Soubhik Sarkar   (সৌভিক)
43 Followers · 47 Following

read more
Joined 5 May 2019


read more
Joined 5 May 2019
12 JUN 2021 AT 11:50

এক যে আছে কন্যা তার মলিন আকাশে
আর তার মধ্যে রয়েছে এক সিক্ত সিক্ত ভাবনা,
আর সেখানে বয়ে চলে কোনো শান্ত নদীর গতি
সেই গতিতে ভেসে আছে কত অজস্র স্মৃতি।

সেই স্মৃতির ময়দানে আসে আকস্মিক ভরাডুবির বান
খরস্ত্রতার মতো হিঁচড়াচ্ছে তাঁর শান্ত প্রাণ,
অন্তর বাতাসে যেন কোনো ভ্যাপসা আবহাওয়া
ঝাপ্ সা করে দিচ্ছে প্রহরের শেষ সময়টা।

পাহাড়ি প্রেম গান গায় আর কেঁদে ওঠে কন্যা
টুকরো টুকরো কুয়াশার মেঘ ঘিরে ফেলে জড়িয়ে ধরা,
জীর্ণ যন্ত্রনা গ্রাস করছে অতীতের পাতা
আর সেই পাতায় লেখা দুঃস্বপ্নের এক কবিতা।

-


17 MAY 2021 AT 10:49

এ আকাশে সন্ধ্যাবাতি জেগে থাকে
চোখের পলক চায় শান্তির বাসা
তারায় ভরা টিমটিমে আলোয় লেখা আছে
এক স্বপ্নের উপন্যাস।

যে উপন্যাসে নেই কোনো রাজা রানী
নেই বা কোনো গল্প
এ উপন্যাস এক ভাবুক বালকের যে ভাবে অল্পস্বল্প।

আঁধারের মেঘ মলাট ঘিরে আসে যখন
তখন বয় দক্ষিণী বাতাস
ঝড়ের বেগে আসে তীব্র গর্জন
ভীতসান্ত্রস্ত্র ভাবনারা।

তবুও.....
আলোর কাছে হার মেনেছে আঁধারী ঝঞ্ঝা
সন্ধ্যাবাতি উঁকি দেয় মৃদু হাসির স্নিগ্ধতা
শীতল পরশ নেমে আসে আশার সঞ্চার হয়ে
ভাবুক বালক জড়িয়ে নেয় তা ভাবনার চাদরে।

-


16 DEC 2020 AT 20:36

গভীর হতে দূর ছায়াপথ এসে কানে বলে যায়--
"আলোকের অভিযাত্রী হে দীর্ঘ আলোকবর্ষ- তুমি সুদূর মেঘমণ্ডলের তারাদের প্রার্থী নাকি বাস্তবের পদদর্শী !"
তোমার বক্ষে অবিরাম বয়ে চলা রাশি রাশি ঘূর্ণীয়মান বস্তুরা সত্যি ভবঘুরের মতো এলোমেলো চলেছে উদ্দেশ্যহীন প্রান্তরে নাকি বর্তমানের নিষ্ঠুর সমাজে বিদ্যমান কোনো নিপীড়িত পেশাই হওয়া ব্যর্থ শ্রমিক !
যারা দুমুঠো অন্নের দাবিতে আজ পথে নেমেছে ঝান্ডা হাতে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ করতে -দমন করতে।
এই আলোকবর্ষ সমান পৃথিবীর স্বৈরাতন্ত্র দমাতে সেই ব্যর্থ শ্রমিকরা মৌনতা ছিঁড়ে আজ এগিয়ে চলেছে প্রকান্ড ধূমকেতুর মতো আঁচড়ে পড়বে সম্মানের তাগিদে।
স্বৈরাতন্ত্র সাবধান হও--বেওয়ারিশ ভাবা সেইসব মহাকাশের বস্তুরা একদিন ধূমকেতুর বর্ষণ ঘটাবে ।।

-


31 MAR 2020 AT 13:27

আমৃত্যু আমরা জুটিবদ্ধ থাকবো-ঠোঁটে ঠোঁট রাখার জন্য নয়, পাশাপাশি হাঁটতে হাঁটতে হাতে হাত বা চোখে চোখ রাখার জন্য--কারণ তোমার মধ্যে নিজেকে খুঁজে পাই।
দূর থেকে যেন আমাদের মনে হয়,
একজোড়া চঞ্চল শালিক কিংবা একজোড়া স্থির পায়রা--যেন আনমনে একে অপরের সাথে মেতে আছি ভালোবাসা মাখা পরিপাটি সংসার নিয়ে।





-


16 JAN 2020 AT 12:39

জানো.....
তোমার ছুঁয়ে চলার স্নিগ্ধতার আমেজটা আমায় একটা অদ্ভুত অনুভূতি দেয়,
যখন পাশাপাশি হাঁটতে হাঁটতে আস্তে করে আমার হাতটা ধরো...অদ্ভুত অনুভূতি পাই--ভরসার হাত যে।
তুমি জানো....
আমি প্রতিটা রাতে স্বপ্ন বুনি....ঠিক ওই বাবুই পাখির বাসার মতো--কত আবেগ অনুভূতি ভরা--আর কেনই বা হবে না;সেই স্বপ্নগুলো তো আমাদেরই।
তুমি জানো .....
তোমায় পাওয়ার জন্য কত অপেক্ষা করছি, হ্যাঁ যদিও আমাদের সম্পর্কটা facebook থেকে হওয়া,বেশি দিন হয়নি মাত্র কিছু মাস---কিন্তু ভালোবাসার টান-টা কোনো মাধ্যাকর্ষণ শক্তির মতো কম কিছু নয়--যতই দিন যায় আরো টান বাড়ে, আরো কাছে আসতে থাকো,আরো ভালোবাসো❤️।।

-


8 JAN 2020 AT 21:23

দর্শনের ঐশ্বর্য অহংকারে মেতেছে কিছু
ক্ষয়প্রাপ্ত মস্তিষ্ক--যারা জানে নান্দনিক দৃষ্টিভঙ্গি,
অকপটে হয়ে উঠেছে তারা কচি গোবরে মাথার অধিকারী।
সৌন্দর্যের মাধুর্য তোমরা কি জানো হে;
সৌন্দর্যের মাপকাঠি থাকে হৃদয়ের কক্ষে।

-


22 DEC 2019 AT 22:29

তাকে দেখতে ভালো বলে ভালবাসিনা...

তাকে ভালোবাসি বলে তাকে সব সময় দেখতে ভালো লাগে....।।

-


19 DEC 2019 AT 20:58

কাব্য নিয়ে ভাববো ভেবে ভাবছি ভাবলে ভুল ভাববো....//

-


18 DEC 2019 AT 21:36


আমি তোমার হতে চাই
সে জন বড্ড সহজ সরল
তোমায় যে ভীষণ ভালোবাসে, সে যে খুবই আপন মানে তোমায়;
তোমার ছেলেমানুষীগুলোতে বিরক্ত না হয়ে বরং আস্তে আস্তে শিখিয়ে দেয়।
তোমার জন্য সে নীরবে ভালোবেসে যায় তোমার পাগলামি গুলো, মুখে উল্লেখ না করেও বুঝিয়ে দেয় আকার ইঙ্গিত....কথা বলায়;
শীতল শীতের রাতে সে যে স্বপ্ন বোনে...না বলা কিছু কথার টান দিতে চায় কথাতুলির টানে,
তাই তো সে তোমার জন্য অপেক্ষা করতে রাজি,মন পাহাড়ের গায়ে তারাদের উদ্দেশ্যে বলে দেয় কথাগুলো জানো পৌঁছে যায় তোমার ঘুমের স্বপ্নদেশে।।

-


12 DEC 2019 AT 13:17

আর কবে......
আর কবে ভর্তি হবে ভালোবাসার লাল গোলাপ,
কপালের মধ্যেখানে থাকবে টুকটুকে লাল টিপ, চোখে পাতায় মিষ্টি কাজল টানা দুস্টুমি প্রেম,
আর তোমার টোলপড়া গালে একটা স্নিগ্ধ হাসি থাকবে.....যা উজাড় করে দেবে আমাকে-ভালোবাসার স্নিগ্ধতায়,
আর নির্ভয়ে,খানিক লাজুক মুচকি হাসি হেঁসে বলবে.....
"ওই.....ভালোবাসি....অনেকটা ভালোবাসি"।।

-


Fetching Soubhik Sarkar Quotes