11 APR 2019 AT 13:40

ডানা
পাখির মতো যদি থাকতো আমার দুটি ডানা,
যখন তখন উড়ে যেতাম তোমার কাছেতে,
তোমার মাথায় কাঁচা পাকা চুলের উপর
বসতাম মেলে দিয়ে ডানা।
তুমি তখন ভালোবাসার হাতে ছুঁয়ে আমায় দিতে,
আমার মনটা ভালোবাসা পেয়ে শীতল হতো তখন,
আমাদের মনের কথা হতো নয়নে নয়ন মেলে,
তুমি যখন পথে হেঁটে যেতে,আমি থাকতাম পাশে পাশে,
ক্লান্ত হয়ে যখন তুমি ঘুমাতে, তোমায় দেখতাম চেয়ে,
তুমি যখন চিন্তায় মগ্ন,তখন আমি হতাম তোমার সাথী।
এখন আমি তোমায় ছাড়া মুক্ত আকাশের পাখি,
শত আঘাত বুকে চেপে, মুখে থাকে হাসি,
একাই উড়তে চাই দূর আকাশে,দেবো না আর দেখা,
ফিরবো না আর কোনো দিন,
তোমায় নিয়ে ছিল আমার মনে কিছু স্বপ্ন,
আজ সেই স্বপ্ন ছড়িয়ে দেবো মুক্ত আকাশে।
পাখির মতো যদি থাকতো আমার দুটি ডানা,
যখন তখন উড়ে যেতাম তোমার কাছেতে।

- S.Chakraborty.