চারিদিকে হতাশা আর হতাশা
এই পূজোর দিনগুলোতেও যেন
মনের মাঝে শুধুই দুঃখের বাসা!
প্রিয়, সবার পূজো যে শুভ হয়না,
চারিপাশে কোলাহলের মাঝে
মনের হতাশা যে বোঝা যায়না!! 🥺-
বাকিটা আন্তরিকতা,
আমার কলম আজও শেখায়
কাকে বলে মানবিকতা!!... read more
এই সময় বদলাবে কবে?
মানুষ শুধরাবে কবে?
সবাই যদি স্বার্থপর হয় তাহলে কি আর বাঁচা যাবে?
চারিদিকে অন্ধকার ঘনাবে;
সবাই বিবেক হারাবে,
শুধুই বিনাশের দিকে পা বাড়াবে!!-
আবার সেই মানুষটাকে বিশ্বাস করে ঠকেছি,
কেমন করে তাকাবো আজ ওই আয়নায়... 😔
বিশ্বাসঘাতকতা কাকে বলে আজ নতুন করে আবার বুঝেছি;🥺
আজ যে নিজের কাছেই নিজে ছোট হয়ে গিয়েছি।
অনেক হয়েছে আর না, আজ তোমার কাছে আমি শুধু মৃত্যুর আশা নিয়ে এসেছি;
সে আমাকে আজও ভালোবাসে এই মিথ্যা আশায় অনেক ঠকেছি! 💔-
জীবন যেমন চলছে তেমনই চলুক,
কিছুই আর নিজের হাতে নেই;
সুখ যেন এক মরীচিকা কোনোদিনও ধরা দেয়নি! 🥺
যেটা চেয়েছি জীবনে সেটা পাইনি,
এই জীবনে ঘটে যাওয়া অনেক গল্প আজও কাউকে বলা হয়নি;
আজও স্মৃতিতে বেঁচে আছে সে তাকে ভোলা যায়নি।❣️
ভালোবেসে জীবনে শুধুই হয়েছে হয়রানি!! 😥-
বিশ্বাস আর ভরসা দুটোই করেছিলাম,
কিন্তু পাওয়ার বেলা শুধু প্রতারণা পেয়েছিলাম!!😟-
আমার কলম আজও যে লেখে তোর কথা..
জানিনা কিসের এত কষ্ট, আজও হৃদয়ে কেনো এত ব্যাথা;
তুই যে চলে গেছিস সেই কবে আমায় ছেড়ে,
ছিঁড়ে ফেলেছিস প্রেম লেখা সব বইয়ের পাতা!!-
তোকে ছাড়া যে এ মন ভয় পায় সকাল সাঁজে,
একদিন স্বপ্নে রেখে দেবো তোকে আমার কাছে!🥰
তোকে নিয়ে দেখা প্রতিটা স্বপ্ন আজও এই হৃদয় মাঝে, ❤️🔥
প্রিয় আমি যে নিঃস্ব, শুধু তুই একমাত্র অমূল্য ছিলিস আমার কাছে;
ভালোবাসা ছাড়া তোকে দেওয়ার মতো আমার আর কি আছে...🥺-
ভাবছি পালিয়ে যাবো, 🏃♂️
কিন্তু পালানোটাও যে সহজ নয়! 🥺
চারিদিকে সবাই শুধু টাকা আর টাকা গুনে বেড়ায়!
টাকাই যেন অমৃত মনে হয়!
ভালোবাসা, শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য
সব কিছুই মনে হয় পাওয়া যায় টাকার বিনিময়;🙄
তাই ভাবছি এবার ভালোবাসা ছেড়ে টাকা চাইবো
তার কাছে, ভিক্ষা যদি করতেই হয়!! 😏-
ভগবানও যদি দেখে তাহলে ভাববে,
তোকে আমাকে দেখে সবাই জ্বলবে;
তোকে নিয়ে দেখা সব স্বপ্ন একদিন ঠিক সত্যি হবে!🥰
এই ভালোবাসা যে মিথ্যা নয় আমার,
তুই বুঝবি কবে?🥺
একদিন অবশ্যই ভালোবাসা নিজের পথ খুঁজে পাবে!!❣️-