আজও যখন মেঘলা আকাশ মনটা ভারি একটুখানি,
তুমি তখন সূর্য হয়ে হাসবে আমি জানি।
যখন মেঘের রঙে আবছা আমি ,হৃদয় সাদাকালো,
তখন তুমি দেবে আমায় তোমার ওই রামধনুর আলো।
বৃষ্টিগুলো পড়বে যখন আমার হৃদয় জুড়ে ,
প্রতি কোনায় লেখা থাকবে
তোমার নাম বৃষ্টির ওই সুরে।-
নেই আমার কিছুই সম্বল
দেওয়ার মতো তোমায় ।
আমি তো একটু হাসিতেই খুশি
সেই হাসিটাই দেখতে চাই তোমার মুখে
সারা জীবন আরো বেশি।-
মন চায় উড়ে যেতে
নীল আকাশের গা দিয়ে।
পাখিদের মতো ডানা মেলে ।
শুধু আমি আর তুমি ,
জীবনের পথে পথে ,
দুজনে একসাথে।
হবো না সাথী হারা
যদি তুমি থাকো পাশে
প্রাণও দিয়ে দেব হাসিমুখে।-
পথের দূরত্ব কমে যায়।
হাতটি ধরে একপা দু পা কেমন সময় কেটে যায়। থাকলে তুমি পাশে মাঝরাতে মনে হয় সকাল।
তোমার চোখেই দেখি আমি আমার ভবিষ্যৎ কাল।-
ভোট
গণতন্ত্রের চলছে পুজো বাজছে ভোটের বাদ্দি,
হরেকরকম নেতা আর তাদের আজব বুদ্ধি।
ভোট এসেছে সবাই তাই দেশের উন্নতি চায়,
এর আগে তে কেউ ছিল না ভাবছি আমি তাই।
কদিনে সব ভিখারিরা-রাজা ,হাভাতেরা খুশি,
ভোটের কদিন পরে নেতারা পেট ভরবে ওদের রক্ত চুষি।
ভোটের আগে প্রতিশ্রুতি আর প্রণাম ঝুড়ি ঝুড়ি,
ভোটের পরে ওসব ছাড়ো বাড়বে শুধু নেতার ভুঁড়ি ।
সবাই নাকি দেশ বাঁচাতে চায় গো মূর্খ গুলো
টিকিট যদি পাই একবার জনতা যায় চুলো।-
মধ্যবিত্ত-২
মাত্র একটা ছোট ঘর ।জায়গা কম কিন্তু ভালোবাসা বেশি ।অভাব আছে কিন্তু আধিপত্য বিস্তার ব্যর্থ ।সবাই বাচছে প্রাণভরে, হিংসা থাকলেও তা মনেমনে নয় সম্মুখে ও ক্ষনস্থায়ী ভাবে ।যেখানে দোষারোপ নয় আপস টাই আসল মন্ত্র।-
লোডশেডিং তো আজও হয়,
কিন্তু ভাল্লাগেনা আগের মতো।
চুপটি করে অন্ধকারে হাতটা ধরার ,
শিহরণটা সত্যিই আজ নেই হয়তো।-
মানুষের অনেক খিদে। তা বয়স মানে না, আর বয়স বাড়ার সাথে সাথে খিদের সংজ্ঞা টাও বদলায়। শিশু মাতৃদুগ্ধের জন্য কাঁদে, বালক বন্ধুত্বের জন্য ,যুবক ভালোবাসার জন্য আর বিবাহিত দাম্পত্য সুখের জন্য।
-