কবিতা:- ভুলে যেও আমাকে
মানুষের দেহের মাথা বিনা কল্পনা করা যায় না,
তেমনি ধৈর্য্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব না।
তুমি যে আমায় কষ্ট দিয়েছো,তার জন্য চোখের জল ফেলবো না,
তাঁর জন্য তোমায় ধন্যবাদ দিলাম,
তোমায় চিনতে পারার জন্যে,
তোমার কাছ থেকে অনেক বেশি জানতে পেরেছি,
তোমার জন্যে আমি নিজেকে কাজে ব্যাস্ত থাকতে শিখেছি,
তোমার থেকে বেশি আশা করেছি,
তাই তো হেরেছি।
অতিরিক্ত প্রত্যাশা সব সময় হতাশায় পরিণত হয়,
তাই তো তোমার কাছ থেকে এই পুরস্কার পেয়েছি।
যতোই তুমি আঘাত করো,আমার আত্মবিশ্বাস তোমার ক্ষমতার বাইরে,
কারণ আত্মবিশ্বাস না থাকলে সাধ্যের কাজগুলো অসম্ভব হয়।
তুমি যে মনের বোঝাগুলো দিয়েছো,
আমি চাই না সেগুলো হালকা হয়ে যাক্,
আমি চাই শরীর যেন সেই বোঝা নিয়ে চিরকাল চলতে পারে।
আমি জানি আকাশ ছুঁতে পারবো না,
তাই কি স্বপ্ন দেখা অপরাধ?
যদি আকাশ ছোঁয়ার ভয়ে আকাশের দিকে তাকাবো না,
তবে তো স্বপ্নই দেখা ভুলে যাবো।
আমি তোমার মিথ্যে ভালোবাসায় ব্যর্থ হয়েছি,
তবুও ঘুরে দাঁড়িয়েছি,
আমি তোমার অভিনয়ে দুঃখ পেয়েছি
তবুও সামলে নিয়েছি,
আমি তোমায় ভালোবেসে ভুল
করেছি,তাই শিক্ষা পেয়েছি
আমি অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে আছি।
আমি নিখুঁত নই,আমি একজন মানুষ তাই
আমার যা আছে তাই নিয়ে আমি খুশি,
তাই তুমি ভুলে যেও আমাকে,
কী আমার নাম,কে ছিলাম...
-
৩৪২
মনের দরজা বন্ধ
তোমার দেখানো স্বপ্নগুলো অন্ধ
স্মৃতিগুলো স্তব্ধ-
খেলা
খেলা খেলা জীবনটাই যে খেলা,
খেলা দিয়ে শুরু খেলতে খেলতে হয় যে শেষ,
সে ভালোবাসা করলো শুরু,
আমি তাই খুঁজে পেয়েছিলাম আলো,
হঠাৎ করে দিল আলো নিভিয়ে,
আসলে তো তাঁর আগে,পরে সবটাই যে ছিল খেলা,
আমার অবুঝ মন বুঝতে পারি নি কিছুই,
তাই খুঁজে বেড়িয়েছে মিছে,
আসল সাথী খুঁজে পাওয়া যায় না,
সবই খেলার সাথী।
সাথী হারা কাটে যে বেলা একা একা,
নেই যে সাথী।
খেলার মাঝে সবই যে গেল হারিয়ে,
জীবনটাই যে ফাঁকি।
-
যোগাযোগ
দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়,
তোমার সাথে যোগাযোগ থাকাতে আমার মনে শান্তি ছিল,
কিন্তু তোমার দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়,
মনে হয়েছিল তুমিই আমার পাশে থাকবে চিরকাল,
তোমায় কোন দিন আঘাত করতে চাই নি,
তোমায় কোন দিন অসন্মান করতে চাই নি,
আমি জানি তোমার কাছে কিছু চাওয়ার কথা নয়,
যেটুকু চাইতাম সেটুকু তুমিই আমায় অধিকার দিয়েছিলে,
তথাপি তোমার দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়।
কোনোদিন তোমায় বিপদে ফেলি নি
বরঞ্চ তোমার বিপদে পাশে থাকার চেষ্টা করেছি,
সব সময় চেয়েছি তোমার জীবনটা সুন্দরভাবে কাটুক।
তবুও তোমার দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়,
সারাজীবনটা আমি হিসাব ছাড়া চলেছি,
আজ আর কিছুই আমার ভালো লাগে না।
আমার এই একাকীত্বের জীবনটা
সংসারের বন্ধন থেকে মুক্ত করে ভেবেছিলাম
তোমার বন্ধুত্বে বাকি জীবনটা কাটিয়ে দেবো,
তবুও তোমার দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়,
তোমার বন্ধুত্বের বদলে দিন দিন নিঃসঙ্গ হয়ে গেছি।
আর কতো যন্ত্রণা,অপমান,কষ্টকর জীবন বয়ে বেড়াবো।
আমার আর কিছুই ভালো লাগে না,
তোমার দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়।
-
কথা
কতো যে রাত্রি পেরিয়ে গেল,তোমার সাথে কথা হয় না
কিন্তু আমার এমন কোনো রাত্রি যাইনি যে তোমার কথা ভাবিনি,
ভাবিনি তোমার সাথে কথা না বলে রাত্রি কেটে যাবে,
আমার অন্তরটা পুড়ে ছারখার হয়ে যায়,
তবুও ভাবি যায় যাক,তুমি তো ভালো থাকবে,
তোমায় কথা দিলাম তোমার কল্পনাতে আমি আসবো,
কথা দিলাম সেদিন তুমি আমায় আর পাবে না।
কতো কথা জমে আছে মনের মাঝে,
যেন গাছের ঝরে যাওয়ার পাতাগুলোর মতো
কথাগুলো হারিয়ে গেল।
আজ আমাদের কথাগুলো মেঘের মাঝে হারিয়ে গেল।
-
একা
তোমার হাসিতে আমি হাসতাম,
তোমার সাথে গল্পতে আমার সারাটা দিন কাটাতাম,
তোমার কথাতে আমার সকাল শুরু হতো,
তোমার কথাতেই রাত্রিতে ঘুম আসতো,
তুমি যখন কথা বলতে আমি হারিয়ে যেতাম,
মনে হতো তুমিই একমাত্র আমাকে বুঝতে,
আজও তোমার স্মৃতিগুলো আমায় কাঁদায় অনবরত,
আজ রাতটা কাটাই একা একা,
আর ভাবি সবই ছিল মিথ্যে কথা,
আর ভোর হয় মনের যন্ত্রণা ভরা ব্যথা নিয়ে,
সারাদিনই আমার কাটে একা একা।
-
মন ও শরীর
দুটো সমন্বয়ে মানুষ,সেটি হলো মন এবং শরীর।
মনকে আমরা দেখতে পাই না,ধরতে,ছুঁতেও পাই না,
কিন্তু শরীর দেখা যায়,ধরা ও ছোঁয়াও যায়।
মন বাস করে শরীরের ভিতর,
মন হলো মানুষের সুখ,দুঃখ,কস্ট,আবেগ,
অনুভূতি,আনন্দ,বেদনা,রাগ,হিংসা,ঘৃণা,স্নেহ,
মায়ামমতা,ভয়-ভীতি,ভালোবাসা ইত্যাদি,
এইগুলির প্রকাশ ঘটায় শরীর,
সেই রকম মন ছাড়াও শরীরও অচল।
যেমন ভালোবাসায় পড়লে,মানুষের মন ও শরীর
ভালো থাকে ফলে স্মৃতিশক্তির উন্নতি হয়,
কারোর আবার ভালোবাসার মানুষের সঙ্গে
কথা বলতে গেলে মনের চঞ্চলতা বেড়ে যায়,
আবার যারা ভালোবাসতে জানে না,
তাদের মধ্যে রাগের উৎপত্তি হয়,
যা শরীরের পক্ষে খারাপ হয়।
ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক হয়ে যায়,
আর যারা ভালোবাসা পায় না,তাঁরা একাকিত্বে ভোগে,
তাই নাকি তাদের অকালে মৃত্যুবরণ বেশি দেখা যায়,
আর যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে,তাঁদের নাকি
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়,
ভালোবাসার ক্ষেত্রে দুশ্চিন্তা দূর হয়ে যায়,
আয়ু বৃদ্ধি পায়,
মানসিক শান্তি বেড়ে যায়,হতাশা দূর হয়।
আর যারা ভালোবাসার কথা বলে বা লেখে তাদের রোগমুক্ত হয়,
তাই আর দেরি কেন? মনে করবেন না,
যে প্রেমই একমাত্র ভালোবাসা,এছাড়াও ভালোবাসা আছে,
নিজের পরিবারকে ভালোবাসুন,পরিচিত লোকদের ভালোবাসুন,
সবাইকে ভালোবাসুন আর মন ও শরীর সুস্থ রাখুন।
-
প্রেমিক
তুমিই হলে আমার একমাত্র প্রেমিক,
আমার যতো কবিতা সব তোমার কেন্দ্রিক।
তোমার অন্তরের ভালোবাসায় আমি হবো সমুদ্রের ঢেউ,
প্রেমিক,আমি তোমাকে ভালোবেসে ফিরে আসবো বার বার,
তোমার মনে প্রদীপ হবো জ্বলবে সন্ধ্যের তাঁরা,
দিলাম তোমায় মনটা উজাড় করে,রেখো তুমি যত্ন করে,
আমি যে তোমায় ভালোবেসে,হৃদয়ে প্রেমের ছবি এঁকে রেখেছি,
আমার সব স্বপ্ন গুলোতে আশা সাজিয়ে রেখেছি।
সত্যিই কি তুমি চাও,আমার ভালোবাসা ফিরিয়ে দিতে?
তুমিই তো আমার একমাত্র প্রেমিক।
-
তুমি
তুমি হলে গল্পের শুরু,তুমিই আবার গল্পের শেষ।
মধ্যিখানে রয়েছে শুধু নিস্তব্ধতা আর
আমদের অবুঝ পাগলামোর দৃষ্টান্ত।
তুমি মিস্টি কথায় করেছিলে আমায় পাগল,
তাই গগনের মাঝে তোমায় নিয়ে মন হারিয়ে যেতে চেয়েছিল,
তুমি আছো আমার কল্পনায়,আমার স্বপ্নে,
নিঝুম রাতে জেগে থাকি তোমারিই জন্যে,আর
মনের মাঝে তোমার ছবি আঁকি।
তুমি আমার নীল আকাশ,
তুমি আমার বৃস্টিতে ভেজা শিউলি ফুল,
তুমি আমার দূরান্ত বাতাসের বেগে ছুটে আসা কূল।
তুমি আমার আকাশের ধ্রুবতারা,তুমিই আমার পৃথিবী।
তুমিই আমার হাজার যন্ত্রণার মায়াবিনী রাত,
তোমার ইচ্ছা মতো আমায় তুমি কাঁদিয়ে যাও,
আবার তোমার ইচ্ছা মতো তুমি আমায় হাসাও,
তোমার ইচ্ছে মতো কাছে আসো,আবার
ইচ্ছে মতো দূরে সরে যাও।
তোমাকে ভালোবাসা সীমাহীন,
তোমায় নিয়ে আমার ভাবনার সাগর।
তোমার ইচ্ছা মতো অনেক হলো,এবার
আমার ইচ্ছা মতো আমাকে ভালোবাসতে দাও,
আমার ভালোবাসার মাঝে যেন
একটিই শব্দ থাকে শুধু তুমি তুমি তুমি।
-