Sk Suraj  
17 Followers · 1 Following

Joined 28 January 2018


Joined 28 January 2018
10 FEB 2022 AT 20:18

ফের যদি ফিরে আসে বসন্তকাল

ফের যদি মরা গাছ বেঁচে ওঠে রোদে

প্রশ্রয় ততটাই দিও
যতটা প্রেম অধিকার বোধে!

-


4 NOV 2021 AT 8:38

শহর তখন হয়নি এতটা জটিল
ঝকঝকে ফ্ল্যাটে হতো না মদ্যপানও
সাইকেলে চড়ে প্রেম যেত দুই বেলা
পোশাকের নীচে বেঁচে ছিলো কিছু প্রাণও..!

-


4 NOV 2021 AT 8:34

স্বপ্নে যারা গভীর রাতে আসে
মাথার কাছে শিউলি রেখে যায়
ঝরা পাতার শীতের অবকাশে
মন খারাপের সবটা তাঁদের দায়!

-


25 AUG 2021 AT 22:49

ওষুধও expire করে যায়..,
প্রেমের আর কি দোষ ? 😜

-


18 AUG 2021 AT 7:14

সব কিছু হারিয়ে যা থাকবে
ওইটায় আমার ছিলো,
আমার আছে এবং আমারই থাকবে;

-


7 AUG 2021 AT 8:22

O ALLAH
I ASK YOU FOR A
GOOD END TO MY LIFE 😭

-


14 JUL 2021 AT 21:27

বিদায় জিনিসটা কষ্টকর,
হোক সেটা ক্ষনিকের কিংবা চিরতরে!

-


13 JUL 2021 AT 7:40

মৃত্যু যখন চিরসত্য, জীবন একটা মোহ !
ভেঙে দাও ইগোর পাহাড় 'কাল হো না হো'

-


7 JUL 2021 AT 6:44

তোমারই গন্ধে আতর ছিলাম
তবে আজ হয়েছি গন্ধবিহীন,
কল্পনার দেশে মিশেছি যত
তত বাস্তবে আঁধার গহীন !

-


7 JUN 2021 AT 12:12

" পুরুষকে কেউ কোনো দিন
ভালোবাসেনি, ভালোবেসেছে তার
সাফল্য বা সামর্থকে "

-


Fetching Sk Suraj Quotes