ছেড়ে দেবো তোমায়?
কিন্তু কি ভাবে!
কখনো তো তোমাকে পাওয়াই হয়নি....
ভূলে যাবো তোমায়?
বলো কোন আস্কারায়!
স্মৃতি মোছার রাবার এখনো তো জন্মায়নি....
-
Sonali Sarkar
(❤️👨👩👧মিঠাই👨👩👧❤)
113 Followers · 36 Following
মনের আরশোলাকে অক্ষরের কালিতে বেশ করে চুবিয়ে Yourquote এর পাতায় ছেড়ে দিয়েছি,😍❤️
Joined 22 August 2017
7 SEP 2020 AT 20:31
19 DEC 2021 AT 23:15
মোহ নয় মোহ নয়....
মুগ্ধতার আবেশ মেখে তোমায় চেয়েছিলাম।
মোহ কাটে; মুগ্ধতা কেন কাটে না !
তুমি ছেড়ে গেছো সেই কবে....
তোমায় আর তো খুঁজি না!
বুক ভরা অভিমান আর উদাসী বিকেল;
আমি তোমার থেকে নিলাম।-
10 SEP 2021 AT 18:28
মরিচিকার ক্ষনিক উজ্জ্বলতায় কাজ কি বলো হায়...
যেখানে শুধু একাকিত্বই ভালোবেসে হাত বাড়ায় ।-
10 SEP 2021 AT 18:20
চোরাগোপ্তার ক্ষতর মতো কিছু স্মৃতি তোলা থাক।
নিজের সাথেই যুদ্ধ করে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়ে বাঁচা...
ভালোবাসাই বোঝেনা যে; সে কি বুঝবে হায় অভিমান!
-
6 JUN 2021 AT 22:24
আকাশ তুমি মন বোঝো?
ভালোবাসার কান্না শোনো?
অথবা... অব্যক্ত কথার যন্ত্রনা....!
কিছুই বলো না... কিছুই বোঝোনা।
নীলচে খামে তোমার একটা চিঠি... তাও না!
তবুও আমার মনখারাপে সব বেনামী চিঠির তুমিই ঠিকানা ❤️
-
6 JUN 2021 AT 22:09
আকাশ ভেঙে নামছে দেখো;
অভিমানী বৃষ্টিমেয়ের স্বপ্নভাঙা কান্নাগুলো....
ভীষন জ্বরে পুড়ছে হৃদয়,
একসাথে আজ ভিজবো চলো....-