Somapti Ghosh   (সমাপ্তি ঘোষ)
22 Followers · 7 Following

Joined 18 October 2019


Joined 18 October 2019
4 FEB 2023 AT 13:59

ঘাটের মড়া

-


29 JAN 2023 AT 18:16

কিছু সম্পর্ক নাইবা প্রেমিক প্রেমিকার রূপ পেলো
কিছু সম্পর্ক থাকুক না বন্ধুত্বের আদলে
যে সম্পর্কে থাকবে না ব্রেকআপ কিংবা প্যাচআপ
শুধু ফ্রেন্ডস is forever

-


29 JAN 2023 AT 18:12

ঝাপসা চোখের আবছা মায়ায়
কুয়াশা থাকে ঘিরে
কিছু বলার থাকলে বলে নিও এবেলা
কি জানি যদি ওবেলা কুয়াশা না কাটে

-


15 JAN 2023 AT 18:08

এইরকম পরিবারের পরিচয় পাবার থেকে অনাথ কিংবা মরে যাওয়ায় ভালো যেখানে প্রতিনিয়ত ভালো চাওয়ার থেকে তোমার থাকা খাওয়া আর মৃত্যু কামনা করে

আর মৃত্যু মরীচীকার মতো ধরা কিন্তু অধরা হয়ে থাকে

-


31 DEC 2022 AT 19:27

আমি ভালোবেসে যাবো
তোমার ক্ষমতা আছে রোকো দেখি
তাছাড়া আমার মন স্ব ইচ্ছায় তোমার জেলে বন্দি
তোমার মনকে তো আমি জোর করিনি, তাই না?
হাজারবার কথা বলতে চেয়ে ও বলেল না যখন তুমি
বুঝলাম তখন এটাই কারণ বড্ড বেহায়া আমি.
জোর করেও লাভ নেই,ওই তালা ভেঙেও দেখেছি সে হাতকড়া খুলতে পারিনি
যখন ব্যস্ত থাকতাম দেখতে তোমার ওই নেশাভরা চোখ
নো প্রতিশ্রুতি সো নো প্রমিজ এটাই আসল সুখ
শেষে কিনা আমিই তোমার উপন্যাসের অপ্রিয় কোনো চরিত্র.
মন ঠিকই বলেছিলো তুমি আমার নও
তাইতো অন্যতে সুখ খুঁজে পাও
শুধু মন চায় বেসে যেতে ভালো
এটুকুই নিয়েই বেশ আছি সেটা নিয়েই থাকতে দাও.
উষ্ণ আবেশে তুমি ফিরে যাও নতুন কোনো বসন্তের শরীরে
আমি হেমন্ত বিলাসী,শূন্যতা পুষে রাখবো কোনো এক শীতের চাদরে




-


18 DEC 2022 AT 19:38

প্রথম দ্বিতীয় বলে কিছুই হয়না,হঠাৎ করেই ভালোবাসা হাজার রকমভাবে সবার জীবন আসে.মানুষ তখন আবার প্রেমে পড়ে
ডানা মেলে আকাশেতে ভাসে.
শেষ হয়না কথা রাত বাড়তে থাকে
অনুভব করতে থাকে একে অপরকে.
বাস্তব ভুলে তখন তারা কল্পনাতে মাতে
প্রথম দেখা,প্রথম হাত ধরা শুরু হয় ভালোবাসা.
একে অপরের মনের কোণে বাঁধে ভালোবাসার এক সুখের মেলা.
কেটে যায় দিন পেরিয়ে যায় মাস
আর ঘুরে যায় মোড় টান পড়ে সেই আদরের ভালোবাসায়,
আলাদা হলো দুটি হৃদয় ভাঙলো দুটি প্রাণ
'ফ্যামিলিতে মানবেনা..... আমার সময় চাই নিজেকে settled হতে হবে......আসলে জানতো সবটাই ভাগ্য আমার হাতে কিছুই নেই'
তবে কি এটাই ছিলো ভালোবাসার প্রতি ভাগ্যের প্রতিদান??

-


4 DEC 2022 AT 13:32

বহুদিনের রাগ জমানো অভিমানের মেঘ সরিয়ে, আবারও কাছাকাছি আসার মুহুর্তের মতোন সুখ আর কিছুতেই নেই

-


6 NOV 2022 AT 19:51

কেউ আমাদেরকে ভালোবাসলে বা একটু কেয়ার করলেই মনে হয় সে আমার মনের মতোন হবে,আমি যা পছন্দ করি সে অন্তত কিছুটা করূক,কিন্তু যখন সেটা হয়না তখন ভাবি সে আমার পছন্দ অপছন্দের কোনো প্রাধান্য দেয়না,সে কি আমাকে সত্যিই ভালোবাসে তো হাজার রকমের প্রশ্ন দোলাচলা করতে থাকে.
অথচ আমারা ভুলে যায়, আমাদের জীবন দুটো আলাদা আমারা মানুষ দুটি আলাদা,একে অপরের ভালোলাগা, পছন্দ অপছন্দ, ভালোলাগা মন্দলাগা, একে অপরকে ভালোলাগে হয়তো ভালোবাসি কিন্তু আমাদের স্বপ্ন আলাদা.
আগবাড়িয়ে কথা বলেছি একা একা বকবক করেছি, হয়তো সেসব অহেতুক ম্যাসেজ পড়েছে কিংবা কখনো পড়েনি, আবার কখনো মনখেয়ালি কথা বলেছে,আমি শুধু ক্ষয়ে যায়,নিজের ভিতরে দমবন্ধ হয়ে যায়,তবুও তাকে বলতে আমরা পারিনা কতটা কষ্ট হয় জানাতে পারিনা আমাদের ও খারাপ লাগে

আমাদের এত বড় একটা হৃদয়,একটা মানুষকে ভালোবাসার পর এতটা সংকীর্ন হয়ে যায় কেন কে জানে??

-


2 NOV 2022 AT 22:18

সব আশা কি সবার পূর্ণতা পায়? পায়না,তখন মানুষ কপালের দোষ দেয় আসলে কিছু ইচ্ছে বা আশার পূর্ণ হয়না,অপূর্ণতা নিয়েই চলতে হয়.

-


30 OCT 2022 AT 18:43

চোখ মুছে ঘুমিয়েছিলো যারা
শেষ ফোন রাখবার পরে
শুধু মনে রাখে তারা
কত কথা হলে একটা রাত মরে

-


Fetching Somapti Ghosh Quotes