“Did you see Rustom?
I felt we all disliked the climax — how Rustom accepted his wife even after she cheated on him.
But a time may come in our own lives,
The same situation, the same emotions… and we might become Rustom ourselves.”
Wo kehete hai na!
Wafa ki misaal bana woh bewafai ke baad,
Dil ne maaf kiya, chahe toota tha sau baar.
Kabhi hum bhi kahenge, yeh kaisi mohabbat thi,
Jo zakhm khaakar bhi nibhaayi gayi har baar.
Waqt aayega, shayad hum bhi Rustom ban jaayenge,
Dil royega magar phir bhi use apna keh jaayenge.
-
Follow me on Instagram
https://www.instagram.com read more
You lost the one,
Who loved you more than everything;
You lost the one,
Who could ready to die for you;
You lost the one,
Who could listen you even when you didn’t talk,
You lost the one,
Who stayed with you at your lowest;
Yah, you lost the one,
You were happy with…
-
ভালোবাসা বুঝেছিস কখনো!
না না পাওয়ায় কথা বলছিনা,
তাকে যেতে দিয়েছিস কখনো!
যেমন ধর,
ভালোবাসা ছিল,
বলার সাহস ছিল না,
ভালোবাসা ছিল,
প্রকাশের সুযোগ ছিল না,
আথবা ভালোবাসা ছিল,
সময়টা সঠিক ছিল না,
কিনবা ভালোবাসা ছিল,
শেষটা ভালো ছিল না ---
আরও কতো কি!
"ভালো থাকিস"
এই কথাটা "একসাথে ভালো থাকতাম"
অব্দি নিয়ে যেতে না পারাটাই হয়তো-
কারও কাছে হারানো,
কারও কাছে হেরে যাওয়া,
আর কারও কাছে হয়তো সেই "ভালোবাসা"...-
তুই নাহয় কোনোদিন আমার কবিতা হয়ে আসিস,
কল্পনা থেকে বেরিয়ে আমার লেখার পাতায় আসিস,
অনেক কবিতা লিখেছি আমি,
তবে তার কোনোটাতেই তোর ফেরার উল্লেখ করিনি,
তুই নাহয় ঠিক সেই কবিতাটাই হয়ে আসিস...
-
যাবার বেলায় অনেক অভিযোগ ছিল মনে,
কথার জট পেড়িয়ে শুধু বলেছিলিস,
"এবার যেতে দিস আমায়,
পিছু ডাকিসনা আর,
যে বান্ধনে বেঁধেছিলিস সেদিন,
ছিঁড়ে গেছে সেই তার।"
বলা হয়নি অনেক কিছুই,
অবশ্য শুনতেও চাসনি তুই,
পিছনে ঘুরে তাঁকিয়ে ছিলাম জানিস!
ভেবেছিলাম এটা তো শেষ হতে পারে না!
শেষটা তো এমন হওয়ার কথা ছিল না,
বাকি আছে এখনও, বাকি আছে অনেকটা--
বুঝেছিলাম যেতেই চেয়েছিলিস তুই এইবার,
দেওয়া কথাগুলো মিথ্যা ছিল না জানি,
তবে তার সত্যি হওয়ার পথ ছিল এতোটুকুই,
তুই একটা গল্পঃ সেদিন অসম্পূর্ণ রেখে গেছিলিস,
ভাবছিস তো, অসম্পূর্ণ!
আসলে সব গল্পের শেষটা যেমন সুন্দর হয়না,
তেমন কিছু গল্পঃ শেষ হয়েও শেষ হয়না।
-
দিনের শেষে সবাই যেন রাতের অন্ধকার খোঁজে,
প্রতিটা মানুষই কোনো না কোনো অপ্রাপ্তিতে ভোগে।-
I used to tell you,
"without you seven days seems like seven years."
but then why you wouldn't ask me,
" what about seven years?"-
It's took me a lot of time to realise,
Not every story of our life is meant to be in the way we want,
Sometimes it's not in our hands, you need to let them go,
Sometimes people teach us how to love and also how not to love,
Sometimes they leave but the lessons stay forever,
Sometimes they are not meant to be our home but just a cottage in our walk way,
Sometimes they are just a part of our journey not our destination,
Sometimes you think it's the worst but it's become the best for you,
Sometimes they feel it's our end but we get the courage to turn over a new leaf✨-