Somasree Saha Mukherjee   (সোমাশ্রী মুখার্জী)
46 Followers · 56 Following

read more
Joined 23 August 2018


read more
Joined 23 August 2018
16 JAN 2022 AT 10:25

যে মেয়েটি প্রাণ খুলে বাঁচতো
সবার সাথে মিশে যেতো একেবারে
সে মেয়েটি হঠাৎ ভীষণ ঝড়ে
শান্ত হয়েছে সবার আড়ালে

ব্যাস্ততায় শান্তিটুকু থাক
এইভেবেই বাকিটা পথ চলা
চেষ্টা করে ভালো থাকার চেয়ে
অনেক ভালো অভিনয়ের দক্ষতা

-


16 JAN 2022 AT 9:59

আমি যেনেশুনেই এসেছিলাম
সবটুকুই যে ক্ষণস্থায়ী
রক্তে মিশে যাওয়ার গল্পটা
আজ ভীষণ পরিযায়ী

তাও যদি আরো একবার
বেঁধে রাখা যেতো
প্রাপ্তির খাতা ভরিয়ে দিয়ে
প্রাপ্য বুঝে নিতো

-


7 JAN 2022 AT 9:53

সেই তুমি আজ নিজের মতন বাঁচো
সেই বাঁচাতে কোথাও নেই আমি
নিজের মতো গুছিয়ে নিয়েছি ঠিক
আজ আর আমার নেই তুমি

প্রাণের চেয়েও বেশি ছিলে
এখন সবই মিথ্যে মনে হয়
এতটা আঘাত করার আগে
আঘাতটুকু সইয়ে নিতে হয়

জীবন এখন আলাদা ঠিকই
মেলার রাস্তাও আজ আর নেই
বেঁচে থাকাই দায় যখন
ব্যাস্ততায় ডুবছি সেই

তুমি না হয় সুখের স্বর্গ গড়ো
যে স্বর্গ নিছকই তাসের ঘর
হাত ছাড়লে হাত ধরার মত
হাত পাবেনা, সবই স্বার্থপর

-


5 JAN 2022 AT 13:52

সাহিত্য বৈঠকে প্রথম দেখা
ভাষ্যপাঠে মন জিতেছিলো
ঝোলা ব্যাগ আর চাপ দাঁড়িতে
খানিকটা নজর কেড়েছিলো

বুঝিনি সেদিন এটাও লেখা ছিল
রবিঠাকুর আগেই জানতেন সবটা
আজও সেই চেনা বৈঠকের মাঝে
উজ্জ্বল আছে প্রথম শুরুর দিনটা

-


5 JAN 2022 AT 11:05

শীতের শান্ত দুপুর, স্কুল ছুটির পর
আজও দেখা পুরানোতে, একটু অবসর
পিছন ফিরে তাকানোয় কোনো দোষ নেই
মোহ আজ সংসারের যেভাবে থাকবেই

বেলা বোস আজ আর অপেক্ষা করেনা
নতুন মানুষ সুখে রেখেছে তাই
আমি না হয় মোহ ভুলে গিয়ে
ভালোবাসায় ভরসা রেখে যাই

-


21 DEC 2021 AT 21:37

একটি মেয়ে থাকতো নিজের মতো
খামখেয়ালি, একটু অন্যরকম
উজার করা মুক্ত মনের ঢেউয়ে
ভেসে বেড়াতো সবটা ভুলে গিয়ে

আনন্দে বাঁচতে জানে সে
খোলা আকাশে, স্বপ্নে বাধেঁ ঘর
স্বাধীনতার মানে জানে বলেই
ভুলেছে সে শত আপন পর

-


21 DEC 2021 AT 21:12

অধিকারের চেয়ে অভিমান শ্রেয়
একটা ঝরেই সবটা শেষ
তুমি না হয় শেষের গল্প হয়ো
শেষ হয়েও থেকে যাবে রেশ

আমি শুধু অশান্ত সবসময়
মাতিয়ে রাখবো আমার চারিদিক
খুব যত্নে আলোর মাঝে রেখে
নিজের মধ্যে লুকিয়ে রাখবো ঠিক

-


21 DEC 2021 AT 20:44

অভিমানের মানে বুঝিও না তাকে
খুব সহজে ভেঙে যাবে যেনো
মনের মতন মন খুঁজো না আর
প্রেম টুকু তোমার বলেই মেনো

ভালোবাসা বলে কিছু হয়না
এবার তো সেটা মানতে শেখো
দুনিয়া যে অর্থে চলে
প্রেমটুকু সামলে রেখো

-


21 DEC 2021 AT 20:23

তোমার মাঝেই বাঁচতে চাওয়া
অলীক সুখের মানে
মূলস্রোতে ভাসবো বলেই
জীবন দাঁড়ি টানে

অনেক দূর যেতে হবে
অনেক হাঁটা বাকি
একার মতেই চলতে হবে
জিততে হবে বাজি

-


1 NOV 2021 AT 20:58

তোমাকে নিয়ে লিখতে চাওয়ার চেষ্টা
ধীরে ধীরে ইচ্ছে, বাড়িয়ে দিচ্ছে যত
নিজেকে নিয়ে ভাবার ইচ্ছেটাও
দিন দিন কমতে থাকছে তত

তুমি কিন্তু একই আছো
একটু বেশিই নিজের মতো
আমি শুধু দিশেহারা হয়ে
নীরবতায় মিশে যাচ্ছি তত

উদাসীন হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে
হালকা আমেজে বাঁচতে শেখো
ভালোবাসাহীন ভালো থাকার ইচ্ছে
এমনভাবেই বাঁচিয়ে রেখো

আমি না হয় শান্ত দীঘির পারে
তোমায় অপেক্ষা করতে শেখাবো
তুমি কখনও ঠান্ডা বাতাসে
আমায় ভরসা দিয়ে যেও

-


Fetching Somasree Saha Mukherjee Quotes