উড়িছে ঝাঁটা, সঙ্গে প্যাঁচা
দেওয়াল ভেদিয়া যায়।
মারিছে ড্রাগন, পুষিছে গ্রিফিন
সাপের শিষ শোনায়!
মরিছে মাতা, হারিছে পিতা
কপাল দুখিছে হায়।
মৃত্যুর পিছু নিয়েছে বালক,
দুই বন্ধু দিয়েছে সায়!-
এই বরফপাত, এই কঠিন রাত
তোমার পুরোনো অজুহাত
এই আলোর নিচে কাঁপতে থাকা
ছায়ার শিকড় ছিঁড়তে চাই
এই উল্কাপাত, এই বিশ্রী রাত
আচমকা এই গোপন আঁতাত
সব ধ্বংস হওয়ার আগেই আমি
তোমার চোখে ভিজতে চাই
-
কাকে ভালোবেসে গুনেছো টুকরোগুলো ।
কাকে ভালোবেসে জমিয়েছো কঙ্কাল ।
প্রশ্ন করো না প্রিয় ।
বরং দুঃখ দিও ।
বাকি যা মাটি, ডুবে গেছে গতকাল ।-
আজও তুমি একই ভাবে মনে করো আমি অপরাধী
বিশ্বাস করো আমি নিজের থেকেও , তোমাকে বেশি ভালোবাসি !!-
আঙুলের ফাঁকে নাই বা পেলে
তিলের মুদ্রণস্থানের মাঝে
আমায় খুঁজে পাবে-
কিছু বিশাল কালো রাত,
আমি মেঝেতেই কুপোকাৎ-
হয়ে পাখার মতো চক্রাকারে ঘুরি।
তোর কাপড় মেলার দিন,
হয়ে শূন্য এ রেলিং-
আমি পাথর হয়ে যাই পুরোপুরি!
-
হাওয়ার কাছে হাত পেতেছি
মুঠোয় যা পাব
ফুরিয়ে যাওয়ার আগে তোমায়
ভরিয়ে দিয়ে যাব....-
"হাসলে পরে রসিক সবাই হয় কি?
কান্না এলেই কাঁদতে পারা যায় কি?
হাসির নিচে কান্না
অনেক হলো আর না,
মন খুলে হেসেই যাবো তাই।"-