সেই মানুষের খবর রাখো ?
যে তোমার জন্যে পাগল পাড়া ...
সে আর চাইনা কিছু ,
তোমায় ভালোবাসা ছাড়া ।।
❤️❤️❤️
-
Soumen Sardar
11 Followers · 11 Following
Loner... Joker
Joined 28 October 2017
3 SEP 2020 AT 18:01
31 AUG 2020 AT 19:00
I will always love u...❤️
But may be from a distance..
Like the Sun loves the Moon..-
30 JUL 2020 AT 12:10
যাদের নিয়ে ঘর বাঁধার
স্বপ্ন দেখি আমরা,
তাঁদের ছাড়া ঠিকই বাঁচি..
শুধু মরে যায় স্বপ্ন আর ইচ্ছে গুলো..
🖤🖤-
26 JUL 2020 AT 15:55
সময়ের সাথে সাথে
কারো রেখে যাওয়া ' শূন্যতা '
মারণ রোগের মতো জাপটে ধরে ..
🖤🖤
-
26 JUL 2020 AT 13:09
ছেড়ে যাওয়া মানুষের অভাব হয়না...
মুখে ভালোবাসি বলা মানুষও কম নেই !
কিন্তু অভাব আছে আবেগের,
নিরন্তর প্রচেষ্টার...যা মেকি প্রেমের
চেয়েও সুন্দর, শান্তির..❤️❤️-
24 JUL 2020 AT 23:26
জীবনে সব করো
কিন্ত নিজের আবেগ গুলো
নিয়ন্ত্রণের ক্ষমতা বা সুযোগ
অন্যকে দিওনা..
💚💚-
23 JUL 2020 AT 16:03
ব্লক-আনব্লকের খেলা ছেড়ে,
মাঝে মাঝে তোমার হাতে লেখা
চিঠির খামে আমায় ভালোবেসে
বন্দী করে রেখো...❤️❤️-
22 JUL 2020 AT 17:48
কারো সাথে অবিরত কথা বলা থেকে,
একদিন " unseen" হয়ে পড়ে থাকা,
তাঁর মেসেজ বক্সের কোণায় !🖤
এই যাত্রা পথ টা মেনে নেওয়া সহজ নয়...-