সংগীত প্রেমী   (সংগীত প্রেমী)
4 Followers · 8 Following

read more
Joined 11 February 2020


read more
Joined 11 February 2020

এই শহরের আবেগগুলো মেঘেদের ডাকঘরে পৌঁছায় না,এর আগেই হয়ে যায় আকাশে চুরি।
হাঁসিরা চাপা পড়ে যায় জমাট দীর্ঘশ্বাসে, সামাজিকতার লাটাইয়ে বাঁধা থাকে মলিন ইচ্ছের ঘুড়ি।
এই শহরের কান্নারা ভালোবাসার কানে পৌঁছায় না,এর আগেই বদলে যায় সম্পর্কের ঠিকানা।ইন্টারনেটের সবুজ চোখে জীবন্ত
লাশগুলো চেয়ে থাকে,মনভাঙা আত্মাগুলো খোঁজে মাটির বিছানা।
এই শহরে কেউ কারো না তবুও চোখগুলো কেন যেন চেয়ে থাকে অদ্ভুত সব স্বপ্নের জল ভরে?মুখে কিছু না বললেও মনে জমে কতো কথা! স্টার্নামে জমে এতো ব্যথা!কেউ যদি বলে দিতো তারে...

-



প্রায়োরিটি পেতে হলে তোমাকেও প্রায়োরিটি দিতে শিখতে হবে! একটা মানুষ শুধু তোমাকে ইম্পর্ট্যান্স, প্রায়োরিটি, কেয়ারিং দিয়েই যাবে আর তুমি ডোন্ট কেয়ার মুড নিয়ে নিজের এটিটিউড বজায় রাখবে এমন টা তো উচিৎ না। এভাবে কোনো সম্পর্ক টিকে থাকা তো দূর গড়ে ওঠাও সম্ভব না ......🌚🥀💔

-



প্রতিদিন কতোই তো মনের মৃত্যু হচ্ছে
কে রাখে তার খোঁজ!
মোহ'টা কেটে গেলে সবাই হয়ে যায় নিখোঁজ।💔

-



কখনো ভাগ্যকে দোষ দিওনা!
কারণ তুমি নিজেকে বদলাতে না পারলে
ভাগ্যও কখনো বদলাবে না।😊😊❣️❣️

-



চিরচেনা সেই পিচঢালা পথ আজ নিরব নিস্তব্ধ কোন কোলাহল নেই নেই কোন পদ চিহ্ন। 😌🥀

-



🖤 সে বলেছিলো , কিসের এত চিন্তা .. আমি তোমাকে ছাড়ছি না 🙂🖐🏻। আফসোস কথাগুলো আজ ইনবক্সে বন্দি , সে আজ অন্য কারো সঙ্গী !! 🌚😌💫

-



~তোমাকে কেউ বারবার সরি বলে মানাতে চাইলে এটা ভেবোনা যে তার কোন পার্সোনালিটি নেই বরং এটা বোঝার চেষ্টা করো তুমি তার লাইফের এতটাই গুরুত্বপূর্ণ যে সে তোমাকে হারাতে চাইনা🖤🥀

-



হারিয়ে গেলে তো খুঁজতাম তাকে।
কিন্তু সে তো বদলে গিয়েছে তাকে কি খুঁজে পাওয়া যাবে!!
যার কাছে মানসিক শান্তি খুঁজে পেতাম সেই ছেড়ে চলে গেছে। 😊😊🖤🖤😌😌

-



কষ্টটা যখন প্রিয় মানুষের দেওয়া হয় তখন কষ্টটাও প্রচন্ড পরিমানে প্রিয় হয়😌😌🤞🏻🤞🏻🥀🥀🖤🖤

-



যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছে, আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি!🙂🥀🖤

-


Fetching সংগীত প্রেমী Quotes