শুভ্রাংশু গুপ্তা   (শুভ্রাংশু গুপ্ত)
235 Followers · 28 Following

যা কিছু লিখি, তা কি লিখতে চাই . . .....
Joined 24 November 2018


যা কিছু লিখি, তা কি লিখতে চাই . . .....
Joined 24 November 2018

যেখানে সেখানে উপস্থিতি,
আগচড়ে নিজেকে ভুলে যাই।
সানিধ্যে শ'দেড়েক রীতিনীতি,
শরীর ভুলে মন খুঁজে বেড়াই।

বেয়াদবি! মধ্যের অন্যতম দিগ,
দুষ্কর কিছু পাওয়ার আশায়।
আপাতত ছুঁয়ে থাকি অশরীরী ,
রক্ত মাংস জীবনের স্পর্ধায়।

ফেরার গল্পে নৈতিক ছোটে সার্কাসে
ব্যারিকেট রুখে দেয় ফোন কল ―
আভিজাত্য প্রেমের একাকী উপন্যাসে
সাজানো নায়ক কতদিন প্লিজ বল।।

সেখানে যখন আপনা আপনি .,
সজরে বুকের পাঁজর রোপন।
যেখানে তাগিদে অঞ্জলি আসেনি,
সেখানে সফর রিক্ত প্রিয়জন।

-



যত বেশি 'উদগ্রীব হবো ভাবি ....
মানুষ তত উপেক্ষা' তে টেনে আনে।।

-



প্রহসন .

লাশ গুলিতে বার চারেক জল ছিটিয়ে ধুপ জ্বালালো ধর্ম,

সম্প্রদায় পান চিবোতে চিবোতে মাথা গুনে সই দিলো।

-



তিনতলা পেরিয়ে প্রতারক ধুয়ো ঘর
চিমিনির ফাঁকে সিম্পেথির বাসা।

মন্ত্র সিদ্ধ অভিরূপে ডানা মেলা জ্বর
মেটাফরিজ মানুষ ফেলে আসা।

মুখ মিষ্টি সামগ্রী উপসৃষ্টিতে বেদুইন,
নানা উপন্যাস সত্যির সরপোষে।

বুড়ো দৃষ্টি শ্রাবণ ভুয়ো কেচ্ছাতে বৃষ্টিহীন,
গুলদস্তা বিলোয় শালা রোদ্র ছুটে এলে।


-



মানুষ বানানোর ফ্যাক্টরিতে মুখ বুঝে গড়েছি।
জিভ কেটে দিয়েছে খাবার চেতেই।

পৃথিবীর দায়বদ্ধতা চুকিয়ে ফের জড়িয়ে পড়েছি।
বিষ খেয়ে প্লিজ জুড়েছি, ― বাঁচাতে।

-



🍁

আগের শীতে নিজে হাতে রেঁধে তুমি চালের পায়েস খাইয়ে ছিলে,
এ বছর বুড়ি পাগলার হাটে চালের পায়েস খাওয়ালো এক বৃদ্ধা বিক্রেতা।

৭০ টাকা খরচ করে তোমায় ভুলতে গিয়ে, হৃদয়ের আরেক অংশ এই বৃদ্ধা নিয়ে নিলো।

-



অদ্ভুত:

ঘুনে খায় দ্বিমত প্রেম, যমদূত ফক্কা ডাকে মাজেসাঝে ------
ফনিমনসার দিব্যি! তোমায় ভালোবাসি বড্ড বাজে।

-



🍂

তুমি হৃদয় থেকে আরো বেশ মজবুত হৃদয়ে এলে,
থাকলে। তারপর: চলেও গেলে।
আমি উন্মাদ, চোখ ধাঁধিয়ে কিছু বুঝে উঠেতে উঠতেই . ..... .

-



🍂

দুর্বিষহ তোমায় ভোলা আফরিন, ভুলেছি যতবারই ―
প্রতিক্রিয়ায় নজর বুলাও, খুঁজেছি ততবারই।।

-



🍂 ...


ধুর ছাই, মিছে সব দৃষ্টিভঙ্গি,
হুড খোলা ঠেকে মন ল্যাংটো হয়ে বসে।

জোর চাই যেই বুঝরুকি কান্ডে,
পথ ভোলা রাম― যদু খোঁজে সাদা পৃষ্টাতে।


-


Fetching শুভ্রাংশু গুপ্তা Quotes