Sipra Dhenki  
58 Followers · 66 Following

Joined 26 June 2018


Joined 26 June 2018
8 SEP 2022 AT 16:26

যে নৌকো চলে যেতে
চাইছে
তাকে যেতে দাও

-


7 SEP 2022 AT 21:29


কিছু বলার আগে
ভেবে নিতে হয়
কথা ফেরানো যায়না
কেবলমাত্র কথাই রয়ে যায়
কটু কথা হাজার জন্মেও
মিষ্টি হয়ে যায় না
অপরদিকে একই কথা খাটে
মিষ্টি কথা কখন ও কটু কথা
হয়ে ওঠে না
কথার জবাব প্রকৃতির নিয়ম অনুযায়ী
তেমনি তোমার কাছে সে ফিরবেই
কেবল মাত্র আগে অথবা পড়ে
সময় থাকবে না
কথা শুধুই রবে

-


7 SEP 2022 AT 11:47

শিউলি ফুলের গন্ধ ভাসে
শরৎ রাণী এলো ভালোবেসে
কাশের মে লার মাঠ উচাটন
ঢেউখোলানো দোলায় দুলে
দূরের বাঁশী বাজায় সুরে
সাজো সাজো রব উঠেছে
ঐ রাঙাপায় মা আসছেন।

-


7 SEP 2022 AT 8:16

মেঘ জমা দিতে হবে
আকাশের বুকে

-


7 SEP 2022 AT 8:13

তোমার আমার ভালোবাসার ঠিকানা
অসংখ্য ধুলিকণায়
মিশ্রিত জীবাণুর মধ্যে

-


8 AUG 2022 AT 17:33

ভীষণ রকম বাঁচতে চাওয়া
আঘাত আমায় করবে কি
যখন তখন বজ্রপাতে ও
মন জানালা খুলে রাখি

-


4 AUG 2022 AT 5:17

বৃষ্টির ভোর
থেকে থেকে চমকায় বিদ্যুৎ
মেঘ জমা মন
চোখে র বাঁধ ভাঙার আওয়াজ
শোনে প্রকৃতি
চারিদিকে শুধু অন্ধকার
বুকে শুধুই বাজ গ ড়জায়

-


27 DEC 2021 AT 7:31

দুঃখ সুখের পালে দুলে
নৌকো জলে ভাসছে মন
কখন‌ও স্ত্রোত কখনও ভাঁটা
চলার পথে কখন ও ফুল
কখনো বা কাঁটা
জন্ম জয়ের জীবনটা
হঠাৎ করেই যাবে থেমে
সে স্থানখানি স্বপ্ন কায়া বিহীন।


-


25 SEP 2021 AT 6:24

বাস্তব তো দেয়না সাথ
কল্পনাকে জড়িয়ে বাঁচি
দেনা পাওনা মিটিয়ে দেব
হাজার ফুলের মেলায়

-


23 JUL 2021 AT 13:30

আকাশ থেকে ভুল করে
নেমে এলো বুঝি ভালোবাসার শান্তি
আমার মধ্যেকার কথা শুধু জানে
মোর অন্তর্যামী

-


Fetching Sipra Dhenki Quotes