ভালোবেসে তুমি জানো না ,
তোমার বুকে মাথা রাখলে
মানসিক যন্ত্রণা কতোটা
কমে যায় ?
পৃথিবীর সব শক্তি হেরে যায়
তোমার শীতল ছোঁয়ায় ।-
প্রিয়
তোমার কাছে আমাকে রাখতে
পারলে না বলেই ,
জীবনের স্বাদ আমি আর এই
জন্মে পেলাম না ...
যদি ভাগ্যে থাকে দেখা হবে
পরের জন্মে তোমার সাথে ।
-
ইচ্ছে ছিলো ,
তোমার সাথে থেকে একটু
একটু করে আমি বুড়ো হবো !
চামড়ার ভাঁজে তোমার ছোঁয়ার
গন্ধ থাকবে ...
থাকবে হাজার স্বপ্নের মায়া ।-
আকাশটা যতো বড়ো ,
ঠিক ততোটাই তোমাকে
ভালোবেসে আগলে রাখতে
ইচ্ছে হয় আমার ।-
ইচ্ছে ছিলো ,
তোমার সাথে থেকে একটু
একটু করে আমি বুড়ো হবো !
সেই জড়ানো চামড়ায় লুকিয়ে
থাকবে ভালোবাসার আস্তরণ ,
তোমার আমার হাজার স্বপ্নের
যত্নে কাছে পাবো তোমাকে ।-
তুমি আমার ভাগ্যে নাই ,
তবুও তোমার নামটা
আমার কপালে লিখে
রাখি ...
এতোটাই তোমার প্রতি
ভালোবাসায় আসক্ত আমি ।
-
তুমি জানো না ,
কেনো তোমাকে ছাড়া
নিজেকে ভালোবাসি না,
কেনো তোমাকে ছাড়া
আমি ভালো থাকতে পারিনা ।-
আমি তোমার কাছেই
ভালোবাসা খুঁজে পাই ,
মনের চোখ দিয়ে যদি
তুমি আমায় দেখতে ,
তাহলে বুঝতে আমি
কতোটা অসহায় ।-
অভাবটা শুধু তুমি ,
তোমার যত্ন ছাড়া আমি
বুঝেছি মনের ব্যাথা !
হাজার উষ্ণতায় শরীরের
জ্বালা যন্ত্রণা ...
বুকের কাছে করেছে বাসা ।-
যে সত্যি করে ভালোবাসে
সে কোনদিন অপমান আর
লজ্জা কথা ভাবে না ...
সে ভাববে কিভাবে তার
সাথে সারাজীবন একসাথে
থাকা যায় ।-