Snehasish   (খেয়ালী কবিয়াল)
20 Followers · 3 Following

Joined 12 March 2018


Joined 12 March 2018
23 DEC 2020 AT 23:50

তুমি অত্যাচারি,
তবে একদিন চলবে না তোমার কোনো জারি, জুরি।
চলবেনা তোমার এই মিথ্যা সপ্নের জাল,
এক দিন তোমারি বিপক্ষে যাবে, তোমার সাম্প্রদায়িকতার চাল।

-


22 DEC 2020 AT 21:27

তোমায় দেখেছি আমার সমস্ত অপূর্ণতায়,
আমার সমস্ত অপূর্ন ইচ্ছায়।
তোমার সাবলীলতা, তোমার জীবন্ত লেখায়,
বারবার খুঁজি ছোটোবেলার সমস্ত স্বপ্ন,যা কিছু অপূর্ন।

-


21 DEC 2020 AT 1:09

পরিবর্তন, সেটা বড্ডো প্রয়োজন,
এই একঘেয়ে জীবনের অনবরত পরিবর্তন প্রয়োজন!
পরিবর্তন টা চাই নিজের মধ্যে, প্রতিমূহুর্ত প্রতিক্ষন,
প্রতিদিনের পুরোনো আমি টাকে, একটু একটু করে পাল্টেফেলা, প্রতিনিয়ত প্রতিক্ষন।


জীবনে বাঁচার রসদ, শুধুই পরিবর্তন!
নাইবা হোলাম অতো consistent, থাকুক না একটু খাপছাড়া, অপরিনত,
হোকনা আরেকটু পরিবর্তন।

-


24 JUL 2018 AT 20:56

অনেক বসন্ত পর
তোমার সাথে দেখা আবার।
অন্যকারো হাতে তোমার হাত,
আর একতার notes তলে হারিয়েছে আমার হাত।

-


27 MAR 2018 AT 20:12

A Train also wants to go beyond its track
Where te word impossible comes

-


15 MAR 2018 AT 22:06

অনেক দিন পর FB তে তর profile check করা
আর ফিরে পাওয়া সেই ছোটোবেলার শৃতি।

-


14 MAR 2018 AT 12:52

Stay focused
& wait for your time

-


13 MAR 2018 AT 20:53

Life is not useless
Live it limitless

-


13 MAR 2018 AT 20:49

Salt & Sugar looks same
But...... Taste different

-


13 MAR 2018 AT 17:08

দুরে চোলে গেছো
সে ঠিক আছে
কিন্তুু......
তুমি ভাল থেকো

-


Fetching Snehasish Quotes