শুভ নববর্ষ
নববর্ষে নেই আনন্দ
যুদ্ধবাজেরা কেটেছে ছন্দ
বিগত আগত বর্ষে যুদ্ধ
লেগেই রয়েছে বিশ্ব শুদ্ধ।
নতুন বছরে শান্তি অমিল
বন্ধ হোক এ হত্যামিছিল।
সাধারণ অকারণ মরে পিলপিল
হোক সে ফিলিস্তিন বা ইজরাইল।
মরছে মানুষ হাজারে শয়ে
বিনা খাদ্যে বিনা আশ্রয়ে
নেই শিশুদের সহজাত বায়না
আছে আঘাতের তীব্র যাতনা
আর একটানা ক্ষুধার কান্না।
সব চাপা পড়ে বোমা বর্ষনে
মৃত্যু ভীতি ঊর্ধ্বে বিমান দর্শনে।
ফ্লোরিন গ্যাস কেড়ে নেয় শ্বাস
কালের কলমে নিষ্ঠুর ইতিহাস
লেখা হবে আর কতদিন?
নতুন বছর আনুক সুদিন।-
A Physicist, Professor, Adminis... read more
মুঠো খাবারে
জুটেছে খাবার কতদিন বাদে
ছোট্ট মেয়েটি চাখে আহ্লাদে।
তারই মাঝে সে হাত বাড়ায়
খানিক খাবার হাতে নেয়
নিজের খাবারের থালা থেকে
চায় দিতে এক সাংবাদিককে।
অনুশীর্ষকে সম্পূর্ণ-
অপরূপ ফুলটি
কী যে অপরূপ সৃষ্টি! পাপড়ি একটি একটি
সাজানো সারে পরিপাটি। গোলাপের গালভরা হাসিটি
ভুবন-ভোলানো। কী মিষ্টি! আলো করা জমজমাটি
এমন আরও অগুন্তি অগোচরে গুটি গুটি
চেয়ে থাকে ইতিউতি প্রাণ খোলা প্রকৃতি
খনিজে উর্বর মাটি ঢেলে জল দেয় বৃষ্টি
বিধাতার অপূর্ব কৃষ্টি! মন ভালো করা ফুলটি।-
পাহাড় বনের গন্ধ
পাহাড় পাহাড় গন্ধ মাখে
গায়ে গায়ে গাছ, উঁচু উঁচু শাখে।
সেদিনও ছিল মন ছাওয়া বসন্ত
বিস্তৃত প্রকৃতির বুকের পাঁজর পর্যন্ত।
আলো ছায়া নিবু নিবু গোধূলি
সেই জোড়া হাঁসের জলকেলি
নিস্তব্ধ দীঘি জল ছলছলি
ওদের চলা ঘুরে ফিরে অলিগলি।
কৃষ্ণ ছায়া নামে ধীরে
হবু সন্ধ্যার আঁচল ঘিরে।
রয়েছে সবই হুবহু পটে আঁকা
অভাব শুধু তার। বান্ধবী একা
জলের ধারে বসে ঠায় দেখে সব
ওড়ে ছাই পোড়ে দূরে বন্ধুর শব।
পঞ্চাশ ফুট লাফিয়ে ওঠে যে দেহ বোমার আঘাতে
ফের পৃথিবীর অমোঘ টানে ঠাস করে পড়ে মাটিতে।
আপনা আপনি চলে শব দাহ
কাটিয়ে খিদে বাঁচার মোহ।
এ অবধি আসে না সে গন্ধ
ভাগ্যিস ভীত বাতাস বন্ধ।
এখানে শুধুই পাহাড় বনের গন্ধ।
বোঝে না ওরা যুদ্ধ হিংসা ধন্দ।-
অরূপ উদ্ভাস
উল্লাসে মাতাইয়া
বনতল পাশ
কলরবে করিয়া
নৈঃশব্দ নাশ
জলাশয় ছাড়িয়া
চাহিয়া আকাশ
অকস্মাৎ উড়িয়া
যায় জোড়া হাঁস।
আন্দোলিত করিয়া
ঝটিতি বাতাস
চমকিত করিয়া
প্রকৃতি উদাস
অজান্তে তুলিয়া
অরূপ উদ্ভাস
আনন্দে উড়িয়া
যায় দুই হাঁস।-
मायावी है धरती
अभी भी सांझ फैलाने में थोड़ा सा वक्त बाकी है।
धुंधला सा, दर्द से गिला आसमां जो लग रहा है।
घर-घर में जलना शुरू हुआ है बिजली की बत्ती,
आधा अंधेरा, आधा रोशनी से मायावी है धरती।-
Anatomy of my heart
Healing its deep hurt
Blooms flowers in an art
Carrying fragrance in a curt
Made of immense emotions alert
To drench my love staying apart
In warmth embracing me to start.-
With each passing month
With any inhale exhale pair
A better time to take birth
There remains a hang over
Accompanying memories worth
Good memories to nurture
When happiness in dearth
Bad time experience to trigger
In future battle fields on earth.-
हर रोज़ हर पल
तुम्हारा ही ख्याल
बना देते हैं मुझे बेख्याल।
हाय! गुलाबी गुलाल,
वो होंठ, वो गाल,
तुम जो बेमिसाल।
आँखों है कमाल,
मिलाके नज़र, कल
मैं तो अब तक बेहाल।
हर साँस के औलाद
है तुम्हारा याद,
मेरे खूशी के बुनियाद।
ज़िंदगी लग रही है बेहद
प्यारा। ना कोई गम या दर्द,
करके जिंदगी बर्बाद।-
In beautiful April
Watch still
Sunset reel
Agonies to kill
Hits to heal
Passion to drill.-