কি কয় কি হবে
-
রাত্রি যাপনের উদ্দেশ্যে রওয়ানা হলাম মনের অচিন পথে যতোই এগিয়ে যাই রাত ততই গভীর হয়। চারিদিকে শুধু কোলাহল নিঃস্তব্ধ শুধু আমার মন সত্যি কি এই রাত কেটে ভোরের আলোয় মনের এই অন্ধকার কেটে যাবে। চিন্তারা বাসাবেঁধেছে বয়সের তালে তালে । আসলে চিন্তার থেকে বড়ো কথা জীবনের অর্থে আমার কোনো বৈশি্ট্যাবলী নেই শুধুই শুন্য শুধুই শুন্য। যাঁরা রাত্রি যাপন করে ভোরের আলোয় আলোকিত তাদের দেখে মনে হয় আমার ভাগ্যের অট্টহাসির ফল আমি। তাই আর এই অন্ধকারে পথ চলতে অসুবিধা হয় না। কোনো কিছু করে উঠতে না পারার কথা। হয়তো আমি চেষ্টাই করি নি সন্ধান করিনি আলোর তাই অন্ধকারে আছি ভালো আছি ভালো।
-
মনের ঘরে ডাকছে আমায় ব্যাথায় চোখে জল,
দূরন্ত ওই বিকেল শেষে নামছে আঁধার ঢল।
গরু, ছাগল ছুটছে সবাই আপন আপন ঘরে,
কোথায় গেলে ঠাই হবে আমার ডাকবে কেহ মোরে।
পাখি উড়ে জোড়া জোড়া একের পিছে এক,
কে বা আছে পাশে তোর একটু ভেবে দেখ।
পাহাড় বুকে নদী যেমন বইছে একা একা ,
আজকে সবাই স্বার্থ লোভী পকেট যে তোর ফাঁকা।
সময়ের কালে আঁধার নামে অন্ধকারে ভয়,
বিশ্বাস রাখো মনের উপর হবেই সূর্য্য দয়।-
মা, জানো হাত কেটে ছি খুব রক্ত বেড়িয়ে ছিলো ব্যাথা পেয়েছি চিৎকার করে উঠে ছি , কিছু সময় পর ভালো হয়ে গেলো ।
কিন্তু মা, আজ যে আমার মনের ঘর পুড়ে ছাই রক্ত আসেনি, বেথা পাইনি তবুও দুচোখে জল শুধু তোমাকে জড়িয়ে কাদতেঁ ইচ্ছে করছিলো শেষবারের মত । যেনো আজ বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই , যদি পারতাম নিজের প্রাণ টুকু কেরে নিতে তাহলে হয়তো মৃত্যু কে আপন করে নিতাম।-
আমি আজ আগুনে পুড়ে যাওয়া ঘরের পাখি, তাই সিদুরে মেঘ দেখলে ভয় করে । পুড়ে যাওয়া ছাই নিয়ে তিলে তিলে নতুন করে সাজানো ঘর, আবার না ঝড়ো হওয়ায় ভেঙ্গে চুরমার হয়ে যায়।
-
দুঃখিত তোমার চোখে আমার চোখের স্বপ্নগুলো পূরণ করা নিয়ে আমি দুঃখিত,
ক্ষমা করো তোমার ভাবনা গুলোকে নিজের ভালোলাগা করে নিজের খারাপ গুলোকে মুছে ফেলাই ক্ষমা করো,
একসাথে চলা নিস্তব্ধ পাগল হঠাৎ করে থেমে যাওয়া একই সাথে পথ চলতে চাইছে বলে আজ সে তুমি নিজেই বললে পালিয়ে যাবো নিস্তব্ধ সে পাগল,
-
আকাশে বাতাসে কি মধুর গন্ধে পেয়েছি তোমায়,
যখনি পরেছে মনে তখনি হারিয়ে ফেলেছি আমি আমায়।
জানিনা কে তুমি কোথা থেকে এলে?
তবুও তোমায় মিস করি কেনো ভালোলাগে।
আসবে তুমি একদিন বসে আছি বলে,
এসো না কাছে তুমি যদি ফেলে যাও দূরে চলে।
চাই না তোমার কাছে কিছু শুধু ভালোবাসা,
কুড়ে ঘরে একসাথে থাকবো দুজনে এটাই মনে আশা।
লেখা চিঠি ফেলা কবিতা রযে যাবে মনে,
কখনো যদি হারিয়ে যাই ভাগ্যের ক্ষণে।
স্বীকার করে নিও তুমি হাতের লেখা গুলো,
যদি কষ্ট নাইবা পেলাম প্রেম কী তবে হলো।-
ছেড়ে গেছো আমায় তুমি আমি পারিনি,
ভুলে গেছো আমায় তুমি আমি ভুলিনি।
আপন করে নিয়েছো তুমি অন্য দুটি হাত,
আজও আমি আপন করিতে পারিনি অন্য কারো হাত।
চাইনা আমি বাঁচতে আর একলা জীবন পথে,
কেন তুমি দেখিয়েছো স্বপ্ন মোড়ে থাকিব একসাথে।
আজ যে সবই মিছে হলো তোমার ভালবাসায়,
দিনরাত একাকী থাকি এমন শুধু কাদায়।
ইচ্ছে করে বলোনা কথা ঘৃণা করো মোড়ে,
কেবা ছিল সাথে তোমার একলা রাতে ঘরে।
দেখো আজ দুটি দিক তুমি তোমার পথে,
ধুলোয় মিশিয়ে যদি দিতে আমায় তোমার পায়ের ধুলো সাথে।-
থাকবো না আর যেদিন পৃথিবীতে কি হবে রে সেদিন ভেবে,
কাঁদবে বাবা কাঁদবে মা কাঁদবে নিজের সজন রে।
আপন করে ডাকবে সবাই বাবা বন্ধু ভাই,
সারা কি আর দিবো আমি নিরব ঘুমের মাঝারে।
ফেলে যাওয়া স্মৃতি গুলো ভাসবে সেদিন চোখের মাঝে,
ঝরবে জল অন্ত থেকে কাঁদবে মন বুক ফাটবে রে।
সাজায়ে চার বাঁশের দোলা করবে সুখের বিছানা,
বলবে মুখে হরি হরি ছড়াবে আতর গন্ধ রে।
পুড়বে মনের স্বপ্ন গুলো পুড়বে মনের আশা ভরসা,
নিভিয়ে দিবে আগুন সবি এক কলস জলেতে।-
আজ কি মনে পরে সেই কাটানো দিন ,
না খেয়ে ছিলে তুমি আমিও সারাদিন।
কেদেছিলাম এক সাথ ধরে সারা রাত,
একটু খানি তুমি ধরে আমার হাত।
জানি তুমি আছো ভালো সেই বন্ধুর বুকে,
আমি খুব আছি সুখে তোমার কথা বলেছি মুখে মুখে,
ক্ষমা করো আমায় তুমি দিয়ে তোমায় কথা ,
ভালোবেসে হারালাম তোমায় সই ছে এমন বেথা।-