God is testing me for that person just to see how patient I am for him. That's okay but may I win in the end ...
-
অ-পরাজিতা🍁 হয়েই থাকতে পছন্দ করি✨
I never wrote about him. What else to write? The more strongly I want to move forward, the more involved I am. What do you understand?? Yes, I don't have him anymore.
-
যদি কখনও হাতে হাত রাখার অমোঘ আকর্ষণে
সে সূদূর হতে ছুটে আসে
তাহলে আরো একবার থেমে যাবে চেনা রাস্তাটা
আরো একবার ছুঁয়ে যাবে উত্তুরে হাওয়া
তার চোখে চোখ রাখা মাত্র না জানি কত আলো জ্বলে উঠবে
দূরে কোথাও মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাবে
আর একঝাঁক ফুলের মিষ্টি চেনা গন্ধে পুরোনো স্মৃতি পড়বে উপচে
তবুও বলি মিথ্যে সেসব,এমনি এমনি রোমন্থন
তাকে হারিয়ে যেতে দিয়েছি গভীরে, নিজেই ভুলের পাহাড় গড়েছি তুলে।
-
কখনও কখনও বলতে ইচ্ছে করে,
যেগুলো জানা সত্ত্বেও কেউ মুখ খুলে নি।
সকল প্রকার সত্যি গুলো মেনে নেওয়ার পরেও,
মিথ্যেগুলোও মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে,
কিছু অগোছালো সত্যি মিথ্যের মাঝে আছে
কিছু অজানা অন্যায় আবদার।
বলা হয়ে ওঠেনি কখনও এক আকাশ স্পৃহার কথা,,
থাক সে কথা, কিছু জিজ্ঞাসা অজানা থাকুক।
-
অসংখ্য মানুষের ভিড়েও যারা নিঃসঙ্গতা খুঁজে নেয়,
নিঃসন্দেহে তারা বহু কাছ থেকে মানুষ কে চিনেছে।
আর যারা অসহায় ভাবে সেই নিঃসঙ্গতা কে আপন করতে পারেনি,
তারা আজও কোথাও না কোথাও ঠিকই গুমরে মরে।।
-
ওরা যখন ওদের লিপ্সু দৃষ্টি আমার দিকে রাখে
নিকৃষ্ট ইশারা ছুঁয়ে মারে
আমি তখন নিজেকে গুটিয়ে নিয়ে সরে আসি
আমার সাহসী সত্ত্বা নিমেষে ভীত সন্ত্রস্ত হয়,
চোখ গুলো দিয়ে আগুনের বদলে অপারগতার বৃষ্টি নেমে আসে
হাতটা নিজেকে সামলে নেয়, পারেনা গালে পাঁচটা আঙ্গুলের দাগ ফেলতে
বরং ঐ হাতটা ওড়না টাকে নীচে নামিয়ে আনে আরেকটু
নিজেকে স্বাধীন বলেই মনে হয় সবসময়,মা বাবা কখনো বাধ্য করে রাখতে চায়নি
কিন্তু
কিন্তু এই একই জায়গায় বার বার, বার বার নিজেকে দুর্বল বিশেষনে বিশেষিত করি
কেন ওদের কামুক চাহনি টাকে এক মুহুর্তে অনুতপ্ত পরাজিত করতে পারি না, সেই প্রশ্নের উত্তর টা আজও অজ্ঞাত, নিজেকেও ব্যক্ত করতে পারিনি।
-
এতটা জেদি!!! এতটা একরোখা!!
নাকি খুব অল্পতেই খুশি হয়ে যাওয়া!!
ঠুনকো সম্পর্কে বিশ্বাসী!!
নাকি শক্ত করে আগলে রাখা!!
কঠিন খোলসের আবরণে ঢাকা প্রান!!
নাকি একরত্তি নরম শান্ত ভালোবাসার চুম্বন!!
হিংস্রতা প্রকাশের অবোধ আকাঙ্ক্ষা!!
নাকি পাহাড়ের মতো বিশাল আলিঙ্গনের স্পর্শ!!
যেমন ভাবে ভুল গুনছো তেমন ভাবে হৃৎস্পন্দন গোনো,
যেমন ভাবে দোষ মাপছো তেমন ভাবে থার্মোমিটারের উষ্ণতা মাপো,
কাছে থাকার চেয়েও দূরত্ব যখন বেশি ভাবায়,
তাহলে দূরত্বে দাঁড়িয়ে দূরত্ব বজায় রাখি।
-
ধরো খুব মনখারাপের মেঘ , বৃষ্টি আসবে জোরে
তোমার তখনও দ্বন্দের ঘোর কাটেনি,
আমিও ভীষণ অভিযোগের ঝড় নিয়ে তোমার দোরগোড়ায়
একটা চূর্ণ কাঁচ এসে বিঁধেছে হঠাৎ, রক্তাক্ত তো আমার বিশেষন
তোমার দেওয়া প্রতিটা অনাদর আমাকে রোজ একটু করে অনুবল দিচ্ছে
চোটের থাবা বসাচ্ছে একটু একটু করে
কালো আঁধারের যাত্রী আমি, তোমার কাছে চেয়েছি ঠাঁই
আমাকে ফেলে দিতে পারো, মারতে পারো একটা বেহুঁশ সময়ের ঝটকা টান
আমি তবুও আকাশ ছোঁয়ার নেশায় বুঁদ
বাষ্পের মতো হঠাৎ করে হারিয়ে যেতে চাই
তুমি শুধু এক আকাশ বিরক্তি জমিয়ে রেখো
আমি না হয় অভিমান জমাবো......-
You may not know that I fell in love with you even more in the place where you left me. I fell in love with the people around you. Always said I want a heartbreak today finally came true. I can proudly say that no one could and will never have you better than me. And you will look for me till the time of death. No one can love you as much as I love you. That's all my love
-