অপূর্ণতা ঘিরে প্রশ্ন কেন সবে ? কী দিয়েছো তুমি শেষে ?
শত উত্তর সুপ্ত কোঠোরে ; প্রকাশ্যে যাবে বিষে,
বসন্ত যত বিলায় বিলাপ সাদরেই করো বরণ,
তৃষ্ণার্ত প্রায় চাতকের ন্যায় আকুতি সাত কাহন!
গ্রাহ্য কোরো না; যত্ন নিয়ো না, অম্লানেই করো প্রতিকার ।
আঘাত আনো, দূর্বল করো যদি না ভাঙে সে পাহাড়;
যদি মনে হয় অপরাধবোধ গিলে নিল বুঝি এই!
অন্যায় যার অপরাধী তিনি শাস্তির ভাগী সেই ।
-
You make me write...
You are the reason
That your existence makes me so br... read more
বিদীর্ণ করো বিচ্ছিন্ন করো রেখোনা অবশিষ্ট,
থেকে যাবে যাক স্মৃতি টুকু থাক ; সেটেই অদৃষ্ট
ভেবোনা এমন অপরাধ কোন গিলে নিল বুঝি এই !
অন্যায় যার অপরাধী তিনি শাস্তির ভাগী সেই ।
হাসি খেলা ভরা এ ছোট্ট জীবনে কিবা রাত্রি-দিন
দায়িত্ব যেথায় পালনের ভার, সহ্য অন্তহীন
সাদা কালো দিয়ে আবির যে মাখে, বিলাসিতা তার স্বপণ
বেদনারত ; হোকনা আহত শত সুখের তপোবন।
কিবা তাৎপর্য ; কীসের গুরুত্ব শুনেছো ও মাঝি তোমার ?
ভাগ্যের তরি লয়ে যাবে তারে, তুমি নও কোনো উপহার
-
আকাশ বাতাস করে উল্লাস পীতাম্বরের ডাকে;
শেষবার নয় ঘুচিবে মাতা তব অহরহ শোকে!
করুণাসিন্ধু উত্তরিলা তাহারে শুধায়ে শ্রুতিমধুর
তুমি তো মোর শক্ত্যাধার রাধে, শ্রেষ্ঠ শিরচূড়!
তুমি অর্ধ-মোর; মাতিয়েছো মোরে যুগ-যুগান্তরে এসে,
আমার অস্তিত্বের মোহমুগ্দ্ধতা যে তোমারি রন্ধ্রে মিশে
এ বাঁশি-তে মোর আছে যেকটি সুর, সবই তোমাতে বিলায়
কেমনে ধরিব, মাখিব মোহে জগতেরে আমি হায়!
তুমি রবে চীরস্মরণে এ ধরায় জীবনের শেষ অবসানে
যতবার কেহ উচ্চারিবে মোরে রাখিবে তোমায় অগ্রে সম্মানে।
নিরূপায় আমি উদ্দেশ্য মোর ধর্মের পুনরূত্থান!
ভালোবাসায় যেথায় লঙ্ঘিত হয় পার্থিব বাধা; ত্যাগ- ই সর্বমহান
জগতের নাথ শেখাইলে এহেনো অনাবিল প্রেমের সার,
চীর মৃত্যুঞ্জয় সে রূপগাথা, যেথায় মোদের রাধা-কৃষ্ণের বাস।
-
দিবানিশি কাঁদে বাঁশি সুর তব নাহি পায়,
অন্বেষণের এই বেদনার ভার কেমনে সে লুকায়?
কেবলি শশী ঔজ্জ্বল্যে তব সমীহ নিধিবন,
খুঁজে খুঁজে মরে আহারে তাহারি বদ্ধ ক্রুর মন!
সমীরে বয় কুন্তল তাহার, মাধুরী জগতভোলা!
কেঁদে কেঁদে ফেরে পথে ঘাটে মাঠে, অশ্রু দেয় না সারা।
জমুনার জল করে টলমল, জোৎস্না আঁধার ভুলায়,
এতদ্ স্থানেই অতুল প্রেমে কত শত বার আহা! দুলেছে শ্যাম ও রাই
অস্থির সে আকুল প্রানে, কাতর তাহার কন্ঠ
ওগো বিশ্বম্ভর দেখছো না কী তাহার হৃদয়ের কঠোর মন্থন?
নিষ্ঠায় তোমার মরিল সে হায়! তুমি তো তাহার প্রান,
সত্যই তবে আসিয়া করো প্রমাণ, হে দীনবন্ধু তুমি যে মহান!-
Why can't I borrow a warm heart in a cruel cold night ?
Why can't I throw the sorrow, a dead mind to make a fight ?
Why can't we together relive our dreams render them wings to fly ?
Why can't you ask me how am I ? Since I am not ok; still a bit shy!
Why am I sick; so much afraid and affected by the storm inside ?
Why should only I have to love you forever, keeping all truths aside ?
Why didn't you dare to take away my stories far... far from me ?
I screamed! I cried! I demolished! I still believed she will come!..
No You didn't come! I stood wet lonely under a tree;
Then tell me why Krishna says, Love is that 'Divinity' which is beyond being independent, is more than saying "I love you" , and is even bigger than thinking "You are mine! "
This feeling teaches you many Responsibilities, Taking Care, sharing the bad times, and why is this feeling so pure ... Pure just as the holy shrine !
✨-
তুইতো বলিসনি তুই থেকে যাবি!
আমার জীবনের চীরসজীব ভালোবাসা হয়ে;
আমার হাতের রেখায় রেখায় শুধুই দুঃভাগ্য হয়ে;
আমার হৃদয়ে গভীর কোনো শূন্যতা হয়ে;
আমার সিক্ত দুইটি নয়নে " আমি আছি " এই বিশ্বাস হয়ে;
আর ওই নিকশ কালো আকাশেও অনেক দূরে তবুও কাছের চাঁদ হয়ে;
থেকে যাবি বলিসনিতো!!-
তুইতো বলিসনি তুই চলে যাবি
দীর্ঘদিনের অভিমান জমিয়ে হঠাৎ একদিন শান্ত হয়ে
নিজের চাওয়া গুলোকে দূরে সরিয়ে;
দেওয়া গুলোকে বুঝিয়ে দিয়ে
বলিসনিতো চলে যাবি
তুইতো বলিসনি তুই চলে যাবি
আমার জন্য যন্ত্রণাময় ভালোবাসা রেখে;
অন্তিম সূর্যাস্তের রক্তিম আভা মেখে
আমার থেকে আমি-কেই কেড়ে নিয়ে চলে যাবি
বলিসনিতো !-
তুইতো বলিসনি তুই চলে যাবি
আমার আলো ঘর আঁধার করে চলে যাবি
সাজানো বাগান এভাবে মাড়িয়ে চলে যাবি
তুইতো বলিসনি তুই চলে যাবি!
তুইতো বলিসনি তুই চলে যাবি
আমাকে রেখে অজস্র ক্ষত; শত নিগ্রহের ভিড়ে
অহেতুক কুহেলিকা বেমানান জীবন ঘিরে
একা রেখে চলে যাবি বলিসনিতো।
-
ও মন তুই খু্ঁজিস কারে ?
দিনে-রাতে একদিন যে খুঁজতো তোরে ?
সেদিন যে কইলি আর কথা নয় .... শান্ত হৃদয়,
মেঘে ঢেকে যাক আকাশ ...
আজ কেন তবে ক্ষীণ কষ্ঠের ওই কোমল গানে মোর...দীর্ঘ বর্ষার আভাস ?
ও মন তুই আর খু্ঁজিস না তারে,
তার মন-জগতে নিজেকে খু্ঁজে আজ পাবিই নারে ...
সে আজ অতীত.... অলীক স্মৃতি; চলে গেছে ছেড়ে তোর বজ্র কথায় ,
অস্তিত্ব তার রয়ে গেছে তবু ... আমার ওই শেষ ডাইরির পাতায় ,,
-
ঈশ্বর-ঈশ্বর করে এত ডাকোই বা কাদের?
প্রাণময় ঈশ্বর তো তোমার কাছেই আছে; আশীর্বাদ কি নিয়েছ তাদের ?
বাবার আদেশ আমার বাণী; মায়ের কোল মোর তীর্থস্থান,
তাদের কন্ঠে আমার প্রার্থনা; তাদের সেবাতেই মোর পরিত্রাণ।
কেউ কী আমায় বলতে পারো নিরাকার কে হয়? তবে ঈশ্বর কাকে বলে?
আমার ঈশ্বর তো আকার-স্বরুপ; স্বর্গ তাদেরই চরণতলে;
তবে কী আমরা তাঁকে বৃথাই খুঁজি ? ভ্রান্ত ধারণা নিয়েই থাকি ?
আমার কাছে ঈশ্বর তো একমাত্র তারাই; যাদের আমি " বাবা-মা " বলে ডাকি ।-