Hum log aise uljhe hai
Jaha paise ke piche bhag ke
Apne bachpan bhul gaye hai-
ওরে কেউ বরনডালাটা নিয়ে আয়😀
You are not my followers, you are my fri... read more
জীবন কোথাও সাদাকালো
কোথাও আবার রঙের বাহার,
কিছু গল্প ভূমিকাহীন
সূচনাতেই উপসংহার ৷৷
-
ভালোবাসায় চাইলেই কি আর
কিনারা পাওয়া যায় ?
সে তো কত স্বপ্নই
পরিণতিতে ধূয়ে যায় ৷-
মধ্যরাতে ঝিম ধরে মাথা
মন ঘিরে ধরে বিষন্নতায়,
এরা কাছে থাকলে মূল্য দেয় না
চক্ষু ভেজায় হারিয়ে যাওয়ায় । ।
---Smriti ❤️-
হলিতে জোড়ায় জোড়ায় একই রঙ মেখে🙄, যখন আমায় জিজ্ঞাস করে : কী রে রঙ খেলিসনি কেন ?
আমি : কে মাখাবে রঙ 😑-
আকাশ জুড়ে মেঘের খেলা, বৃষ্টি ভেঁজা রাস্তা
মন ভেজানো বড়ই কঠিন, শরীর ভেজানো সস্তা;-
বছর বাড়ছে, বাড়ছে বয়স; নিয়মমাফিক চলছে নিশ্বাস-প্রশ্বাস,,
জীবন থেকে নাই কোনো আশা, কষ্ট; রয়েছে শুধু এক দীর্ঘশ্বাস!!-
আমি থাকব, থাকবে না কোনো বাঁধা কোনো বারণ
কেউ তোমায় আটকাবে না প্রিয়, কি সম্পর্ক চাইবে না জানতে !!
সবাই তো রজনীগন্ধা দেবে,
তুমি না হয় আমার প্রিয় বেলি ফুলের মালা আনলে!!😌
জানো তো বেলি ফুলের গন্ধটা আমার ভীষণ প্রিয়,,
এই তোমার খেপিটা সেদিন তোমায় আর পেটাবে না!!😉
তুমি না হয় চুমু খেও আমার ঠোটে,
তোমায় সামনে থেকে আর দেখা হলো না,,
না হয় তুমি দেখে যেও একবার!!!😌-
Soch liya hai humne
Ki ab kabhi nhi rooyenge
Chahe halat kitna bhi
Bura kyun na ho🤞🤞🤞-
যেখানে দেখা না হওয়াটা প্রধান শর্ত
সেখানে না হয়, মনের মিলটাই থাকুক সর্বত্র!-