শুভ্রাংশু গুপ্তা   (শুভ্রাংশু গুপ্ত)
233 Followers · 28 Following

যা কিছু লিখি, তাই কি লিখতে চাই......
Joined 24 November 2018


যা কিছু লিখি, তাই কি লিখতে চাই......
Joined 24 November 2018

মা আর চা দুইয় তৃপ্তির

-



চাঁদ দেখে চোখ চাইলো তোমায় ..
আশকারা বোঝে মেঘে।

ফড়িং জানে প্রেমের ঘাত ..
সাড়েনা বোরোলীনে।

-



যা সব কিছু ধরতে গেলেই পালিয়ে পালিয়ে যায়,
তাদের দলেই ফেলনা এবার আমিও হারিয়ে যাই

সঙ্গ যেসব স্বাধীন ছিলো সেসব উচ্ছাসেতেই থাক.
দেখনা শেষে, কাছটি ঘেঁষে, ফুরিয়েছে নামডাক।

-



তোমার প্রতি মন আলাদিন ,
তুমি জিন হবে দু চোখের ?

-



সার্কেল ...

ছুটোছুটি রাত ঘুম,
কিশলয় বেডরুম,
ঠোঁটে ঠোঁটে কত কারচুপি !

ফুলে ফুলে ঘ্রাণ,
মধু মেশানো স্নান,
পীড়িতের রস কে কত খাবি।

চুমু পেলে মশগুল,
চোখে চোখ রংফুল।
সমমানে বুকে মাথা যৌবন,

পরিচিত পথভুল,
হাতে হাতে, হাত ভুল ..
পিঁড়িতে চাপলো কয় জন।

-



শালীনতা, ফাঁকি দেয় বয়স দেখে ..
সাধনা, লেপ্টে থাকে চায়ের ঠেকে ।

গান, মাদকতা, আর আমি ....
ক্রমশ দূরে যাই মানুষের থেকে ।

-



ঠিক থেকে ভুলে বুজা দুকূল,
ভুলের দন্ড এতটা ..
ঠিক বললেই বেশিরভাগ ভুল,
ঠিকের দন্ড কতটা ?

-



সব দাঁড়িপাল্লা বাড়ি ফিরিয়ে দিলি,
অন্তত আমায় ওজন হতে দে লক্ষীটি ?.

-



একটা কবিতার চাষ,
একটা কবির অন্ন।

-



আস্ত একটা কবর, সারাদিন তাতে শুয়ে,
আষাঢ়েই গিয়েছিল শালা জীবন টা ধুয়ে।

-


Fetching শুভ্রাংশু গুপ্তা Quotes