বেজার মুখের পানে চেয়ে তোমার চরম সুখ
হট্টগোলে খুঁজছি বৃথা খুব চেনা সেই মুখ,
আগের মতো নীরব আমি ধীরগতি গরমেও
আচমকারা আর আসেনা অবাক হয়ে গিয়েও!
মুখের কোণায় আস্ত এখন হাসির কোনার্ক,
গড়ব তোমার চোখের তারায় জ্বলন্ত এক ইমারত।
-
জম্ম:১৭৷০৯৷১৯৯৭😆,Insta Id: The_eye_Soumi
দিল মে মেরি ভরি হুয়ি
কাজরা তেরা কাজরা,
কাতরা কাতরা তোমার সাথে
মিশ খায় চুলের গাজরা।
বসে আছি তোমার আশে
কিছু কথা বাকি মনে,
তুফান উঠে মনের সাতে
বেমক্কা স্মৃতির কোণে।
-
সুরের তালে ছন্দ মেলে
কানের পাশের সুরমা,
রাংতামোড়া জীবন বাসর
চলছে না স্রেফ আর না।
আঁখ তো তেরি ভরি হুয়ি
রাত মে ডুন্টতা তানহা,
চাহু তুজে হোটসে চুমনা
ওহ্ মেরে ওহ্ কান্হা।
-
ছুঁয়ে মেরি জিঘাৎ সমা উতরে ন্যাশা না:
তনবদন মে লাগে চন্দন কাহার বাজে না,
ডাকের গোরায় হত্যা যত স্মৃতিমলিন সুখ,
ডাকছে এসে লুকোচুরি ঘেরাও করে বুক;
বাজছে না তো অনর্গলের তানহা বাজনা,
সুখের লাগি ঘুমে-ফেরে কান্হা সাজনা।
দাওয়াইতে আর কাজ হয়না, দাওয়াত গলিজুড়ে!
চেনা বাঁশি আর বাজে না পুরাণ প্রেমের সুরে।
-
ফিরতি পথে চলতি ফেরা আকাশ কুসুম দিয়ে
ভেবেছিল রঙ সাজাবে কৃষ্ণচূড়া হয়ে,
বছরগুলো হট্টগোলের চরম চুপিসারে
রাধা খোঁজে আজও প্রেমিক বসন্তাভিসারে।-
আবার বছর কুড়ি বাদে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক অচেনা পথে অনিশ্চিতভাবে।
তখন হয়তো তুমি অন্য এক "মেয়ে মানুষের নোনা"গন্ধে আপ্লুত আর আমার চড়া উদ্যাম নেশায় অন্য এক পুরুষ মাতোয়ারা।
তবুও হয়তো দেখা হবে আমাদের,চোখ বিনিময়ে হবে কিছু শেষ করতে চাওয়া গল্পের!
স্বস্তি পাবো এই সান্ত্বনায় দুজন ভালোই করেছিলাম বোধহয় গল্পটা শেষ না করতে দিয়ে।
আর বুকের চিনচিন করে ওঠাটা চাপড় মারবে, কোথাও আমাদের একটা গল্প ছিল যেটা হয়তো শেষ হতে পারত ....আজ তাহলে তোমার অন্য ওই "নোনা মেয়ে মানুষটি" হতাম আমি আর আমার চড়া গন্ধে মাতোয়ারা পুরুষটি হতে তুমি!!!🌼🍂-
তারপর!!!
না তারপর গল্পটা আর শেষ হয়নি কারণ কেউ আর অভিমানটা ভাঙাতে আসেনি!🌼-
ঘুরে দাঁড়াতে শিখতে হয়। দুর্বলতার কাহন শোনালে দুঃখের বিষ আরো বেশী করে জড়িয়ে ধরে।ভাঙতে হবে প্রতি মুহূর্তে,প্রাণ নেবেনা কিন্তু মনে চরম আঘাত দেবে অনেকে কিন্তু দিনের শেষে তো তুমি তোমারই তাই ঘুরে তোমায় দাঁড়াতেই হবে।
-
সময় কাঁটার অলীক চাওয়ায় সাজিয়ে নিয়ে শয্যা
অমিলগুলো ভাসিয়ে দিয়ে মনে লাগাও কেচ্ছা।
চরমভাবে মারছে চাপড় এঁদো যত অলিগলি,
পাশকাটিয়ে যাচ্ছে হিসেব সময় এখন চোরাবালি
বসে আছি মুখ ফিরিয়ে তবুও কিছু টানের মায়ায়
সবই এখন জোড়াতালি অচেনা এক জীবনধারায়।-
রাত্রি নামে কাফের পাড়ায়,অলিগলি সব বন্ধ বেশ
বসে থাকা অপেক্ষারা,হচ্ছে সাদাকালোয় শেষ।
চিন্তাগুলো ভালোবাসায় আর সোনার কাঠি ছোঁয়ায় না,
দাঁড়িয়ে থাকা রাত্রি আজ আর তোমার কথা ভাবায় না।-