Snehasis Jana   (SNEHASIS JANA)
38 Followers · 47 Following

Joined 22 April 2018


Joined 22 April 2018
29 APR 2020 AT 9:18

স্ত্রী হওয়া অসম্মান মনে করিনা, কিন্তু পুরুষ হওয়ার গর্ব করি, কারণ স্ত্রী প্রকৃতি হতে পারে, কিন্তু পুরুষ স্বত্বা।

-


16 OCT 2018 AT 1:24

কেবল প্রতিমার মধ্যে নয় ,
প্রতি মার মধ্যেই দেবতা লুকিয়ে থাকেন...

-


15 SEP 2018 AT 22:12

চোখে এখন বর্ষাকাল, আলগা সব পাড়ের বাঁধ,

রুমালের আর অশ্রু মুছে না, শুষে কিছু আর্তনাদ |

-


23 JUL 2018 AT 22:13

হতে পারি আমি বরফ কঠিন, তবু সে বরফ গলতে জানে
হয়তো আমি মোমের নরম, সে মোম তবু জ্বলতে জানে
পা দুটো যদিও হয় খোঁড়া, হৃৎপিণ্ডটা তো চলতে জানে
না হয় আমার মুখটা বোবা, চোখ তো তবু বলতে জানে
জানিনা আমায় কতটা জানো, জানি না এর স্পষ্টতা
দেখেছো আমায় বাইরে থেকে, বোঝনি আমার কষ্টটা

-


24 JUN 2018 AT 21:36

সব কবিতা কোনদিন তার বনলতা সেন পায়না
তাই বলে তারা ইতিহাস হয়ে থাকতে চায়না
কিছু কবিতা কাল্পনিক আর অসমাপ্তই থাকে
হৃদয় তখন রক্তের ছাপে না বলা কথা আঁকে
কিছু কবিতা হতাশা আর অভিমানে মরে যায়
ডাস্টবিনটা তখন কিছু ছেঁড়া জীবাণুতে ভরে যায়
কিছু কবিতা ভীষণ ব্যক্তিগত, ডায়রীতে জমা রয়ে যায়
মুখে তো বলছি সবই, তাও কি সব বলা হয়ে যায়?

-


15 JUN 2018 AT 11:49

As long as the night is small, your dream is always big.

-


11 JUN 2018 AT 12:08

Light is a symbol of Life ,
And the other hand same relation arise between Death & Darkness

-


Seems Snehasis Jana has not written any more Quotes.

Explore More Writers