Shubho Gabbar Sårkâr   (Gabbar)
14 Followers · 5 Following

মন আর লেখক দুজনের পার্থক্যটা প্রায় নেই বললেই চলে। ভাব প্রকাশের রাস্তা তো এটাই ।
Joined 6 April 2019


মন আর লেখক দুজনের পার্থক্যটা প্রায় নেই বললেই চলে। ভাব প্রকাশের রাস্তা তো এটাই ।
Joined 6 April 2019
8 MAR 2022 AT 13:17

She is not an Ordi-নারী ...
Every Women are exceptional

-


1 JAN 2022 AT 0:44

দেখতে দেখতে আরও একটা নতুন বছর ,
শত অভিমান ,
শত অভিযান ।
শত ভালোবাসা ,
শত আশা ।
কিছু ইচ্ছে ,
কিছু অনিচ্ছা ।
কিছু নিয়মিত ,
কিছু বিনীত ।
১২ টা গল্প ,
৩৬৫ টা অজানা চরিত্র ।
ভালো থেকো ।

ইতি

-


14 DEC 2021 AT 2:35

শহরে এখনো কান পাতলে ,
শীতঘুমের গল্প শোনা যায় ।
বারান্দায় কাটাকুটি খেলে ছায়ারা ,
কিছু কথা এখনো ধরা ছোঁয়ার বাইরে।
একলা ঘরে জেগে থাকে ,
এখনো দুই চোখ ভরা স্বাধীনতা।

-


8 SEP 2021 AT 23:00

জানা হয়তো অতোটা সহজ নয় ,
অভ্যাসে অভ্যস্ত হওয়াটা আর কি মানায় ?
বুঝিয়ে দিলেই হয়তো সব মিটে যেতো ,
বোঝাবুঝির সময় কি সত্যি ছিলো ?


ইতি

-


5 JUL 2021 AT 16:34

হাতে ছুরি ,
মুখে হাসি ।
বন্ধু আমি ,
পাশে আছি ।
সত্যি কথা ,
বলতে ভয় ।
গোষ্ঠী বানালে ,
সম্পর্কে চির খায় ।


ইতি

-


21 JUN 2021 AT 19:11

গান কারোর কাছে বাঁচার আশা ,
গান কারোর কাছে মন খারাপের ঠিকানা ।
মানুষ বিশেষে গান ভাগ হয়েই থাকে ।
কিন্তু মজার বিষয় হলো গানের কোনো ভাগ হয় না ।
গানের ধর্ম হয় না ।
গানের কোনো জাত হয় না ।
হয়তো গানই পারে এক সুতোয় বাঁধতে ।
সুতরাং গানের কোনো অথবা হয় না ।
তাহলে গান ভালোবেসে গান....

আর গানের থেকে শ্রেষ্ঠ আসন হয় কি ?

ইতি

-


20 JUN 2021 AT 14:24

- ১০০টা টাকা দাও তো লাগবে ,
- কেনো কি হবে টাকা নিয়ে ?
- দাও না লাগবে ।
- টাকা তো গাছে ওগে ।
- কামাতে হয় না তো কি করে বুঝবি ।

এতো কথা বলার পরেও যে মানুষটা টাকাটা দিয়ে দেয়।
সংসারের টানাটানিটা যে মানুষটা টের পেতে দেয় না ,
আজ সেই মানুষটার দিন।

পাশে থেকো।

ইতি

-


14 JUN 2021 AT 20:06

কি মনে হয় সময় বাড়ার সাথে সাথে সব সমস্যা গুলোর পরিমাণ কমে যাচ্ছে ,
আসলে সেই সব সমস্যা সহ্য করার সেই
সহ্যশক্তিটা বেড়ে গেছে ।
এখন মুখ বুঝে সমালোচনা শুনতে গায়ে লাগে না ।
কারণ

" Kuch to log khenge ,
Logo ka kam hay kahena..... "

ইতি

-


2 JUN 2021 AT 6:06

আজ দেখলাম ভোর নামছে জানলার গা বেয়ে ,
তখন অন্ধকারের টাটা বলাটার জন্য অপেক্ষায় ছিলাম।
তার নামার ব্যাপারটা ঠিক তখনই টের পেলাম ,
যখন সে চুপ করে এসে পাখির ডাকের কলিং বেলটি টিপে ,
তার আসার জানান দেয়।
এতটা শান্ত ভোর ঠিক যেন
আগে কখনও দেখিনি ?

ইতি

-


30 MAY 2021 AT 10:38

ঋতু পাল্টায় না ,
সময় পরিবর্তন হয় ।
কদর আর ভালোবাসার মধ্যে তফাৎ বলতে কিঞ্চিৎ মাত্র ,
ভালোবাসতে তো সবাই পারে ,
কিন্তু কদর করতে কজনই বা পারে ?

ইতি

-


Fetching Shubho Gabbar Sårkâr Quotes