Sikha Bhattacharjee  
80 Followers · 26 Following

Joined 18 April 2021


Joined 18 April 2021
11 APR 2023 AT 16:27

উজার করে দেওয়া ভালোবাসার তাগিদে,
আকাশের বুকে হাত পাতো?খসে পড়া
তারার বেদনা যে কখনোই বুঝতে পারে না,
সে কি জানে, ভালোবাসার ভাষা ?
নীরবে কান পেতে শোনো, সে শুধু জানে
মহাশূন্যের মানে ।

-


4 APR 2023 AT 16:22

উদাসী বীণার তার ,যেদিন আর সুর তুলবে না,
ঝরে যাওয়া ফুলের পাপড়ি গুলো ,কথা বলবে
না, ঝরে যাওয়া পলাশের ব্যথা অনুভূতির ছোঁয়া
পাবেনা, সেদিন তোমার ক্লান্ত আঁখি পথ পানে চেয়ে, অবসাদ মাখা হৃদয় নীরবে একাকীত্বে
বলবে, সে জানুক না দেখার অসুখ, নিজেকে
নিঃস্ব করে হারিয়ে যাওয়ার ব্যথা, আঁখি পাতে
সাজানো স্বপ্ন গুলো, বসন্ত শেষে কালবৈশাখীর
সাথে , ভাবনা গুলো এলোমেলো হয়ে যাওয়ার কথা ।

-


20 MAR 2023 AT 18:59

বসন্ত বাতাসে ঝরে যাওয়া পাতার বুকে,
বৃষ্টির ছোঁয়াচ, জাগায় কি অনুভূতি ?
অসীম আশায় গড়া স্বপ্নের দেশে,
ব্যর্থতার ব্যথা, শিহরন তোলে কি?
ভুলে যাওয়া জীবনের পথে, যদি
ফিরে যেতে চায় মন, হৃদয় আকাশে
জমে থাকা মেঘ, বৃষ্টি হয়ে আসবে কি?
ভালোবাসার বৃষ্টির ছোঁয়াচ পেয়ে,
হলদে পাতা গুলো, সবুজের রং পাবে কি?

-


14 MAR 2023 AT 16:01

আজ খুব মেঘ করুক, আকাশ যাক ছেয়ে,
ছুটে যাবো সেই শৈশবের আমের মুকুল কুরানো
বেলায় , সহচরীর হাত ধরে বৃষ্টিতে ভিজে,
এদিক থেকে ওদিকে করবো ছুটাছুটি,
মা যদি বকাবকি করেন, বাবাকে গিয়ে বলবো,
দেখোতো বাবা, আমাদের কি দোষ ছিল?
বৃষ্টি তো এমনিতেই নেমে এসেছিল ।
সত্যিই আজ খুব মেঘ করুক, নেমে আসুক
অঝোরে বৃষ্টি, আজ সেই আম করানোর বেলা
নেই, হারিয়ে গেছে সব, মা ও বাবা সেই অজানা
দেশের বাসিন্দা হয়ে, কবেই গেছেন চলে,
নীরবে অশ্রু যতো ঝরে অঝোরে, যাক
চলে যাক সব, আজ আকাশ ভাঙা মেঘের স্রোতে ।

-


13 MAR 2023 AT 19:14

যুগের হাওয়ায় হারিয়ে গেছে,
ঠাকুরমার ঝুলি , তাই হলদে
তারার রূপকথা , বলার কেউ নেই,
ঠাকুরমা রাও ব্যস্ত এখন, সিরিয়াল
আর ওয়াটসএপ এ, ওসব মিথ্যে গল্প কে
শুনে ভাই, কল্পনার আজ নেই যে ঠাই,
সব কিছুরই প্রমাণ চাই, যুক্তি সহকারে,
বড়ো বড়ো গাছের সারি, এখন তো আর নেই,
পাখির ডাকে ঘুম ভাঙবে কেন, সকাল হতে
না হতেই শহরের হৈ চৈ, সবুজ ঘাসের মাঠ
যতো সব, চাপা পড়েছে , আকাশ ছোঁয়া
অট্টালিকার পায়ের নিচে, রূপকথারা সব
চলে গেছে, চুপ কথার দেশে, হারিয়ে গেছে
স্মৃতির কোলে, গল্প শোনার আবেশ ।

-


12 MAR 2023 AT 16:28

অতীত, তুমি সত্যিই কথা বলতে পারো,
অজানিতে কতো হারিয়ে যাওয়া সময়ের
গল্প, চোখের সামনে তুলে ধরো, হৃদয়ের
গভীরে চাপা পড়ে যাওয়া কতো ব্যথা,
কতো শত ক্ষতের দাগ, তুমি নিমেষে
সতেজ করে তুলতে পারো, যে ঝরে যাওয়া
অশ্রুর কথা হয়তো ভুলে গেছি, অথবা মনে
করার ইচ্ছে টুকুও নেই, তাকেও আশ্রয় দিয়ে
রেখেছো তোমার কোলে, সে অতীত থেকে ফিরে
বারবার কেন যে উকি মেরে যায় , বর্তমানের
হিজিবিজি স্বপ্ন লেখা খাতার পাতায় , কখনো
আনন্দে, কখনো বা আতঙ্কে কেঁপে ওঠে ঠোঁট,
ভবিষ্যতের ডালায় না জানি কি আছে সাজানো,
অতীত থেকে ফিরে এসে বর্তমান কে ছুঁয়ে যাওয়া , সেই দমকা বাতাস ভবিষ্যতের কানে
দিয়ে যাবে কি? স্বপ্ন গুলো আগলে রাখার আভাস ।

-


10 MAR 2023 AT 21:07

যখন আমি একাকীত্বে
উদাসী হাওয়ায়, পাখিদের গানে,
সদ্য প্রস্ফুটিত কুসুমের মাঝে,
অথবা হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিতে,
কিংবা হাজারো মানুষের ভিড়ে ,
খুঁজে বেড়াই আমার আমিকে,
তখন তুমি, আকাশ হয়ে এসো,
তোমার বিশাল উদার বুকে, মুখ গুঁজে
আবার একবার না হয় , হারিয়ে যাবো,
তোমার হাতে হাত রেখে, বসন্তের সেই
প্রথম দিনটিতে, আবেগ আবেশে
অসীম ভালোবাসার দেশে ।

-


22 FEB 2023 AT 21:22

স্মৃতির ঘরে যখনই একা বসি,
আমি শুধু তোমার কথা বলি,
তোমাকেই খুঁজে বেড়াই,
আমার চারপাশে, সেই আকাশ,
সেই ভোরের আলো, সেই পাখিদের গান,
সব কিছু একই আছে, তবুও যেন শূন্যতা
হাত ছানি দিয়ে ডাকে, অতল সাগরে ,
শুধু তুমি পাশে নেই বলে।
মনে মনে কতোবার তোমায় ডাকি,
মা, কোথায় আছো তুমি?
নীরবতা তেমনি মুখ চেপে ধরে,
উদাস হৃদয় শুধু কেঁদে উঠে,
সবার আড়ালে অন্তরে অশ্রু ঝরে ।

-


22 FEB 2023 AT 21:01

বিদেশী ভাষার আতিশয্যে ক্ষীণ আজ মাতৃভাষা ।

-


10 FEB 2023 AT 18:37

আমার জন্য কিছু থাক বা না থাক,
ভোরের আলোই, সকালের মিস্টি রোদে,
ভর দুপুরের উষ্ণতায়, কিংবা বিকেলের
ক্লান্ত বেলায়, অস্তমিত সূর্যের শান্ত আভায়,
অথবা স্মৃতি মাখা সন্ধ্যায়, ভালোবাসা
যেন পথ চেয়ে থাকে, শুধু তোমার জন্য ।

-


Fetching Sikha Bhattacharjee Quotes