Soumendu Nath   (✍️ অপ্রেমিক)
226 Followers · 100 Following

read more
Joined 1 June 2018


read more
Joined 1 June 2018
12 SEP 2020 AT 23:24

নব যৌবনের প্রথম প্রেম না হয় "প্রাক্তন" থাক
আমি শুধু তোমার ওই ঠোঁটের হাসিতেই ঠাঁই চাই....

-


12 SEP 2020 AT 12:57

शायरी का बादशाह हूं कलम मेरी रानी
अल्फ़ाज़ मेरे गुलाम है और बाकी रब की मेहरबानी.....

-


8 SEP 2020 AT 10:04

-চুলটা এভাবে কেন কেটেছিস? পাকা চুল গুলো বোঝা যায় সেটা বুঝিস না! বউও কিছু বলে না নাকি?

-থাক! তুই আর বলিস না! শাড়ি পড়লে টিপ পড়তে হয় সেটা জানিস না? তোর কান খালি কেন?

বহুদিন পর দেখা হলে এইরকম একটা ঝগড়া জানিয়ে দেয়,
একটাই ভালোবাসা বেঁচে থাকে দুটো আলাদা সংসারে। এভাবেই....

-


6 SEP 2020 AT 17:40

"সময়ের সাথে মানুষের কথা বলার ইচ্ছে টাও চলে যায়,
আর এটাই কঠিন বাস্তব"...😔😔

-


22 AUG 2020 AT 9:21

কারোর কাছে নিজের পরিস্থিতির কথা বললে তার কাছে গল্প মনে হবে,
হয়তো কারোর কাছে কমেডি, আবার কারোর কাছে ইমোশনাল।
শুধু সেই গল্পের ভিতরে যেই চরিত্রের বসবাস, সেই জানে এই গল্পে কষ্টের ব্যাসার্ধ কতটুকু।

-


18 AUG 2020 AT 14:31

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়।
শরীর ছুঁয়েই যে-পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ;
নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়....
(...শরীর তো ধর্ষকও ছোঁয়)

পুরুষের ভালোবাসা পাওয়া সাধনার বিষয়।
দেহদানের পরেই যে-নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ;
পুরুষের বিশ্বাস ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়...
(...শরীর তো পতিতাও দেয়)

-


16 AUG 2020 AT 16:59

জীবন

জীবন মানে কারো কাছে কাঁধেচাপা নিকোটিন,
অথবা নিষ্প্রভ চোখ মেলে দেখা রঙিন স্বপ্নময় দিন।।

জীবন মানে কেবলই শুধু সীমাহীন অর্থের প্রাচুর্য,
অথবা দুচোখ ভরে উপভোগ করা অস্তগামী সূর্যের সৌন্দর্য।।

জীবন মানে পত্রিকার ছোট শিরোনামে আত্মহত্যা,
অথবা পতিতালয়ে সস্তাদরে বিক্রিত হওয়া নারী সত্তা।।

জীবন মানে অসৎ উপায় অবলম্বনে ভাল থাকার চেষ্টা,
অথবা দিন শেষে ক্লান্ত পরিশ্রান্ত কৃষকের পানির তেষ্টা।।

জীবন মানে সভ্যতার এ অত্যাচারে গণ জাগরণ ,
অথবা অবুঝ বারান্দা কে সঙ্গী করে স্মৃতিচারণ।।

জীবন মানে বাস্তবের ফাঁকে রঙিন স্বপ্নজাল বোনা,
অথবা রোজ রাতে নিস্তব্ধ সাদাকালো দুঃখের আনাগোনা।।

জীবন মানে অফুরন্ত হতাশাগ্রস্ত নিদারুণ যন্ত্রণা,
অথবা ভাল থাকার জন্য নিজেকে দেওয়া হাজারো প্রেরণা।।

✍️ অপ্রেমিক

-


13 AUG 2020 AT 23:29

My Birthday
1st August

-


13 AUG 2020 AT 1:26

সময় হলে সেও একদিন চলে যাবে
যাকে ঘিরে সারাদিনটা পার হয়ে যায় তোমার....😔😔

-


12 JUL 2020 AT 18:27

আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো,
আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো,
আমি এতে কিন্তু কষ্ট পাইনা, পাইনি, নাকি মিথ্যে বলছি
হয়তো কষ্ট পেয়েছি কিন্তু তোমার সামনে সেটা কখনো প্রকাশ করিনি....

-


Fetching Soumendu Nath Quotes