Sitangshu Kar   (SITANGSHU KAR)
108 Followers · 165 Following

Peace is the most myterious thing on earth.
Joined 21 December 2017


Peace is the most myterious thing on earth.
Joined 21 December 2017
2 JUL AT 0:32

যখন নৈ:শব্দ কথা বলে
----------------------------
যখন কথা বলি না, তখন নৈ:শব্দ কথা বলে
আমার সাথে।
নৈ:শব্দ কোথা থেকে কুড়িয়ে আনে স্মৃতিমঞ্জরি।
স্মৃতির পাতায় পাতায় তুমি আর আমি,
আমাদের গল্পের রাত-ভোর-সন্ধে-বিকেল,
প্রতীক্ষার সুগন্ধি উদ্বেগগুলো---
আমাদের এক রাশ যাপিত ইহকাল।

-


28 JUN AT 10:19

অস্তিত্বের অন্ত্যমিল
©সিতাংশু কর
-----------------------------
হিসেব মেলাই যখন, ঠিকই
চোখে চোখে লাল সূর্য
রাখি আমার প্রিয় শ্যামলিমায় ;
পদ্মা মেঘনা ধলেশ্বরী---
প্রিয় নদীর সুর লহরি
মিশিয়ে রাখি প্রাণে, হৃদয়সীমায়।

-


27 JUN AT 22:21

বড়ো বেশি বদলে যাও
©সিতাংশু কর

তুমিও প্রকৃতির মতো সাজ বদলাও ;
অথচ প্রকৃতির মতো সরল শৃঙ্খল তুমি
বাঁধতে পারো না একেবারে!
তুমি কি সরল হতে চাও না মানবী?
কত বার পরশ নিতে যাই প্রকৃতির নিবিড় মায়ার !
কত বার ফিরে আসি রিক্ত কল্পনায় হৃদয় ভরে!
তুমি যেন বড়ো বেশি সাজ বদলাও আজকাল ;
বর্ষা শরৎ বসন্ত
প্রকৃতির চেয়ে বড়ো বেশি বদলে যাও।

২৭/০৬/২০২৫

-


16 JUN AT 6:55

ছড়া

যাকে তুমি তুচ্ছ ভাবো, সে নাচালে পুচ্ছ---
পিছিয়ে থাকা মানুষ তুমি, অপাংক্তেয়, বুঝছ?
যুগ চলে যায় যুগের রথে
তুমি হেঁটে পৃথক পথে
হারিয়ে যাবে ; তা পাবে যা মনে মনে খুঁজছ?

-


14 JUN AT 7:34

'সম্পর্ক' একটি ছোট্ট শব্দ, কিন্তু এক নয়নাভিরাম ভাবের সরোবর। যার তলদেশে অজস্র মণিমুক্তো---হৃদয়-নি:সৃত, অনুভব-সঞ্জাত, ভাবনা-নিকষিত। সম্পর্ক বিন্দুতে সিন্ধুর তরঙ্গমালা। দেহ ছুঁয়ে তার সৃষ্টি নয়; হৃদয়ের স্পর্শে তার সৃজন ও পরিপুষ্টি। ভালোবাসার সংস্রব সম্পর্ককে মহান করে, দীর্ঘস্থায়ী করে। ভোগলিপ্সায় সম্পর্ক ক্রমশ মলিন হয়ে যায় ; ত্যাগের দৃষ্টান্তে ক্রমশ উজ্জ্বল হয়।

-


7 JUN AT 8:40

কোনো জিনিস যত্নে গুছিয়ে রাখলে
তবেই সুন্দর! হোক সেটা ফুল
কিংবা প্রিয়জনের মন।

-


5 APR AT 12:05

নতুন-পুরানো

খামখেয়ালি করে যদি ওই কপালে
সিঁদুরগুঁড়োয় দাগ দিয়ে দেই
কেমন হবে? কেমন হবে?
কলংকতেই প্রেম জমবে?
নাকি সে-দাগ মুছে ফেলে
পুরানো দাগ আনবে আবার?
তবে তোমার একগুঁয়েমি
জিতে যাবে, আমারই হার।

-


11 FEB AT 14:37

কষ্টগুলো আবার ঘুমায় না
©সিতাংশু কর

ইচ্ছে করে প্রতিদিন কথা বলি
তার সাথে---তাহার সাথে---
অজস্র কথা বুকে জমে আছে যেন
দীর্ঘশ্বাসের মতো।

বাতাসের মতো চঞ্চল সে,
টোকা দেয় কতো জানালায়!
হয়তো বা ভুল দেখি....
হয়তো বা ভুল শুনি....

তবু ইচ্ছেগুলোকে বলি---
এখনও অনেকটা রাত বাকি,
আবার ঘুমাও!
কষ্টগুলো ইচ্ছের মতো আবার ঘুমায় না।

-


2 FEB AT 14:20

"The deepest pain I ever felt was denying my own feelings to make everyone else comfortable." ---Nicole Lyons
কষ্ট
-----------------
কষ্টগুলো পষ্ট করে
কখনো যে যায় না বলা,
উঠতে হাসি বসতে হাসি
হাসিমুখেই হাঁটাচলা।
মুখের হাসি রাখছি ধরে
যে দেখে সে-ই পায় মনে সুখ,
পরের সুখই আসল কথা
কষ্টে নিজের যাক ভেঙে বুক!

-


18 JAN AT 10:52

"আমরা সবাই পাপী ;
আপন পাপের বাটখারা দিয়ে
অন্যের পাপ মাপি!"

~কাজী নজরুল ইসলাম

-


Fetching Sitangshu Kar Quotes