Sneha Dutta   (সুপ্ত আগ্নেয়গিরি (Anna))
112 Followers · 30 Following

read more
Joined 5 March 2019


read more
Joined 5 March 2019
18 FEB AT 23:19

তোমার সঙ্গে বাঁধবো
আমি ছোট্ট একটা ঘর,
ভাঙতে দেবনা কখনোই
যতই আসুক বিপদ-ঝড়।
শক্ত করে ধরবো হাত,
সাজাবো নতুন স্বপ্ন আশা,
চোখ চাইবে তোমায় ছুঁতে
তোমায় ঘিরেই ভালোবাসা।
ছোট্ট একটা বাগান থাকুক
লাগুক বরং তা বন্য,
সব কাজ সেরে অপেক্ষা শুধু
করবো তোমার জন্য।
ভালো হোক, মন্দ হোক
তোমার জন্য সব,
ভোরের পাখি ধরবে কলি
পাতাদের কলরব।
তুমি থাকো ঈশ্বর বেশে,
কিংবা মানব সাজে,
পূজ্য হবে সর্বদা তুমি
আমার হৃদয় মাঝে।
ফুল দিয়ে এক মালা গেঁথে আমি
পড়াব তোমার গলে!
মিছে এত ভেবে মনের সাথে
বিবাদ করলে চলে?

-


1 JAN AT 12:15

Dear 2024,

Iss saal sab kuch bhala karna,
Sabka sapna poora karna.
Koi to jaayega, aur jo koi bhi aayega
Unka naam roshan karna.

Chahe koi bure ho ya acche
Sabko sahi raaste dikhana,
Chahe gham mein ho ya sukh mein
Hamesha unki saath nibhana.

Dear 2024,
Sabko ek Happy sa New Year dena!


–Anna 🎁❄️✨🦋

-


23 NOV 2023 AT 21:03

(ক্যাপশনে)

-


19 NOV 2023 AT 0:03

কঠিন এ রোগ - ছুঁয়ে দে,
সহজ হোক - তোর কাঁধে
রাখবো মাথা - তারায় ভরা
চাঁদের কথা - গল্পে যারা
আলো হয়ে - পূর্ণিমাতে
রাখলে ভয়ে - আংটি হাতে
আনে জোয়ার ভাটা - শুনেছো?
সোনার গোলাপ কাঁটা - দেখেছো?
সময় হয়ে আসবো ফিরে,
তোমার ঘরে দোয়াত করে।

-


29 OCT 2023 AT 1:26

একটা তারা চাঁদের সাথে–
পূর্ণিমার এই জোৎস্না রাতে;
মুঠোয় ভরে জুঁই দুহাতে,
তোকে চায় মন ইবাদাতে।

-


5 JUN 2023 AT 23:16

এখনও সময় হয়নি কথা বলার।
চুপ করো, তাদের শব্দবন্ধ শুনে যাও।
তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবেনা;
কথা বলতে গেলে, আগে সফল হও।

-


23 MAY 2023 AT 2:24

Paid Content

-


23 MAY 2023 AT 2:14

Paid Content

-


23 MAY 2023 AT 2:02

Paid Content

-


15 DEC 2021 AT 0:15

সময় তাকে দাও, যে শুনতে চায়.....
তাকে নয়, যে সবসময়ই বলতে চায়!

-


Fetching Sneha Dutta Quotes