কবিতা:-নিঃসঙ্গতা
জীবন টাই নিঃসঙ্গতায় বেশ কেটে যাচ্ছিল মানিয়ে
সবাইকে খুশিতে রাখাই
আমার খুশি নিজের সব কষ্টকে
লুকিয়ে রেখে সবার সাথে
আনন্দে দিন কাটাতাম।
হঠাৎ তুমি এলে আমার জীবনে
এক নুতন সঙ্গ হয়ে প্রতি মুহুর্তের,
কিন্তু বেশি দিনের জন্যে না,
তাই আমি আবার নিঃসঙ্গ রইলাম।
- S.Chakraborty.
6 OCT 2018 AT 13:25