Soham Dinda   (একাকী)
398 Followers · 767 Following

read more
Joined 7 August 2017


read more
Joined 7 August 2017
31 MAY 2024 AT 0:32

স্বপ্নালু চোখ , লুকোনো তুমি
চৌকাঠ পেরোনো ছেলেবেলা
ভোরের আলো ,আধো চাউনি
সাঁঝবেলাতে ফিরে পাওয়া

ঝড়ের রাত ,জোনাকির পাল
আলেয়া ঘেরা চন্দ্রোদয়
হ্ঠাৎ করেই ফিরলে আবার
'তুমি' টানেতেই বিষক্ষয়....

-


29 MAY 2024 AT 1:06

কিছু খড়কুটো কিছু আবদার
আখোরে সব স্মৃতির ম্লান
আমার তুমি স্বচ্ছ ভীষণ
আবহে শুধু তোমার সোপান

ফিরে পাওয়া প্রেম আদতে পথিক
নাটোরের চোখে জলের পাড়ি
স্বপ্ন শুধু গুহালিপি তার
আদতে সেই পথচারী

-


11 MAY 2020 AT 12:31

রোদ্দুর মেখে মেঘের আনাগোনা
কোলাজে বোনা দিগন্ত জোড়া তুমি
সব পুরোনোই মন শহরের পথিক
হঠাৎ করেই থমকে গেলেম আমি,

আঁখিজ্বরে থেকে তুমিই আমার প্রাপ্তি
পুরোনো শুধু সময়ের ফেলে আসা
দেখা হবে সেই নিয়ন কুঠুরিতে
মরশুমে শুধু আমারই ভালোবাসা...

-


10 MAY 2020 AT 18:55

যার আবহে দিগন্তে ফিরে আসা, যার নিভৃতে একলা চলা আমি
সবুজে নীলে ভিজে ছিলে তুমিও, শুধু অবাক দিশায় নিজেই অন্তর্যামী,

যার কিশলয়ে আমার বেড়ে ওঠা, দুমুঠো রোদ্দূরে কত না অভিযোগ
আমার গোধূলী বড্ড অভিমানী, ভেবে দেখ,তুমি যে আমাদেরই লোক,

একফালি চাঁদে আমিও স্বপ্ন দেখি, থমকে নিয়ে হাজার পথচলা
অবকাশ শুধু নকশিকাঁথায় রেখো, তবু অভিমানী মনে জোনাকির আনাগোনা,

খোলা জানালায় হলদে গোধূলী, খানিক পরেই সব অন্ধকার
তুমি ফিরবে নিজেরই পথ ধরে, শুধু সময় নিও একটু ভালোবাসার

-


1 MAY 2020 AT 1:27

শহুরে যেটুকু সন্ধ্যে খেলে যাওয়া
যেখানে আজ অম্লানরত ম্লানও
প্রশ্র‍য় কিছু আমার চিন্তা ধারা
খাপ খাইয়ে আমায়ও নিতে পারো,

আড়ষ্টে যার ধারা বদলের পালা
দিনের খোঁচায় রাতের মুখ স্তব্ধ
পাঁজরে যার হাজার পথচলা
ভেবে দেখেছ!!সে'ও আজ বদ্ধ,

যার গোধূলীতে আমার বেড়ে ওঠা
অলিতে গলিতে নিভে যাওয়া বাতি
মুহুর্তকে বিক্রি করে নিজের বেঁচে ফেরা
তবু তুমিই থেকো আমার কিংবদন্তী...

-


28 MAR 2020 AT 15:24

আমার উঠোনে ঝড়জল কতো
তবু ক্ষয়ের সীমায় আশার পরশপাথর
ইচ্ছেডানায় ভর করে দেখো
ফিরতে চাইলে আজও ফিরতে পারো,

সাদাকালো ফ্রেম বাঁধায় আজ যাকে
মূর্ছনা তার আরেক ফল্গুস্রোতে
হঠাৎ করেই আবেগবশে তুমি
আমায় ফেরাও আলোর থেকে দূরে,

তুমি বিষন্ন তীরে বিষাদ পাথর ফেলো
আঁচলে তার গুটিকয়েক যতন
পারলে ফিরো আমার ঠিকানায়
ফিরে যাওয়াতেই আমার বাঁচার শমন....

-


28 DEC 2019 AT 0:37

কিছু আজীবন চাওয়াটা শব্দের রেশে
থেমে থাকে কিছুক্ষণ
হয়তো বা তুমি অবচেতনেই
থেকে যাও সারা জীবন..,

হয়তো বা তুমি গোধূলীতে
ফিরে এলে নির্ঝরে
আমার স্বপ্নভঙ্গ তবু বাস্তবেই
আদতেই তুমি এলে

-


22 OCT 2019 AT 23:53

আমি জন্মান্তরের দৃষ্টি তোমায় দেব, হঠাৎ করেই আঁকব দুই চোখ
অহর্নিশি দিব্য তোমার কাজল, ভীষন ছোঁয়াচে লেখার দুটো শ্লোক,

ভীষন ছোঁয়াচে আদুরে প্রতিক্রিয়া, ভীষন ছোঁয়াচে বিষাদ মাখা রাই
একচিলতে স্বর্গ ঝড়ে পড়ুক, চিলেকোঠার হারাবার ভয় নাই

হারিয়ে গেলে কাঁচের আদলে থেকো, নকশিকাঁথায় আজও আনাগোনা
জীবন শুধু জোছনার বড্ড প্রিয়, বয়ে চলাতেই আমার শব্দ শোনা..

-


1 OCT 2019 AT 20:46

সাদাকালো ফ্রেম বাঁধায় যাকে, মূর্ছনা তার ফল্গুস্রোতে
হঠাৎ করেই আবেগ বড়ো, চাওয়া পাওয়া শুধু আলতো ছুঁতে,

তুমি,বিষণ্ণ তীরে পাথর ফেলো, তবু উপকূল তার জোছনা প্রিয়
কিছু কুঁড়িতে লাগাও আঘাত, তবু বিশ্বাসী মনে প্রেমিক শ্রেয়,

জানিনা এই দূর সূদুরে, কলমস্রোত ঝরবে কিনা
হয়তো ফল্গু, মুক্তও নই, শুধু এইটুকু জানি বয়ে চলা,

আমার উঠোনে ঝড়জল কতো, তবু ক্ষয়ের সীমানায় পরশপাথর
ইচ্ছেডানায় ভর করে দেখো, আবেগ আসলে আরেক আদর

-


29 SEP 2019 AT 21:08

উন্মাদের দিব্যি হাজার, চাওয়া পাওয়া তো এক দোটানায়
বদ্ধ মনের হাজার শিকার, কেই বা জানে,কার ইশারায়?

সে'ও খোঁজে রামধনু রঙ, গভীর স্মৃতির আচ্ছাদনে
কোথা থেকে এক উটকো বাতাস, শুধু আছড়ে পড়ে সিংহাসনে,

সত্যি বলতে হাজার আবেগ, সুতোয় গাঁথতে ব্যার্থ আজ
আমার চিন্তা নকশিকাঁথা, ফোঁটা ফোঁটা রঙের আলতো সাজ,

হয়তো পরনে তার সস্তা কাপড়, প্রতিশ্রুতির নেই অজুহাত
বিশ্বাস করো আমার চাওয়া, তোমাদের কাছে শুধু সংঘাত,

শেষের ছত্রে কিই বা বলি, চলার পথে এত অবসাদ
হয়তো তুমিও আজ বলবে শেষে, এ আবার কোন 'উন্মাদ'!!!

-


Fetching Soham Dinda Quotes