1 JAN 2019 AT 15:55

সুখে থেকো

সুখে থেকো তুমি
শীতের প্রভাতের ঘাসের উপর শিশির বিন্দুর মতো।
সুখে থেকো তুমি
পৃথিবীর বুকে চাঁদের আলোর মতো।
সুখে থেকো তুমি
বাতাসের ঠান্ডা হওয়ার মতো।
সুখে থেকো তুমি
প্রকৃতির চারিদিকের পাখিদের কলরবের মতো।
সুখে থেকো তুমি
কবিতার ছন্দে ছন্দে মিলনের মতো।

- S.Chakraborty.