বাল্যকালে মা শেখাতো সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে সামনের দিকে পূর্ব আর পিছনে পশ্চিম, একদিকে উদয় আরেকদিকে অস্ত। পরস্পরের টানে খুশি খুশি থাকে। কারা যেনো এসে শরীর থেকে মাথাটা কেটে দু- টুকরো করে দুদিকে ছুঁড়ে ফেলেছে। আর, যেনো না জুড়তে পারে --!!কাঁটা তার দিয়ে বেড়া দিয়েছে! বড়ো খাঁ খাঁ লাগে পশ্চিমবঙ্গ নাম শুনে ,কোথায় গেলো পূর্ব?? প্রেমের স্মৃতি যেনো বহন করে চলেছে পশ্চিম আর পূর্ব নাম বদল করে ফেলেছে পশ্চিমকে ছেড়ে যাওয়ার যন্ত্রণায়...!!😥ভালোবাসার বাংলাকে কেউ আটকাতে পারেনি আর পারবেনা-- ওরা দুজনে ভাব বিনিময় করে বাংলা ভাষায় ভালোবাসার বঙ্গ আর বাংলা কে আদরে 🥰 জড়িয়ে রেখে🫂
আপনাকে এবং আপনার মাকে 🤱জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভালোবাসা..✍️-
আমাদের জীবনে এমন একজন মানুষ থাকা উচিত, যার কাছে ঋণশোধের কোনো শর্ত না রেখে গোটাজীবন ঋণী থাকা যায়...
আমাদের জীবনে এমন একজন মানুষ থাকা উচিত, যেখানে জীবন কম পড়ে, শুধুই বাড়তে থাকে ঋণ।
❤️🌼🐝❤️-
কাউকে ভালোবাসতে হলে ,
এক বুক যন্ত্রণা-
সহ্য করার ক্ষমতা ,
তোমার থাকতে হবে।
তবেই তুমি ভালোবাসতে পারবে!!
___হুমায়ূন ফরিদী,-
এক আকাশের নিচে,
সকলের মাঝে-
আমরা মাখি রোদ্দুর,
রয়েছি দুজনাতে দূর!
দেখা হয়নি কো কতদিন
আদৌ হবে কি কোনোদিন?
দূরত্ব হয়ে যায় শরীরের,
তবুও হয় নাকো মনের।
হৃদয়ের উষ্ণতা,
যতো কিছু তপ্ততা-
বুঝে নাও শুধু,
তুমি প্রিয় বন্ধু-
সব সম্পর্কের উপর,
বন্ধুত্ব থাকে অমর-
সখ্যতা হয়না তো শেষ,
এইটুকু রাখি বিশ্বাস,
দূর থেকে দিলাম শুভেচ্ছা ও ভালোবাসা-
নিও গো তুমি, এই টুকু রাখি প্রত্যাশা।।
সোনিয়া..✍️
-
ছিলে
তসলিমা নাসরিন
একটু আগে তুমি ছিলে, ভীষণরকম ছিলে, নদীটার মত ছিলে, নদীটা তো আছে,
পুকুরটা আছে, খালটা আছে।
এই শহরটার মত, ওই গ্রামটার মত ছিলে। ঘাসগুলোর মত, গাছগুলোর মত।
ছিলে তুমি, হাসছিলে, কথা বলছিলে, ধরা যাক কাঁদছিলেই, কিন্তু কাঁদছিলে তো, কিছু
একটা তো করছিলে, যা কিছুই করো না কেন, ছিলে তো!
ছিলে তো তুমি, একটু আগেই ছিলে।
কিছু ঘটলো না কোথাও, কিছু হলো না, হঠাৎ যদি এখন বলো যে তুমি নেই!
কেউ এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে তুমি নেই,
বসে আছি, লিখছি বা কিছু, রান্নাঘরে লবঙ্গ আছে কি না খুঁজছি, আর অমনি শুনতে হল
তুমি নেই। তুমি নেই, কোথাও নেই, তুমি নাকি একেবারে নেইই,
তোমাকে নাকি চাইলেই আর কোনওদিন দেখতে পাবো না! আর কোনওদিন নাকি কথা
বলবে না, হাসবে না, কাঁদবে না, খাবে না, দাবে না, ঘুমোবে না, জাগবে না, কিছুই নাকি
আর করবে না!
যত ইচ্ছে বলে যাও যে তুমি নেই, যত ইচ্ছে যে যার খুশি বলুক,
কোনও আপত্তি নেই আমার, কেন থাকবে, আমার কী! তোমাদের বলা না বলায় কী যায়
আসে আমার! আমার শুধু একটাই অনুরোধ, করজোড়ে একটা অনুরোধই করি,
আমাকে শুধু বিশ্বাস করতে বোলো না যে তুমি নেই।
-
কাকে দেবো?তোমার সৌরভ,
তুমি চিরস্থায়ী নও,
সে বার বার বলেছে--।
তা বলে তুমি ক্ষণস্থায়ী নও,
এ কথা তো জানায়নি।
দোকান বাজার গাছে-
সুশোভিত ফুলসারি দেখে
আনমনে ভাবি,ফুলের মতো
মানুষকে দেবো ফুল।
ফুল ভেবে দিয়েছি তোমায় ফুল,
সে ছিলো আমার মস্ত বড়ো ভুল।
এতকালের গোছানো স্বপ্ন,
এক নিমেষে হয়ে গেলো ভগ্ন !
মুক্ত হাতে পেলো নাকো ঠাঁই
শ্বাসরোধে মূর্ছিত হলো এঁদো ডাস্টবিনে,
রইলো পড়ে প্যাকিং পলিথিনে !!
__সোনিয়া..✍️
-
যেনো আমার জন্য তুমি
আর তোমার জন্য আমি
জন্মেছি।
সহ্য করে নাও কি নির্মম
ভর্ত্সনা।
কি শান্ত ভাবে ধরিয়ে দাও
ভুলগুলো।
আমি শরমে মরে যাই-
কৃতকাজের।
শরম ঢাকতে এক বুক
মুগ্ধতা নিয়ে-বেশরমের মতো
পড়ে থাকি তোমার দেখানো
ভুলগুলোর কাছে ।
পৃথিবীর সন্তান হিসাবে
মাথার উপরে আকাশ,
কাছের বাতাস,পাশের ছোট্ট নদী,
সূর্য,জোৎস্না--এমনকি
সুন্দরবনও জানে তুমি সুন্দর।
শুধু তুমিই কেবল জানোনা,
তোমার মাত্রাছাড়ানো সৌন্দর্য্য।।
__সোনিয়া..✍️-
শুনতে পাচ্ছ?প্রিয়তম!
কি কঠিন হৃদয় তোমার,
পাথর চাপা আছে কি?
কিছুতেই বলোনা হ্যাঁ,
একবারও বলোনা।
প্রস্তর সমূহ বিশাল শরীর,
প্রেমিকা মেঘের জন্য-
পাহাড়ও কাঁদে চিরকাল
ঝর্ণা ধারায়-----!
লোহাও তো গলে যায়,
প্রেমিক আগুনের উত্তাপে।
প্রতীক্ষায় চৌচির হয়ে যায়,
আমার শক্ত হৃদয়!
মনে পড়ে কি?
ডান হাতের প্রথম স্পর্শ,
ভুলে গেলে?অকারণে তিন সত্যি!
তুমি তো মানুষ,কেনো এত নীরব।
যদি বলো আমি মানুষ,
হৃদয়হীন মানুষ হয় কি ??
সোনিয়া__✍️
-
ভুল প্রেমে কেটে গেলো তিরিশটা বছর-
আবারও কথা হবে বলে,কথা রাখেনি!
আঁচড়ে আঁচড়ে দগদগে মন-
তবুও আশার জালবুনে প্রতিটি ক্ষণ,
ফেস পাউডার কাজল লিপস্টিকে-
রূপসী মেয়ের ক্ষত চাপা দেওয়া-
ঠা ঠা হাসির প্রতিধ্বনি, প্রতিযোগিতা করে-
আবদ্ধ বুকফাটা চাপা কান্নার সাথে!
জেনেও না জানার ভান করে নাছোড় মন-
অবজ্ঞা অবহেলার ভাষা,
দেখতে ভালো,ভালো গুন কিন্তু এই ভালো কে
আর যাই হোক ভালোবাসা যায়না,
ভালোবাসার ধর্ম বর্ণ নেই,জাতি বিদ্বেষ নেই
ভালোবাসার আছে শুধু ভালোবাসা।
মানবসৃষ্টি ভেদাভেদের আঙুল উঠেছে-
ভালোবাসার দিকে,
ভালোবাসাও আজ বড়ই ক্লান্ত,
বোঝাতে পারছেনা-
ম্লেচ্ছ মানুষের ভালোবাসাটাও স্বচ্ছ হয়--।।
সোনিয়া__✍️
-
प्यार भी जाहिर कीजिए हिंदी में,
और नफ़रत भी।
हुकुम भी हिंदी में कर लो,
और पालन भी।
कम से कम भाषा को अमानत रखें,
दिल खुल के बात कर लो,
हिंदी भाषा है हमारा प्यार और गर्व।।-