেমের চিহ্নের মতো,
মিশে যাচ্ছে কোনো অজ পাড়াগাঁয়ের দিগন্তরেখায়!
তুমি চাইছো, বারবার চাইছো, আজ কোনো ম্যাজিক হোক;
সময় থমকে থাকুক আরো কিছুক্ষণ―
সে এসে দাঁড়াক তোমার জানালার পাশটায়―

তারপর দূর থেকে তোমার চোখে ভেসে এলো
এক নিদারুণ আলোকরেখা―
শিখিয়ে দিয়ে গেল,
এই নতুন ভোরের আলোয়
একটা চেনা কন্ঠস্বর তুমি হারিয়ে ফেললে, আরও একবার...

-


4 JAN 2023 AT 20:16

কিছু রোদেলা কাব্য চাই,
এ যে বোনেরই আবদার!
সেই হাতছানি ফেরাবে
এমন সাধ্যি বলো কার?

কিছু আবেগ মিশলো মনে,
আজ ছন্দেরা জড়োসড়ো,
এমন ভালোবাসায় ঘেরা,
এ যে খুনসুটিদের ধরন।

তুই শব্দ লিখিস আরো,
সেই শব্দেরা পাক ডানা,
আজ মনের ভীষণ কাছে
থাক ইচ্ছের পরোয়ানা।

-


30 DEC 2022 AT 12:48

ডিসেম্বরের শেষটা তখন আগলে রাখতে ব্যস্ত ওরা। সবটুকু মুছে যাচ্ছে ডাইরির পাতা ফুরোনোর আগেই। ওরা আঁকড়ে ধরছে এ শহরের হাওয়ায় ভেসে বেড়ানো তোমার প্রিয় শব্দগুলো, শুষে নিচ্ছে শীতের মায়াবী গন্ধটা। শহরের শীতলতম সন্ধ্যেয় কত গল্প ভেঙে যাচ্ছে ক্লাইম্যাক্সে পৌঁছোনোর আগের স্টেশনেই। কত মুহুর্ত সেজে উঠছে তোমার প্রিয়তমার চোখে চোখ রেখে।

এভাবেই ডিসেম্বরের সবটুকু মুগ্ধতা জুড়ে
কেউ লিখছে বছরের শ্রেষ্ঠ উপাখ্যান।

-


21 DEC 2022 AT 18:33

তোর জন্য ভোরের শিশির দিলাম,
জোনাকি-সন্ধ্যে তোকে দিই পুরোটাই―
শব্দের বুকে খুনসুটি লেখা আছে,
তোর ঠিকানায় স্বপ্ন ওড়াই ভাই।

ইচ্ছেরা আজ রুফটপে মাতোয়ারা,
খুশির দিনে বল না আর কি চাই?
দূর থেকেও আগলে রাখার দিনে
ভীষণ ভালো থাকিস রে তুই, ভাই।।

-


Fetching soumi bhattacharyya Quotes