I never needed drugs,
To bring me to my knees,
Nor alcohol to finish me,
I never needed a knife
To pierce my heart,
Nor darkness,
To feel my world turn gray.
For all that I loved,
And all that I held dear,
Tore me apart,
Piece by piece
Until I was nothing.-
আমার অস্তিত্বের বিলীনতায়~
কোনো হাহাকার থাকবে না-
কোনো আর্তনাদ থাকবে না-
কোথাও কোনো আফসোস থাকবে না-
পূর্ণতা না পাওয়া গোটা কয়েক
বেরঙিন স্বপ্ন হাওয়ায় উড়বে,
যা কারো চোখে দৃশ্যমান হবে না।
ব্যস্ত নগরীর ব্যস্ততায় দুনিয়া ভুলে যাবে আমায়,
হঠাৎ মনে পড়ার ব্যাপারটাও
সময়ের সাথে সাথে চাপা পড়ে যাবে।
নতুন নতুন বাস্তবতা আসবে-
রঙচটা ভগ্ন মুহূর্ত থাকবে-
ঘষামাজা ঝা চকচকে পৃথিবী থাকবে-
শুধু আমার সত্ত্বা থাকবে না!-
Possessive love
Fingers tracing scars.
Dark confessions at 3 AM.
Jealous stares across the room.
Soft lips, rough hands.
Whispers that burn.
"You're mine" in a low voice.
Marks left behind.
Unspoken promises.
Cigarette smoke and stolen kisses.
Bodies tangled in silk sheets.
Pain that feels like home.
A love too dangerous to leave.
A touch too addictive to forget.-
কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায় সেইগুলোই, যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়।
হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো—সবকিছুই রাতের আঁধারে আরও তীব্র হয়। ভাবনায় আসা প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, ছুঁয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে।-
তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার নিচে তুমি ছাতা নিয়ে হাঁটো।
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দেও।
তাই আমি ভয় পাই,
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।-
উপন্যাসের শেষ পাতায় আমি ঠিকই ছিলাম
তবে পূর্ণতা ছিলো
বাস্তবতাকে ঘিরে...!
আর মন জুড়ে ছিলো
অন্য এক সুহাসিনী...!
ধোঁয়াসা মাখা আবরণ ছিলো মলাটে-
ভূমিকায় ছিলো কোনো রঙিন
কল্পনায় আঁকা প্রতিচ্ছবি-
আবেগে ছিলো জল ছিটানো জাগরণ
এদিকে আমি অভাগা শেষের দু'পাতায়
অযত্নে পরে ছিলাম,
আর নিজেকে অযথাই ভাগ্যবতী ভেবেছিলাম!-
যেতে পারবে ?
এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?
ধরো এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল, আর
তখনও অপেক্ষায় আমি, যাইনি কোথাও
যদি বলি, এলে কেন ?
চাই না তোমায়, চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?
এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে ?
বলো যেতে পারবে ?
যেতে পারবে কখনো আমায় ছেড়ে ?
বলো যেতে পারবে ?-
বদলে ফেলেছি অভিমানের ধরন,
মুখে থাকে হাসি,
চোখে থাকে অনুভূতির নিঃশব্দ মরণ।-
प्यार किया बदनाम हो गए,
चर्चे हमारे सरेआम हो गए,
ज़ालिम ने दिल उस वक्त तोड़ा,
जब हम उसके गुलाम हो गए।-
অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন,
অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।-