তোরই মতো একটা টেডি বিয়ার
যদি হয় আমার সঙ্গী
অবাক হয়ে দেখবো শুধু
তোর চোখ বাঁকানো ভঙ্গি,
খুঁজে নেবো আশ্রয়
শরীরের ভাঁজে ভাঁজে
আলিঙ্গনের স্পর্শে
উষ্ণতা মাপার মধ্যে...-
যে সকল বিবাহিত পুরুষ স্ত্রীর সঙ্গে ঝগড়ার ভয়ে বাড়িতে থাকতে চাইছেন না
তাদের কাছে অনুরোধ আপনারা স্ত্রীর কাজ যেমন রান্না, ধোয়া,মুছা ঝাট দেওয়ার দায়িত্ব নিয়েনিন দেখবেন স্ত্রীও খুশি লক ডাউন সফল।-
সময় না কাটলে গেম খেলুন টিভি দেখুন রান্না করুন ঘর পরিস্কার করুন নইলে আমকে পটানোর চেষ্টা করুন বা propose করুন গল্প করি তবু প্লিস বাড়ি থেকে বের হবেন না
-
করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব কাঁপছে, দেশের সব মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এক হয়েছে শুধু মাত্র করোনা ভাইরাসের ভয়ে।
তাই প্রত্যেক ধর্ম প্রেমী মানুষের কাছে আবেদন এই ভয়কে কাজে লাগিয়ে ধর্মের ব্যাবসা শুরু করবেন না।-
☸ অপশন ৩ টে চয়েস ১টা--
বাড়িতে থাকুন...............
হাসপাতালে থাকুন.........
ফটোফ্রেমে থাকুন..........
পছন্দ আপনার 😊-
শুধু তুমি আর আমি
চিলেকোঠায় বন্দী,
একরাশ অভিমান ভুলে
হারানো প্রেমে সন্ধি।-
নারী তুমি অর্ধেক আকাশ
বন্ধ ঘর হয়েছে সঙ্গী
নারী তুমি প্রতিবাদী
পুরুষতন্ত্রের শিকলে বন্দী,
নারী তুমি গর্ভধারিণী
বৃদ্ধাশ্রমে থাকার জন্যে
নারী তুমি দুঃখিনী তনয়া
পরিনত হয়েছো পন্যে,
নারী তুমি সুন্দরী অঙ্গনা
সতীত্ব কাপুরুষে লুটে
নারী তুমি বিতর্ক করোনা
এই সমাজে অবহেলায় জুটে।-
জাতপাত নয়, মানুষ হওয়ার পালা এবার,
দেশ বাঁচানোর জন্যে
যদি ধর্ম নিয়ে লড়াই কর
দেশ যাবে উচ্ছন্নে,
মানুষ থাকবে মানুষের পাশে
জাতপাতের বিভেদ ভুলে
তুমিও মানুষ আমিও মানুষ
সম্প্রীতির প্রাচীর তুলে।-
তোর ডাকে ফিরবো আবার
যদি কথা গুলো রাখিস
ভুল ধারণা তোরই ছিল
স্মৃতি ঘেটে দেখিস ,
ফিরতে সবারই ইচ্ছে করে
শুধু উপায় তো মেলে না
অহংকার ঝেড়ে ফেলে দেখ
তোকে ছেড়ে যাব না।-