Shubhradeep Paul   (ছন্নছাড়া)
15 Followers · 9 Following

হে বন্ধু বিদায়
Joined 28 June 2017


হে বন্ধু বিদায়
Joined 28 June 2017
2 JUN 2019 AT 0:36

যারা শব্দ দিয়ে মনের ঘরে ঢোকে
তাদের চিরকালের একটা অভিশাপ
তারা শব্দ নিয়েই একলা হাতে ফেরে
ফেরার পথে হাতটা ধরে,একটা নিম্নচাপ....

-


31 MAY 2019 AT 23:20

যে ছেলেটার বুকের মধ্যে আস্ত পাহাড়
যে ছেলেটা ভীষণ রকম অগোছালো
সেই ছেলেটা হাঁপিয়ে ওঠে কর্পোরেটে
সেই ছেলেটা রুকস্যাকেতেই মানায় ভালো

-


30 MAY 2019 AT 1:51

তুমি বুঝবে না আমি কতটা মরে গেছি অন্তরের অন্তরে

-


24 MAY 2019 AT 19:38

যেই ক্যামেরা দিচ্ছ খালি পোজ,
ছদ্মবেশে ঘুরছি আমি রোজ।

-


21 MAY 2019 AT 22:54

1. ঝাপসা চোখে শহর
2. নিকোটিন পোড়া হৃদয়
3. ডায়রির পাতা
4. চার দেয়ালের অন্ধকার
5. অন্তহীন অপেক্ষা
6. হে বন্ধু বিদায়

-


21 MAY 2019 AT 22:43

ভালোবাসা ভালো থেকো ।
ভালোবাসার কাছে ।।

-


21 MAY 2019 AT 22:00

যে শহরে রাত নামেনা
ঘুম আসেনা চোখের পাতায়,
সেই শহরে যেমনই থাকি
আমার আমিকে একাকী মানায় ।
😊😊

-


21 MAY 2019 AT 3:27

আমার সাথে তোমার কথা নেই জানি
তবু তোমার সাথে আমার কথা আছে
তোমার পাশে আমার ছায়া নেই জানি
তবু আমার ছায়া তোমার ধরে কাছে
আমার প্রতি তোমার টান নেই জানি
তাই আমার ঘরে তোমার টানাটানি

-


18 MAY 2019 AT 4:15

তোর আরচোখেতে ফাঁদ
আমি জড়াই অকারণ,
তোর ওই এক চিলতা হাসি
আমার বুকে বিষ্ফরন

-


11 MAY 2019 AT 5:40

অনুভবে তোমারই যে পাই
তুমি আছো আমি আছি তাই

-


Fetching Shubhradeep Paul Quotes