দশ শব্দের গল্প ( অনু )
নিঃশব্দে
প্রেমিকার
ঝুলছে দেহ
সদ্য বিবাহিতা
নিঃশব্দে দেখেছিল
প্রেমিকের সমকামিতা ।।-
নামহীন পাতায় শব্দের সাথে
করি সহবাস,
স্বপ্নের ভালোবাসা কে জীবন্ত করি
বা... read more
সব কথাতেই ভীষণ হাসি পায়,
সত্যি বলো কাঁদনি কোনোদিন?
একলা ঘরে মেঘের দিকে চেয়ে
সময় যখন থমকে দেয় সব,
আমি তো রোজ কথার আড়ালে
চুরি করি হৃদয় খানি তোমার
ইচ্ছে করে তোমার কবিতা
মৃত্যু পথে সঙ্গী হোক আমার।-
চেনা মনে অচেনা আভাস বারবার,
আমি ক্লান্ত অবহেলা, তোমার নাম
করেই বেঁধেছি ভবিষ্যত,
আগুন্তুক !
তুমি কি জানো প্রেম
এখনো জ্বলছে চিতার আগুনে....-
জগৎ সভায় স্থান পেয়েছো,
স্থান পেয়েছো মনে,
গানের কথা মনের ভাষা
তোমার চরণে...
ফিরলে যখন সবটা ভুলে
ওগো বেদুইন,
তোমার সাথে স্বর্গ বাড়ি
গড়ব এখনি.....
দিনটা ছিলো অপেক্ষা তে
তোমার অপেক্ষায়,
এসেই যখন পড়লে তুমি
আর কি আমার চাই.....-
তোমার সঙ্গে আমার সম্পর্কটা বিচ্ছেদের,
অভিমানের, মূল্যবোধের,
তবু দেখো আজও অপেক্ষারত আমি
তুমি আসবে বলে, মিথ্যে ভালোবাসার ইমারত
শুধুই পোড়াচ্ছে কিছু স্বপ্ন!
যদি বুঝতে......-
Gajal
Us akhome jindegi dub gaye
Khuda ne muskuraya to,
Humari najre saram se jhuk gaye...
Us akhome jindegi kho gaye
Jibon ke moho me humto
De gaye prano ki balidan,
Sirf uske payar ki khatir
Hum to ho gaye barbad.....-
All of a sudden people start showing love
To তথ্য (বিশ্ব সঙ্গীত দিবস)
ফরাসি ভাষায় ফেট দে লা মিউজিক আর বাংলা ভাষায় বিশ্ব সঙ্গীত দিবস, বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করেছে ফ্রান্স, এভাবেই 1982 সালে এসে এই ফেস্টিভাল ওয়ার্ল্ড মিউজিক ডে তে রূপ নেয়, গান হতে হবে মুক্ত সংশয় হীন, এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের 110 টি দেশ যোগ দেয় এই আন্দোলনে 19 বছরের পথ পরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি আর বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের 21 তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড মিউজিক ডে 1 982 সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্ব সঙ্গীত দিবস পালন করে, এরপর থেকে দিনটি বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা হয়, আর প্রথম থেকেই আলিয়ঁস ফ্রঁসেজ দিবসটি পালন করে আসছে...-
Hum tumse hi korti hu payar
Be inteha, ko e hume khone se
Dare yaa na dare, hum to dar
Jati hu, ye jindegi mujh se naraj hai,
Or hum tumse, duriya kam ho na ho
Humto pass hi honge,
Acha ho yaa bura humto himmat nehi hurenge..... tumse be inteha mhabat karenge......-
কবিতা, সে তো তুমি আর তুমি
আলাদা কোথায়? শব্দ গুলোর
নাম যে ভালোবাসা, সেও কি বলে দিতে হয়,
জানতাম না তো, প্রেমিকরা এতো বোকা হয়.....-