যেকোনো সম্পর্ক মানিয়ে নিতে পারলে সুন্দর হয়ে ওঠে।
তবে খেয়াল রাখতে হবে মানিয়ে নেওয়া কিংবা সমঝোতা করার বিষয়টা যেনো একপাক্ষিক না হয়,
একপাক্ষিক হলে সেটা আর ব্যবহারিক অর্থে সমঝোতা থাকে না, সেটা তখন বলিদান হয়ে যায়।
একপাক্ষিক ত্যাগের মন মানসিকতা দিয়ে সম্পর্ক টিকানো যায় না কখনো।
যখনই ত্যাগ করা কোনো কারণে বন্ধ হবে বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কটাও বন্ধ হয়ে যায় তখন।
কারণ অপর পাশের মানুষটা তখন ধরেই নেয় অন্য মানুষটা কেবল ত্যাগই করে যাবে।
কিন্তু সমঝোতা হলো ভিন্ন, দ্বিপাক্ষিক বিষয়।
এখানে দু'জনই দুজনের ভালোর জন্য কিছু বিষয়ে একমত হয়ে
বৃত্তের কেন্দ্রের মতো এক বিন্দুতে এসে থামবে।
আর সেই বিন্দুটির নাম হলো ভালোবাসার বন্ধন।-
যেই মানুষটির সাথে আমাদের ভাগ্য মেলেনা,
সেই মানুষটির সাথে আমাদের মন মিলে যায় কি করে?-
| একদিন যে আমাকে ভালবাসার গুরুত্ব শিখিয়েছিলো |
|| বর্তমানে সেই যে আমার জীবনে অতীত হয়ে গেলো ||-
বিচ্ছেদ কখনো দুজন মানুষের সম্মতিতে হয়না।
একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়
আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়।-
|| গীতা সারাংশ ||
যা হয়েছে তা ভালোই হয়েছে,
যা হচ্ছে , তা ভালই হচ্ছে ।
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে — যে তুমি কাঁদছো ?
তুমি কি নিয়ে এসেছিলে — যা তুমি হারিয়েছ ?
তুমি কি সৃষ্টি করেছ — যা নষ্ট হয়ে গেছে ?
তুমি যা নিয়েছ , এখান থেকেই নিয়েছ ।
যা দিয়েছ , এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্য কারো ছিল ,
পরশু সেটা অন্য কারো হয়ে যাবে ।
পরিবর্তনই সংসারের নিয়ম ।-
সময় বদলে যায় জীবনের সাথে,
জীবন বদলে যায় সম্পর্কের সাথে।
সম্পর্ক কিছু বদলায় আপনজনদের সাথে,
শুধু কিছু আপনজন বদলায় সময়ের সাথে।-
Beauty isn't about having A pretty face.
It's about having A pretty mind,
A pretty heart & A pretty soul.-
আমি হলাম ছন্নছাড়া, বদমেজাজি নিজেও তা মানি,
তুমি আগলে রেখো প্রিয় আমিও ভালোবাসতে জানি।-
Ish Duniya Mein Sabse Mushkil Kaam
Aapne Aap Ko Khush Rakhna Hai
Isliye Khushi Ka Jo Mouka Mile
Ushe Jaane Diya Maat Karo
Jo Mohabbat Deta Hai
Ushe kabul Koro
Aur Jo Mohabbat Nahi Dena Chahata Hai
Ushki Parwah Maat Karo
-